ETV Bharat / city

দীপাবলির আগেই আসছে "পাট রানি" - পাটের সামগ্রী

দমদম সংশোধনাগারের কয়েদিদের তৈরি পাটের বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো হয়েছে এই ক্রুজ় ট্রামটি । থাকছে ক্যাফেটেরিয়া । চলবে বাংলা গান ।

tram decorated with jute
tram decorated with jute
author img

By

Published : Nov 4, 2020, 8:33 AM IST

কলকাতা, 4 নভেম্বর : মিউজ়িয়াম, রেস্তরাঁ ও লাইব্রেরি ট্রামের পর এবার আসছে পাট-রানি । পাট দিয়ে সেজে উঠেছে একটি ট্রাম । ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) উদ্যোগে হলেও পাটের সামগ্রী সরবরাহ করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।

বিশেষ এই ক্রুজ় ট্রামটিকে সুন্দর করে সাজানোও হয়েছে । দমদম সংশোধনাগারের কয়েদিদের হাতে তৈরি পাটের বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ট্রামটি । বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে পাট দিয়ে হাতের কাজ শেখানো হয়েছে কয়েদিদের ।

থাকছে ক্যাফেটেরিয়া । যেখানে পাওয়া যাবে পানীয় জল, জুস ও স্ন্যাক্স । ট্রামে চলবে বাংলা গান । যাত্রাপথে শহরের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলির সঙ্গে পরিচয় করানো হবে । দীপাবলির আগেই এই ট্রামটির উদ্বোধন হতে পারে ।

WBTC-র ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, "এই পরিকল্পনার মাধ্যমে সুষ্ঠু মেলবন্ধন ঘটেছে পরিবেশবান্ধব পাট এবং ঐতিহ্যশালী ও আর একটি পরিবেশবান্ধব মাধ্যম ট্রামের ।" উদ্বোধনের পরের কয়েকদিন 199 টাকা ভাড়া ধার্য করা হয়েছে । যদি কেউ গোটা ট্রাম কম্পার্টমেন্টটি বুক করতে চান তাহলে শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড হয়ে গড়িয়াহাট পর্যন্ত খরচ পড়বে 2500 টাকা ।

কলকাতা, 4 নভেম্বর : মিউজ়িয়াম, রেস্তরাঁ ও লাইব্রেরি ট্রামের পর এবার আসছে পাট-রানি । পাট দিয়ে সেজে উঠেছে একটি ট্রাম । ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) উদ্যোগে হলেও পাটের সামগ্রী সরবরাহ করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।

বিশেষ এই ক্রুজ় ট্রামটিকে সুন্দর করে সাজানোও হয়েছে । দমদম সংশোধনাগারের কয়েদিদের হাতে তৈরি পাটের বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ট্রামটি । বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে পাট দিয়ে হাতের কাজ শেখানো হয়েছে কয়েদিদের ।

থাকছে ক্যাফেটেরিয়া । যেখানে পাওয়া যাবে পানীয় জল, জুস ও স্ন্যাক্স । ট্রামে চলবে বাংলা গান । যাত্রাপথে শহরের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলির সঙ্গে পরিচয় করানো হবে । দীপাবলির আগেই এই ট্রামটির উদ্বোধন হতে পারে ।

WBTC-র ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, "এই পরিকল্পনার মাধ্যমে সুষ্ঠু মেলবন্ধন ঘটেছে পরিবেশবান্ধব পাট এবং ঐতিহ্যশালী ও আর একটি পরিবেশবান্ধব মাধ্যম ট্রামের ।" উদ্বোধনের পরের কয়েকদিন 199 টাকা ভাড়া ধার্য করা হয়েছে । যদি কেউ গোটা ট্রাম কম্পার্টমেন্টটি বুক করতে চান তাহলে শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড হয়ে গড়িয়াহাট পর্যন্ত খরচ পড়বে 2500 টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.