ETV Bharat / city

Bengal SSC Scam: প্রতিমাসে 20 দিন সিঙ্গুরের হোটেলে ডেটিং-এ যেতেন ‘অপা’ ! - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ তদন্তে ইডির হাতে একাধিক তথ্য উঠে এসেছে ৷ তার মধ্যে অন্যতম হল প্রতিমাসে অন্তত 20 দিন অর্পিতাকে নিয়ে সিঙ্গুরের একটি হোটেলে যেতেন পার্থ চট্টোপাধ্যায় ৷

Partha Chatterjee-Arpita Mukherjee used to date in Singur hotel 20 days a month
Bengal SSC Scam: প্রতিমাসে 20 দিন সিঙ্গুরের হোটেলে ডেটিং-এ যেতেন ‘অপা’ !
author img

By

Published : Aug 4, 2022, 6:18 PM IST

কলকাতা, 4 অগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ একাধিক দফতরের দায়িত্ব কাঁধে নিয়ে চলতে হত তাঁকে ৷ পাশাপাশি সামলাতেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহাসচিবের গুরুদায়িত্বও ৷ এহেন হেভিওয়েট এক রাজনীতিবিদের যে ফুরসত ফেলার সময় থাকবে না, সেটাই স্বাভাবিক ৷

কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) একটি সূত্র বলছে যে এত ব্যস্ততার মাঝেও অবসর খুঁজে নিতেন পার্থ চট্টোপাধ্য়ায় ৷ অন্তত তদন্তে এমনই তথ্য হাতে পেয়েছেন ইডির গোয়েন্দারা ৷ তাঁরা জানতে পেরেছেন, প্রতিমাসে অন্তত 20 দিন এমন অবসর খুঁজে বের করতেন বেহালা পশ্চিমের বিধায়ক ৷ আর সেই অবসরে তিনি চলে যেতেন সোজা সিঙ্গুর ৷ সেখানেই একটি হোটেলে একান্তে সময় কাটাতেন ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সঙ্গে ৷

ইডি-র ওই সূত্র জানাচ্ছে যে দু’নম্বর জাতীয় সড়কের পাশে ওই হোটেল বেশ জনপ্রিয় ৷ ওই পথে যাঁরা যাতায়াত করেন, তাঁরা হামেশাই সেখানে থামেন ৷ সময় কাটান৷ ইতিমধ্য়ে ওই হোটেলের মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা ৷ সেখান থেকে উঠে এসেছে বেশ কিছু তথ্য ৷

প্রতিমাসে 20 দিন সিঙ্গুরের হোটেলে ডেটিং-এ যেতেন ‘অপা’ !

ইডি সূত্র বলছে যে সেখানে শুধু পার্থ ও অর্পিতাই যেতেন ৷ পার্থর কোনও নিরাপত্তারক্ষী থাকতেন না ৷ অর্পিতাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ সেই গাড়ি নিয়েই অর্পিতা আসতেন পার্থর নাকতলার বাড়িতে ৷ তার পর দু’জনে বেরিয়ে পড়তেন লংড্রাইভে ৷ দ্বিতীয় হুগলি সেতু হয়ে হুগলির সিঙ্গুরের ওই হোটেল ছিল তাঁদের গন্তব্য ৷ সেখানে পার্থ-অর্পিতার পছন্দের খাবার ছিল মটন বিরিয়ানি ৷ এছাড়া আরও অনেক কিছুই খেতেন তাঁরা ৷

প্রশ্ন উঠছে, ইডি এই তথ্য কীভাবে পেল ? গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে, পার্থর নাকতলার বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে ৷ সেই নথিগুলির মধ্য থেকে এই হোটেলে গিয়ে একান্তে সময় কাটানো, খাওয়াদাওয়ার বিষয়টি সামনে এসেছে ৷

