কলকাতা, 18 মে : অবশেষে সিবিআইয়ের মুখোমুখি হতে কলকাতার নিজাম প্য়ালেসে হাজির হলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattarjee Appears For CBI Interrogation in SSC Recruitment Scam Case) ৷ বুধবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁকে সন্ধ্যা 6টার মধ্যে সিবিআইয়ের সামনে হাজির হতে নির্দেশ দিয়েছে ৷ সেই মতো তিনি হাজির হলেন সিবিআইয়ের কাছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কয়েক সপ্তাহ আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছিলেন ৷ কিন্তু সেই সময় ডিভিশন বেঞ্চে গিয়ে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ নেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভা ও দলের এই গুরুত্বপূর্ণ সদস্য ৷
তার পর ফের বুধবার তাঁকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ এবারও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু ত্রুটিপূর্ণ আবেদনের জন্য তা খারিজ হয়ে যায় ৷ ফলে শেষ পর্যন্ত সন্ধ্যা 6টা বাজার আগেই তিনি হাজির হন সিবিআইয়ের দফতরে ৷
এদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রয়েছেন আরও কয়েকজন ৷ তাঁরাও এদিন হাজির হন নিজাম প্যালেসে ৷ সূত্রের খবর, তাঁদের সামনে বসিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সেই তালিকায় রয়েছেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন আধিকারিক অলোক সরকার, সুকান্ত আচার্য ও প্রদীপ বন্দ্যোপাধ্যায় ৷
তাছাড়া এসএসসি-র মামলাকারীদের তরফের আইনজীবী ফিরদৌস শামিমও এদিন নিজাম প্যালেসের সিবিআই দফতরে আসেন ৷ রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের দফতরে আসার পর তিনি সেখানে আসেন ৷ মূলত, এদিন তিনি বেশকিছু নথিপত্র সিবিআই এর কাছে দিতে এসেছিলেন। অন্যদিকে রহস্যজনকভাবে সিবিআই দফতরে আসলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার । এদিন সন্ধ্যা নাগাদ তিনি নিজাম প্যালেসে আসেন ৷
আরও পড়ুন : Partha Chatterjee : পদ্ধতিগত ত্রুটিতে বাতিল পার্থর আপিল, বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী