কলকাতা, 29 মে : অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবার ধর্মগুরুর ভূমিকায় ৷ তাঁকে দেখা যাবে জতুগৃহ ছবিতে যাজক জোসেফের চরিত্রে ৷ নিজের বয়সের থেকে প্রায় দ্বিগুণ বয়সী একটি চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে ৷ গত একমাসেরও বেশি সময় পরমব্রত কোভিড যোদ্ধা হিসেবে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁর আসন্ন ছবি ‘জতুগৃহ’-তে তাঁকে নতুনভাবে দেখতে পাবেন দর্শক ৷
ছবির পরিচালক সপ্তাশু বসু জানিয়েছেন, এই প্রথম পরমব্রত নিজের বয়সের থেকে অনেকটা এগিয়ে কোনও চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ তাঁর আগামী ছবিতে তিনি নিষাদগঞ্জের এক চার্চের 60 বছরের যাজক ৷
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন বনি সেনগুপ্ত ও অনামিকা চক্রবর্তী ৷ পয়লা বৈশাখে ছবির ফার্স্ট লুক সামনে এলেও বাকি অভিনেতাদের নাম তখনও ঠিক হয়নি ৷ এই ছবিতে পরমব্রত রয়েছেন সেকেন্ড লিডে ৷ তবে পরিচালক জানান, বনির মতোই সমান গুরুত্বপূর্ণ পরমব্রতর চরিত্র ৷
দুই পুরুষ ও এক নারীকে নিয়ে ছবির গল্প এগোবে ৷ এর আগে পরমব্রত চট্টোপাধ্যায় অনুষ্কা শর্মার ‘পরী’ বা ‘বুলবুল’-এর মতো ভৌতিক ছবিতে অভিনয় করলেও বাংলা ছবিতে পরমব্রতকে ‘জোসেফ’-এর মতো চরিত্রে আগে দেখা যায়নি বলেই দাবি পরিচালকের ৷ তাছাড়া, এই প্রথম তিনি নিজের বয়সের থেকে অনেকটা এগিয়ে থাকা একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷
আরও পড়ুন : টলিউডে জুটি বাঁধছেন বনি-অনামিকা
পরিচালক জানান, নিজেকে নিয়ে পরীক্ষা করতে ভালবাসেন পরমব্রত ৷ সম্ভবত তাই চরিত্রের বর্ণনা শুনেই রাজি হয়ে গিয়েছেন তিনি ৷ চরিত্রের খাতিরে চেহারায় ভারিক্কি ভাব আনার পাশাপাশি বিশেষ সাজসজ্জাও করতে হবে তাঁকে ৷ পরিচালকের কথায়, ‘‘আপাতত এগুলো সবই আলোচনার স্তরে রয়েছে ৷ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল মে মাসে ৷ লকডাউন পরিস্থিতি উঠলেই জোরকদমে কাজ শুরু করে দেব ৷’’