ETV Bharat / city

Park Street Shootout: ঘাতক জওয়ানের 14 দিনের পুলিশ হেফাজত, অনিচ্ছা সত্ত্বেও যেতে হয়েছিল অমরনাথের ডিউটিতে ?

পার্ক স্ট্রিট গুলি চালনার (Park Street Shootout) ঘটনায় ঘাতক জওয়ান অক্ষয় কুমার মিশ্রকে (Akshay Kumar Mishra) 14 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত (Police Custody till 21st August)৷ এ দিকে, তাঁকে রাতভর জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু তথ্য হাতে এসেছে কলকাতা পুলিশের ৷

Park Street Shootout: Accused Akshay Kumar Mishra sent to Police Custody till 21st August
থাম্বনেইল
author img

By

Published : Aug 7, 2022, 3:58 PM IST

Updated : Aug 7, 2022, 4:20 PM IST

কলকাতা, 7 অগস্ট: পার্ক স্ট্রিট গুলি চালনার ঘটনায় (Park Street Shootout) ঘাতক সিআইএসএফ জওয়ানকে আগামী 21 অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Police Custody till 21st August)৷

এ দিকে, ঘাতক জওয়ান অক্ষয় কুমার মিশ্রকে (Akshay Kumar Mishra) রাতভর জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে যে, অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক তাঁকে পাঠানো হয়েছিল অমরনাথের ডিউটিতে । বেশ কয়েকজন ইন্সপেক্টরের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন তিনি । ফলে তাঁর টার্গেটে ছিলেন বেশ কয়েকজন । রেগে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়েই তিনি গুলি চালিয়েছেন ৷ এমনটাই অনুমান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকদের ।

আরও পড়ুন: পার্কস্ট্রিটের ঘটনার পর বাড়ানো হল জাদুঘরের নিরাপত্তা

ইতিমধ্যেই ঘাতক সিআইএসএফ হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্রের বিরুদ্ধে স্থানীয় নিউ মার্কেট থানায় ভারতীয় দণ্ডবিধি 307 ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে ।

কলকাতা, 7 অগস্ট: পার্ক স্ট্রিট গুলি চালনার ঘটনায় (Park Street Shootout) ঘাতক সিআইএসএফ জওয়ানকে আগামী 21 অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Police Custody till 21st August)৷

এ দিকে, ঘাতক জওয়ান অক্ষয় কুমার মিশ্রকে (Akshay Kumar Mishra) রাতভর জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে যে, অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক তাঁকে পাঠানো হয়েছিল অমরনাথের ডিউটিতে । বেশ কয়েকজন ইন্সপেক্টরের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন তিনি । ফলে তাঁর টার্গেটে ছিলেন বেশ কয়েকজন । রেগে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়েই তিনি গুলি চালিয়েছেন ৷ এমনটাই অনুমান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকদের ।

আরও পড়ুন: পার্কস্ট্রিটের ঘটনার পর বাড়ানো হল জাদুঘরের নিরাপত্তা

ইতিমধ্যেই ঘাতক সিআইএসএফ হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্রের বিরুদ্ধে স্থানীয় নিউ মার্কেট থানায় ভারতীয় দণ্ডবিধি 307 ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে ।

Last Updated : Aug 7, 2022, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.