কলকাতা, 8 ফেব্রুয়ারি : ঐক্যশ্রী প্রকল্পের আওতায় এক বছরেরও কম সময়ে রাজ্য় সরকারের কাছে জমা পড়ল 40 লাখেরও বেশি আবেদনপত্র ৷ নবান্নের এক আধিকারিক সূত্রে এই খবর জানা গেছে ৷ গতবছর ঐক্য়শ্রী প্রকল্পটি শুরু করেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সরকারের তরফে ঘোষণা করা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি দেওয়া হবে ৷
কেন্দ্রীয় সরকার অনুমোদিত বৃত্তি পড়ুয়ারা ঠিক মতো পাচ্ছে না ৷ প্রায় 16 লাখেরও বেশি ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে ৷ গতবছর এই অভিযোগ এনে ঐক্যশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী তথা সংখ্য়ালঘু উন্নয়নমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ কয়েকশো কোটি টাকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, বৌদ্ধ, খ্রিশ্চান, জৈন, মুসলিম, পারসি ও শিখ পড়ুয়ারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই পথ প্রশস্ত করা ৷
আরও পড়ুন : এক টাকা কেজি দরে চাল মিলতে পারে রেশনে, প্রস্তাব নবান্নে
ঐক্যশ্রী প্রকল্পের জন্য সরকারি কোষাগারে প্রায় 800 কোটি টাকার বাড়তি চাপ পড়তে চলেছে বলেও নবান্নের ওই আধিকারিক সূত্রে জানা গেছে ৷ কেন্দ্র ও রাজ্য উভয়ের প্রকল্পেই মাধ্যমিক ও একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বৃত্তি দেওয়া হয় ৷ কেন্দ্রের অনুমোদিত বৃত্তিতে প্রতি পড়ুয়াকে কমপক্ষে বছরে 1200 টাকা দেওয়া হয় ৷ রাজ্যের প্রকল্পে দেওয়া হয় বার্ষিক 1100 টাকা ৷ তবে কেন্দ্রের প্রকল্পের আওতায় পরিবারের বার্ষিক আয় 2 লাখের বেশি হওয়া চলবে না ৷ কিন্তু রাজ্য সরকারের প্রকল্পে তেমন কোনও বিধি নেই ৷