কলকাতা, 19 মে : এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আজ, বৃহস্পতিবার বিকেল নাগাদ দায়ের হয় মামলা ৷ আগামিকাল অর্থাৎ শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হবে । সেখান থেকেই সুরাহা খোঁজার চেষ্টা করবেন তৃণমূল মহাসচিব ।
গতকাল দিনভর কলকাতা হাইকোর্টে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে আবেদন করে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা ৷ তখনই মনে করা হচ্ছিল, গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন তাঁরা । বুধবার সন্ধ্যায় সিবিআইয়ের মুখোমুখি হওয়ার পর রাতের দিকে দীর্ঘক্ষণ ধরে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন পার্থবাবু ৷ এতে বিষয়টি আরও স্পষ্ট হচ্ছিল । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । যদিও ওই মামলা থেকে অব্যাহতি চেয়ে নেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । এরপর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সিদ্ধান্ত নেন, পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারী- দুই আপিলের মামলার শুনানি বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ শুনবে । সেই মতো বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন আগামিকাল ওই মামলার শুনানি হবে ।
আরও পড়ুন : Partha Chatterjee : ম্যারাথন জেরায় বক্তব্যে একাধিক অসঙ্গতি, ফের পার্থকে ডাকতে পারে সিবিআই
কলকাতা হাইকোর্টের যখন এই মামলা নিয়ে দড়ি টানাটানি চলছে ঠিক তখনই উলটো দিকে পার্থবাবুর আইনজীবীরা সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত নেন । সেই মতো আজ বিকেল তিনটে একচল্লিশ মিনিট নাগাদ সুপ্রিম কোর্টে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । এক্ষেত্রে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় মামলার ডায়েরি নম্বর 16211 ৷ আগামিকাল সকালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হবে ।
প্রসঙ্গত, গতকাল হাইকোর্টের নির্দেশে নিজাম প্যালেসে সিবিআইয়ের জেরার মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন তিনি । প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর্ব চলে । এরপর আজ পার্থ চট্টেপাধ্যায় ফের হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন জানান । মোটের উপর গতকালের জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হয়তো একটা বার্তা স্পষ্ট, এই একবার নয় বারবার এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ যেহেতু কলকাতা হাইকোর্ট প্রয়োজনে তাঁকে হেফাজতে পর্যন্ত নেওয়ার অধিকার সিবিআইকে দিয়েছে সেক্ষেত্রে গ্রেফতারও করা হতে পারে পার্থ চট্টেপাধ্যায়কে । আর তাই রক্ষাকবজের লক্ষ্যে এবার সুপ্রিম কোর্টে আবেদন করলেন তৃণমূল মহাসচিব ।
আরও পড়ুন : Partha Chatterjee : গেলেন না নাকতলার বাড়িতে, সিবিআই জেরার পর পার্থ-র গন্তব্য কোথায় ?