ETV Bharat / city

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 42,487

lockdown state
লকডাউন রাজ্য
author img

By

Published : Jul 20, 2020, 6:53 AM IST

06:27 July 20

কলকাতা, 20 জুলাই : সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । চিকিৎসকদের একাংশ কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন ৷ পাশাপাশি কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 42,487 । মৃত 1,112 ।

06:27 July 20

  • রাজ্যে কোরোনার সংক্রমণে আরও তিন চিকিৎসকের মৃত্যু

06:26 July 20

  • রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে, মত চিকিৎসকদের একাংশের

06:25 July 20

রাজ্যে ফের কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়ল ৷ 63টি বেড়ে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা দাঁড়াল 739।

06:27 July 20

কলকাতা, 20 জুলাই : সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । চিকিৎসকদের একাংশ কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন ৷ পাশাপাশি কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 42,487 । মৃত 1,112 ।

06:27 July 20

  • রাজ্যে কোরোনার সংক্রমণে আরও তিন চিকিৎসকের মৃত্যু

06:26 July 20

  • রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে, মত চিকিৎসকদের একাংশের

06:25 July 20

রাজ্যে ফের কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়ল ৷ 63টি বেড়ে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা দাঁড়াল 739।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.