ETV Bharat / city

সংখ্যালঘু বৃত্তির জন্য নবান্নে 40 লাখেরও বেশি আবেদন জমা - মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় সরকার অনুমোদিত বৃত্তি পড়ুয়ারা ঠিক মতো পাচ্ছে না ৷ প্রায় 16 লাখেরও বেশি ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে ৷ গতবছর এই অভিযোগ এনে ঐক্যশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী তথা সংখ্য়ালঘু উন্নয়নমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

Nabanna
ফাইল ছবি
author img

By

Published : Feb 8, 2020, 4:03 AM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : ঐক্যশ্রী প্রকল্পের আওতায় এক বছরেরও কম সময়ে রাজ্য় সরকারের কাছে জমা পড়ল 40 লাখেরও বেশি আবেদনপত্র ৷ নবান্নের এক আধিকারিক সূত্রে এই খবর জানা গেছে ৷ গতবছর ঐক্য়শ্রী প্রকল্পটি শুরু করেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সরকারের তরফে ঘোষণা করা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি দেওয়া হবে ৷

কেন্দ্রীয় সরকার অনুমোদিত বৃত্তি পড়ুয়ারা ঠিক মতো পাচ্ছে না ৷ প্রায় 16 লাখেরও বেশি ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে ৷ গতবছর এই অভিযোগ এনে ঐক্যশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী তথা সংখ্য়ালঘু উন্নয়নমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ কয়েকশো কোটি টাকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, বৌদ্ধ, খ্রিশ্চান, জৈন, মুসলিম, পারসি ও শিখ পড়ুয়ারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই পথ প্রশস্ত করা ৷

আরও পড়ুন : এক টাকা কেজি দরে চাল মিলতে পারে রেশনে, প্রস্তাব নবান্নে

ঐক্যশ্রী প্রকল্পের জন্য সরকারি কোষাগারে প্রায় 800 কোটি টাকার বাড়তি চাপ পড়তে চলেছে বলেও নবান্নের ওই আধিকারিক সূত্রে জানা গেছে ৷ কেন্দ্র ও রাজ্য উভয়ের প্রকল্পেই মাধ্যমিক ও একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বৃত্তি দেওয়া হয় ৷ কেন্দ্রের অনুমোদিত বৃত্তিতে প্রতি পড়ুয়াকে কমপক্ষে বছরে 1200 টাকা দেওয়া হয় ৷ রাজ্যের প্রকল্পে দেওয়া হয় বার্ষিক 1100 টাকা ৷ তবে কেন্দ্রের প্রকল্পের আওতায় পরিবারের বার্ষিক আয় 2 লাখের বেশি হওয়া চলবে না ৷ কিন্তু রাজ্য সরকারের প্রকল্পে তেমন কোনও বিধি নেই ৷

কলকাতা, 8 ফেব্রুয়ারি : ঐক্যশ্রী প্রকল্পের আওতায় এক বছরেরও কম সময়ে রাজ্য় সরকারের কাছে জমা পড়ল 40 লাখেরও বেশি আবেদনপত্র ৷ নবান্নের এক আধিকারিক সূত্রে এই খবর জানা গেছে ৷ গতবছর ঐক্য়শ্রী প্রকল্পটি শুরু করেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সরকারের তরফে ঘোষণা করা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি দেওয়া হবে ৷

কেন্দ্রীয় সরকার অনুমোদিত বৃত্তি পড়ুয়ারা ঠিক মতো পাচ্ছে না ৷ প্রায় 16 লাখেরও বেশি ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে ৷ গতবছর এই অভিযোগ এনে ঐক্যশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী তথা সংখ্য়ালঘু উন্নয়নমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ কয়েকশো কোটি টাকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, বৌদ্ধ, খ্রিশ্চান, জৈন, মুসলিম, পারসি ও শিখ পড়ুয়ারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই পথ প্রশস্ত করা ৷

আরও পড়ুন : এক টাকা কেজি দরে চাল মিলতে পারে রেশনে, প্রস্তাব নবান্নে

ঐক্যশ্রী প্রকল্পের জন্য সরকারি কোষাগারে প্রায় 800 কোটি টাকার বাড়তি চাপ পড়তে চলেছে বলেও নবান্নের ওই আধিকারিক সূত্রে জানা গেছে ৷ কেন্দ্র ও রাজ্য উভয়ের প্রকল্পেই মাধ্যমিক ও একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বৃত্তি দেওয়া হয় ৷ কেন্দ্রের অনুমোদিত বৃত্তিতে প্রতি পড়ুয়াকে কমপক্ষে বছরে 1200 টাকা দেওয়া হয় ৷ রাজ্যের প্রকল্পে দেওয়া হয় বার্ষিক 1100 টাকা ৷ তবে কেন্দ্রের প্রকল্পের আওতায় পরিবারের বার্ষিক আয় 2 লাখের বেশি হওয়া চলবে না ৷ কিন্তু রাজ্য সরকারের প্রকল্পে তেমন কোনও বিধি নেই ৷

Mumbai, Feb 07 (ANI): Mohit Suri's 'Malang' which is starring Aditya and Disha has got mixed reactions of the moviegoers on day one. Some liked the direction. The trailer of the movie took the expectations a notch higher with the powerful visuals it presented. The trailer gave a powerful action-packed sight to the movie, whereas the title track has fallen to a rather soothing spot. It shows the chemistry between the lead actors Aditya and Disha and the blossoming romance of the two in Goa. The movie also features Kunal Kemmu in a pivotal role. The revenge drama, directed by Mohit Suri, released on February 07.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.