কলকাতা, 8 জানুয়ারি : সাতসকালে চায়ের আসর বসিয়ে বাংলাকে কালিমালিপ্ত করার আলোচনা করছে । এই ভাষাতেই কার্যত বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি।
তবে এদিন একবারও ভারতীয় জনতা পার্টির নাম করেননি পার্থ। তাঁর কথাতেই স্পষ্ট যে তাঁর আক্রমণের লক্ষ্য দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারীরা। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, বিরোধীদের কোনও এজেন্ডা নেই। বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার ঐতিহ্যকে কালিমালিপ্ত করার চর্চা চলছে।"
আর এই চর্চা রোজ সকালে ঘুম থেকে উঠে চা-খেয়েই করতে বসে পড়ছেন বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব। উল্লেখ্য, 2014 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে বিজেপির অন্যতম আলোচিত কর্মসূচির নাম 'চায়ে পে চর্চা'। যা ইদানীং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের অনেক নেতাকে করতে দেখা যাচ্ছে।
ফলে বলাই যায় যে পার্থবাবু বিজেপিকেই আক্রমণ করেছেন। পাশাপাশি তাঁর প্রশ্ন, বিরোধীরা কেন বাংলার আরও উন্নয়ন নিয়ে কোনও কথা কেউ বলছে না ? বিরোধীরা অপসংস্কৃতির ধারাপাত রচনা করছে বলেও তিনি এদিন অভিযোগ করেছেন।
আরও পড়ুন: স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত হওয়ায় রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর
একই সঙ্গে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মসূচির কথা এদিন তিনি তাঁর সাংবাদিক বৈঠকে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লাইনে দাঁড়িয়ে নিজের স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছেন, সেই ঘটনার উদাহরণ টেনেছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন, অন্য কোনও মুখ্যমন্ত্রীর কি এমন নজির আছে?