ETV Bharat / city

লকডাউন আপডেট : কলকাতা পৌরনিগমে 2 কর্মী কোরোনা আক্রান্ত - COVID-19

lockdown state
লকডাউন রাজ্য
author img

By

Published : Jul 28, 2020, 6:48 AM IST

06:35 July 28

কলকাতা, 28 জুলাই : সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । চিকিৎসকদের একাংশ কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন ৷ পাশাপাশি COVID-19 এর নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াতে ICMR-এর অত্যাধুনিক তিনটি ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • হাওড়ায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 91

06:34 July 28

  • রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 60 হাজার 830 ৷ মৃত্যু হয়েছে 1 হাজার 411 জনের

06:34 July 28

  • বেহালায় কোরোনা আক্রান্ত রোগীর দেহ দীর্ঘক্ষণ বাড়িতে পড়ে থাকা নিয়ে সাফাই কলকাতা পৌরনিগমের ৷ COVID-19 এর রিপোর্ট না পাওয়ায় শববাহী গাড়ি পাঠাতে দেরি

06:34 July 28

  • রাজ্যে কোরোনা মোকাবিলায় কেন্দ্রের কাছে পৃথক তহবিলের আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

06:34 July 28

  • কলকাতায় চালু ICMR-এর অত্যাধুনিক তিনটি ল্যাব ৷ ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

06:34 July 28

  • ‘‘বিশ্বকে বলুন, আপনার দেশের একটি রাজ্য বিনা খরচে কোরোনার চিকিৎসা করছে’’- ICMR-এর ল্যাব উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্দেশে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

06:33 July 28

  • কোরোনা সন্দেহে ভরতি রোগীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার আসানসোল জেলা হাসপাতাল ৷ নার্সকে মারধরের অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে

06:03 July 28

  • কলকাতা পৌরনিগমের বিল্ডিং ডিপার্টমেন্ট ও উদ্যান বিভাগে দুই কর্মী কোরোনা আক্রান্ত ৷ পাঁচদিনের জন্য বন্ধ বিল্ডিং ডিপার্টমেন্ট

06:35 July 28

কলকাতা, 28 জুলাই : সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । চিকিৎসকদের একাংশ কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন ৷ পাশাপাশি COVID-19 এর নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াতে ICMR-এর অত্যাধুনিক তিনটি ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • হাওড়ায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 91

06:34 July 28

  • রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 60 হাজার 830 ৷ মৃত্যু হয়েছে 1 হাজার 411 জনের

06:34 July 28

  • বেহালায় কোরোনা আক্রান্ত রোগীর দেহ দীর্ঘক্ষণ বাড়িতে পড়ে থাকা নিয়ে সাফাই কলকাতা পৌরনিগমের ৷ COVID-19 এর রিপোর্ট না পাওয়ায় শববাহী গাড়ি পাঠাতে দেরি

06:34 July 28

  • রাজ্যে কোরোনা মোকাবিলায় কেন্দ্রের কাছে পৃথক তহবিলের আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

06:34 July 28

  • কলকাতায় চালু ICMR-এর অত্যাধুনিক তিনটি ল্যাব ৷ ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

06:34 July 28

  • ‘‘বিশ্বকে বলুন, আপনার দেশের একটি রাজ্য বিনা খরচে কোরোনার চিকিৎসা করছে’’- ICMR-এর ল্যাব উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্দেশে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

06:33 July 28

  • কোরোনা সন্দেহে ভরতি রোগীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার আসানসোল জেলা হাসপাতাল ৷ নার্সকে মারধরের অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে

06:03 July 28

  • কলকাতা পৌরনিগমের বিল্ডিং ডিপার্টমেন্ট ও উদ্যান বিভাগে দুই কর্মী কোরোনা আক্রান্ত ৷ পাঁচদিনের জন্য বন্ধ বিল্ডিং ডিপার্টমেন্ট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.