ETV Bharat / city

"মেয়েকে CBI থেকে বাঁচাতে BJP-কে সন্তুষ্ট করতে চাইছেন সাধন" - আমফান

ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷ আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে সাধন পান্ডের বক্তব্যের জন্য তাঁকে শোকজ় করা হয়েছে ৷ এনিয়ে তৃণমূল নেতা পরেশ পাল আজ বলেন, ‘‘ওর কাজই সবার পিছনে লাগা ৷ তাই ওর নাম দিয়েছি চোখে আঙুল দাদা ৷’’

পরেশ-সাধন
পরেশ-সাধন
author img

By

Published : May 28, 2020, 8:12 PM IST

কলকাতা, 28 মে: সাধন পান্ডেকে ফের আক্রমণ করলেন পরেশ পাল ৷ বলেন, ‘‘নিজের মেয়েকে CBI -র হাত থেকে বাঁচানোর জন্য BJP নেতৃত্বকে সন্তুষ্ট করার চেষ্টা করছে সাধন পান্ডে ৷ আমরা সারা দিনরাত কাজ করি ৷ সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরাই কাজে নেমেছে ৷ শুধুমাত্র মেয়র ফিরহাদ হাকিমকে নয়, সমস্ত কাজের মানুষদেরই অপমান করেছে ৷ সাধন পান্ডের এটা চিরদিনের স্বভাব ৷ এরজন্য ওর নাম দিয়েছি চোখে আঙুল দাদা ৷ প্রত্যেকদিনই বেরিয়ে এর-ওর চোখে আঙুল দিচ্ছে ৷ শশী পাঁজাকে অপমানিত করেছে, অতীন ঘোষকে অসম্মানিত করছে ৷ সবাইকে অপমানিত করছে ৷ ’’

আমফান বিপর্যয় মোকাবিলা করা নিয়ে কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছিলেন তৃণমূলেরই বিধায়ক সাধন পান্ডে । বলেছিলেন, ‘‘আবহাওয়া দপ্তর আগেই সতর্ক করেছিল । সেইমতো প্রস্তুতি নিলে সাত দিনের মাথায় শহরের এই হাল থাকত না ৷’’ তাঁর এই মন্তব্যে বেজায় চটেছে দল । দলবিরোধী মন্তব্য করার জন্য ইতিমধ্যেই শোকজ় করা হয়েছে তাকে ‌।

পরেশ পাল এই বিষয়ে বলেন, ‘‘ওকে শোকজ় করা হয়েছে ৷ ও বলছে শোকজ়ের চিঠি পায়নি ৷ ওকে শোকজ় নয়, দল থেকে বহিষ্কার করা উচিত ৷ ওকে বের করা হলে আমরা সবাই মিলে গঙ্গাস্নান করে নতুন করে দল গড়ার কাজ শুরু করব ৷ প্রত্যেকের সঙ্গে ও এইরকম করেছে ৷ আগে কংগ্রেস করত, সেখানেও এরকম কাজ করেছে ৷ তখন বরকতদা, প্রণব মুখার্জি, সোমেন মিত্রের পিছনে লাগত ৷ সুব্রতদার মতো লোক, যে এত কাজের তাঁকেও ছাড়েনি ৷ অজিতদাকে তো মেরেই ফেলল ৷ এর তৃণমূলকে মেরে ফেলার একটা বিশাল পরিকল্পনা রয়েছে ৷ CPIM, BJP প্রত্যেকের সঙ্গে ও ঘর করে ৷’’

আজ কাঁকুড়গাছি সুভাষ মেলা প্রাঙ্গণে কয়েকজন কাউন্সিলরকে নিয়ে এক বৈঠকে তিনি বলেন, ‘‘মুম্বইয়ে দুটো সংস্থা রয়েছে ৷ ও শুধু টাটার নাম করল কেন? ও আসলে টাটার দালাল ৷ এর আগে সিঙ্গুর আন্দোলনের সময়ও টাটার হয়ে দালালি করেছে । অন্যান্য কোনও কম্পানির নাম না নিয়ে শুধু টাটার নাম নেবে কেন ? আসলে টাটার সঙ্গে ওর ব্যবসা রয়েছে ৷’’

কলকাতা, 28 মে: সাধন পান্ডেকে ফের আক্রমণ করলেন পরেশ পাল ৷ বলেন, ‘‘নিজের মেয়েকে CBI -র হাত থেকে বাঁচানোর জন্য BJP নেতৃত্বকে সন্তুষ্ট করার চেষ্টা করছে সাধন পান্ডে ৷ আমরা সারা দিনরাত কাজ করি ৷ সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরাই কাজে নেমেছে ৷ শুধুমাত্র মেয়র ফিরহাদ হাকিমকে নয়, সমস্ত কাজের মানুষদেরই অপমান করেছে ৷ সাধন পান্ডের এটা চিরদিনের স্বভাব ৷ এরজন্য ওর নাম দিয়েছি চোখে আঙুল দাদা ৷ প্রত্যেকদিনই বেরিয়ে এর-ওর চোখে আঙুল দিচ্ছে ৷ শশী পাঁজাকে অপমানিত করেছে, অতীন ঘোষকে অসম্মানিত করছে ৷ সবাইকে অপমানিত করছে ৷ ’’

আমফান বিপর্যয় মোকাবিলা করা নিয়ে কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছিলেন তৃণমূলেরই বিধায়ক সাধন পান্ডে । বলেছিলেন, ‘‘আবহাওয়া দপ্তর আগেই সতর্ক করেছিল । সেইমতো প্রস্তুতি নিলে সাত দিনের মাথায় শহরের এই হাল থাকত না ৷’’ তাঁর এই মন্তব্যে বেজায় চটেছে দল । দলবিরোধী মন্তব্য করার জন্য ইতিমধ্যেই শোকজ় করা হয়েছে তাকে ‌।

পরেশ পাল এই বিষয়ে বলেন, ‘‘ওকে শোকজ় করা হয়েছে ৷ ও বলছে শোকজ়ের চিঠি পায়নি ৷ ওকে শোকজ় নয়, দল থেকে বহিষ্কার করা উচিত ৷ ওকে বের করা হলে আমরা সবাই মিলে গঙ্গাস্নান করে নতুন করে দল গড়ার কাজ শুরু করব ৷ প্রত্যেকের সঙ্গে ও এইরকম করেছে ৷ আগে কংগ্রেস করত, সেখানেও এরকম কাজ করেছে ৷ তখন বরকতদা, প্রণব মুখার্জি, সোমেন মিত্রের পিছনে লাগত ৷ সুব্রতদার মতো লোক, যে এত কাজের তাঁকেও ছাড়েনি ৷ অজিতদাকে তো মেরেই ফেলল ৷ এর তৃণমূলকে মেরে ফেলার একটা বিশাল পরিকল্পনা রয়েছে ৷ CPIM, BJP প্রত্যেকের সঙ্গে ও ঘর করে ৷’’

আজ কাঁকুড়গাছি সুভাষ মেলা প্রাঙ্গণে কয়েকজন কাউন্সিলরকে নিয়ে এক বৈঠকে তিনি বলেন, ‘‘মুম্বইয়ে দুটো সংস্থা রয়েছে ৷ ও শুধু টাটার নাম করল কেন? ও আসলে টাটার দালাল ৷ এর আগে সিঙ্গুর আন্দোলনের সময়ও টাটার হয়ে দালালি করেছে । অন্যান্য কোনও কম্পানির নাম না নিয়ে শুধু টাটার নাম নেবে কেন ? আসলে টাটার সঙ্গে ওর ব্যবসা রয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.