ETV Bharat / city

Park Street Shootout: ঘাতক জওয়ানের 14 দিনের পুলিশ হেফাজত, অনিচ্ছা সত্ত্বেও যেতে হয়েছিল অমরনাথের ডিউটিতে ? - পার্ক স্ট্রিট গুলি চালনা

পার্ক স্ট্রিট গুলি চালনার (Park Street Shootout) ঘটনায় ঘাতক জওয়ান অক্ষয় কুমার মিশ্রকে (Akshay Kumar Mishra) 14 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত (Police Custody till 21st August)৷ এ দিকে, তাঁকে রাতভর জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু তথ্য হাতে এসেছে কলকাতা পুলিশের ৷

Park Street Shootout: Accused Akshay Kumar Mishra sent to Police Custody till 21st August
থাম্বনেইল
author img

By

Published : Aug 7, 2022, 3:58 PM IST

Updated : Aug 7, 2022, 4:20 PM IST

কলকাতা, 7 অগস্ট: পার্ক স্ট্রিট গুলি চালনার ঘটনায় (Park Street Shootout) ঘাতক সিআইএসএফ জওয়ানকে আগামী 21 অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Police Custody till 21st August)৷

এ দিকে, ঘাতক জওয়ান অক্ষয় কুমার মিশ্রকে (Akshay Kumar Mishra) রাতভর জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে যে, অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক তাঁকে পাঠানো হয়েছিল অমরনাথের ডিউটিতে । বেশ কয়েকজন ইন্সপেক্টরের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন তিনি । ফলে তাঁর টার্গেটে ছিলেন বেশ কয়েকজন । রেগে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়েই তিনি গুলি চালিয়েছেন ৷ এমনটাই অনুমান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকদের ।

আরও পড়ুন: পার্কস্ট্রিটের ঘটনার পর বাড়ানো হল জাদুঘরের নিরাপত্তা

ইতিমধ্যেই ঘাতক সিআইএসএফ হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্রের বিরুদ্ধে স্থানীয় নিউ মার্কেট থানায় ভারতীয় দণ্ডবিধি 307 ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে ।

কলকাতা, 7 অগস্ট: পার্ক স্ট্রিট গুলি চালনার ঘটনায় (Park Street Shootout) ঘাতক সিআইএসএফ জওয়ানকে আগামী 21 অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Police Custody till 21st August)৷

এ দিকে, ঘাতক জওয়ান অক্ষয় কুমার মিশ্রকে (Akshay Kumar Mishra) রাতভর জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে যে, অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক তাঁকে পাঠানো হয়েছিল অমরনাথের ডিউটিতে । বেশ কয়েকজন ইন্সপেক্টরের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন তিনি । ফলে তাঁর টার্গেটে ছিলেন বেশ কয়েকজন । রেগে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়েই তিনি গুলি চালিয়েছেন ৷ এমনটাই অনুমান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকদের ।

আরও পড়ুন: পার্কস্ট্রিটের ঘটনার পর বাড়ানো হল জাদুঘরের নিরাপত্তা

ইতিমধ্যেই ঘাতক সিআইএসএফ হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্রের বিরুদ্ধে স্থানীয় নিউ মার্কেট থানায় ভারতীয় দণ্ডবিধি 307 ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে ।

Last Updated : Aug 7, 2022, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.