এখন ইডি খতিয়ে দেখছে যে পার্থ-অর্পিতা কি সেখানে শুধু ডেটিংয়ে যেতেন ৷ নাকি তাঁদের অন্য কোনও উদ্দেশ্য থাকত ! সেখানে কি অন্য কেউ আসতেন ? শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) সংক্রান্ত কোনও লেনদেন কি সেখানে হত ? আগামিকাল পর্যন্ত পার্থ ও অর্পিতা ইডির হেফাজতে থাকবেন ৷ তার আগেই তাঁদের থেকে এই সংক্রান্ত তথ্য জানতে চাইছে ইডি ৷ ফলে এই নিয়ে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : অর্পিতার 31টি জীবন বীমার নমিনি পার্থ, আদালতে দাবি ইডি'র

কলকাতা, 4 অগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ একাধিক দফতরের দায়িত্ব কাঁধে নিয়ে চলতে হত তাঁকে ৷ পাশাপাশি সামলাতেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহাসচিবের গুরুদায়িত্বও ৷ এহেন হেভিওয়েট এক রাজনীতিবিদের যে ফুরসত ফেলার সময় থাকবে না, সেটাই স্বাভাবিক ৷

কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) একটি সূত্র বলছে যে এত ব্যস্ততার মাঝেও অবসর খুঁজে নিতেন পার্থ চট্টোপাধ্য়ায় ৷ অন্তত তদন্তে এমনই তথ্য হাতে পেয়েছেন ইডির গোয়েন্দারা ৷ তাঁরা জানতে পেরেছেন, প্রতিমাসে অন্তত 20 দিন এমন অবসর খুঁজে বের করতেন বেহালা পশ্চিমের বিধায়ক ৷ আর সেই অবসরে তিনি চলে যেতেন সোজা সিঙ্গুর ৷ সেখানেই একটি হোটেলে একান্তে সময় কাটাতেন ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সঙ্গে ৷

ইডি-র ওই সূত্র জানাচ্ছে যে দু’নম্বর জাতীয় সড়কের পাশে ওই হোটেল বেশ জনপ্রিয় ৷ ওই পথে যাঁরা যাতায়াত করেন, তাঁরা হামেশাই সেখানে থামেন ৷ সময় কাটান৷ ইতিমধ্য়ে ওই হোটেলের মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা ৷ সেখান থেকে উঠে এসেছে বেশ কিছু তথ্য ৷

প্রতিমাসে 20 দিন সিঙ্গুরের হোটেলে ডেটিং-এ যেতেন ‘অপা’ !

ইডি সূত্র বলছে যে সেখানে শুধু পার্থ ও অর্পিতাই যেতেন ৷ পার্থর কোনও নিরাপত্তারক্ষী থাকতেন না ৷ অর্পিতাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ সেই গাড়ি নিয়েই অর্পিতা আসতেন পার্থর নাকতলার বাড়িতে ৷ তার পর দু’জনে বেরিয়ে পড়তেন লংড্রাইভে ৷ দ্বিতীয় হুগলি সেতু হয়ে হুগলির সিঙ্গুরের ওই হোটেল ছিল তাঁদের গন্তব্য ৷ সেখানে পার্থ-অর্পিতার পছন্দের খাবার ছিল মটন বিরিয়ানি ৷ এছাড়া আরও অনেক কিছুই খেতেন তাঁরা ৷

প্রশ্ন উঠছে, ইডি এই তথ্য কীভাবে পেল ? গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে, পার্থর নাকতলার বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে ৷ সেই নথিগুলির মধ্য থেকে এই হোটেলে গিয়ে একান্তে সময় কাটানো, খাওয়াদাওয়ার বিষয়টি সামনে এসেছে ৷

এখন ইডি খতিয়ে দেখছে যে পার্থ-অর্পিতা কি সেখানে শুধু ডেটিংয়ে যেতেন ৷ নাকি তাঁদের অন্য কোনও উদ্দেশ্য থাকত ! সেখানে কি অন্য কেউ আসতেন ? শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) সংক্রান্ত কোনও লেনদেন কি সেখানে হত ? আগামিকাল পর্যন্ত পার্থ ও অর্পিতা ইডির হেফাজতে থাকবেন ৷ তার আগেই তাঁদের থেকে এই সংক্রান্ত তথ্য জানতে চাইছে ইডি ৷ ফলে এই নিয়ে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : অর্পিতার 31টি জীবন বীমার নমিনি পার্থ, আদালতে দাবি ইডি'র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.