ETV Bharat / city

নির্মল মাঝির 'অপপ্রচারের' বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বিরোধীরা - Nirmal Majhi fake news

সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি । তিনি দাবি করেন , কোরোনা ভাইরাস মোকাবিলায় তাঁর সাফল্যের জন্য ইউনাইটেড নেশন তাঁকে সেরার শিরোপা দিয়েছে । বিরোধীদের দাবি , ফেসবুকে এইভাবে নিজের প্রচার করে নির্মল মাঝি নিজেকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন ।

Kolkata
নির্মল মাঝির 'অপপ্রচারের' বিরুদ্ধে ক্ষোভ বিরোধীদের
author img

By

Published : Aug 23, 2020, 12:17 PM IST

কলকাতা , 22 অগাস্ট : তৃণমূল বিধায়ক নির্মল মাঝির সোশাল মিডিয়ার দাবি কতটা ভিত্তিহীন তা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বাম, কংগ্রেস এবং BJP নেতৃত্ব । কয়েকদিন আগে ফেসবুকে নির্মল মাঝি দাবি করেছিলেন , কোরোনা ভাইরাস মোকাবিলায় তাঁর সাফল্যের জন্য ইউনাইটেড নেশন তাঁকে সেরার শিরোপা দিয়েছে । এইভাবে অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব । ফেসবুকে এইভাবে নিজের প্রচার করে নির্মল মাঝি নিজেকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছেন বিরোধীরা ।


ঘটনা প্রসঙ্গে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন , " কথাটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ল । এরা এই ধরনের কথা কীভাবে বলছেন ? রাজ্যের মান-সম্মান ডুবিয়ে ছাড়ছে । প্রতিদিন সরকার কোরোনার তথ্য গোপন করছে । তথ্য গোপন করতে গিয়ে প্রথম হয়েছে । কোরোনা মোকাবিলায় নাকি রাজ্য সরকার প্রথম হয়েছে । এদের কাছ থেকে অসত্য ছাড়া অন্য কিছু আশা করা যায় না । এদের সম্বন্ধে বেশি কথা না বলাই ভালো । মানুষ আগামী দিনে এদের বিচার করবে । যে খবরের ভিত্তি নেই , তাকে ফলাও করে বলে । এর আগেও অনেক খবর ফলাও করে জানিয়েছিল । এই সরকারের সব খবরই ভুয়ো ।"

বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন , " এটা জালিয়াতির চূড়ান্ত জায়গায় চলে গিয়েছে । কীভাবে একটা সরকার এবং দলের নেতা মন্ত্রীরা এই মিথ্যাচারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, সেই বোধটুকু তাঁদের নেই । তাঁরাই নাকি দেশ চালাবেন । এটা ফেক নিউজ় । পয়সা দিয়ে করা । এটাও বুঝলেন না নেতা-মন্ত্রীরা । লজ্জার ব্যাপার ।"

BJP নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন , এই ধরনের ঘটনার সঙ্গে বাংলার মানুষ অতীতেও পরিচিত ছিলেন । দেশের নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সরকার সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছে । এমন দাবিও অতীতে করেছিল এই সরকার । প্রত্যেকটি ঘটনা মানুষের মনে আছে । শীর্ষ নেতা মন্ত্রীদের বিবৃতি যে কতটা মিথ্যে , তা ফের প্রমাণিত হয়ে গেল । রাজ্যের মানুষ কোরোনা ভাইরাসের চিকিৎসায় সরকারি এবং বেসরকারি হাসপাতালে পরিষেবার জন্য গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন । আত্মতুষ্টির জন্য নিজের বাড়ির ড্রইং রুমে লিখে রাখতে পারতেন বিষয়টি । সোশাল মিডিয়াতে প্রচার করে তিনি হাস্যকর জায়গায় নিজেকে পৌঁছে দিলেন । দলকেও পৌঁছে দিলেন । কেবলমাত্র রাজ্যের মানুষ নয় , সারা দেশের মানুষ এই মিথ্যাচার দেখল । কার জন্য দুর্ভাগ্য, দেশের জন্য না সরকারের জন্য নাকি মানুষের জন্য , তা মানুষই ঠিক করবে ।

কলকাতা , 22 অগাস্ট : তৃণমূল বিধায়ক নির্মল মাঝির সোশাল মিডিয়ার দাবি কতটা ভিত্তিহীন তা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বাম, কংগ্রেস এবং BJP নেতৃত্ব । কয়েকদিন আগে ফেসবুকে নির্মল মাঝি দাবি করেছিলেন , কোরোনা ভাইরাস মোকাবিলায় তাঁর সাফল্যের জন্য ইউনাইটেড নেশন তাঁকে সেরার শিরোপা দিয়েছে । এইভাবে অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব । ফেসবুকে এইভাবে নিজের প্রচার করে নির্মল মাঝি নিজেকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছেন বিরোধীরা ।


ঘটনা প্রসঙ্গে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন , " কথাটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ল । এরা এই ধরনের কথা কীভাবে বলছেন ? রাজ্যের মান-সম্মান ডুবিয়ে ছাড়ছে । প্রতিদিন সরকার কোরোনার তথ্য গোপন করছে । তথ্য গোপন করতে গিয়ে প্রথম হয়েছে । কোরোনা মোকাবিলায় নাকি রাজ্য সরকার প্রথম হয়েছে । এদের কাছ থেকে অসত্য ছাড়া অন্য কিছু আশা করা যায় না । এদের সম্বন্ধে বেশি কথা না বলাই ভালো । মানুষ আগামী দিনে এদের বিচার করবে । যে খবরের ভিত্তি নেই , তাকে ফলাও করে বলে । এর আগেও অনেক খবর ফলাও করে জানিয়েছিল । এই সরকারের সব খবরই ভুয়ো ।"

বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন , " এটা জালিয়াতির চূড়ান্ত জায়গায় চলে গিয়েছে । কীভাবে একটা সরকার এবং দলের নেতা মন্ত্রীরা এই মিথ্যাচারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, সেই বোধটুকু তাঁদের নেই । তাঁরাই নাকি দেশ চালাবেন । এটা ফেক নিউজ় । পয়সা দিয়ে করা । এটাও বুঝলেন না নেতা-মন্ত্রীরা । লজ্জার ব্যাপার ।"

BJP নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন , এই ধরনের ঘটনার সঙ্গে বাংলার মানুষ অতীতেও পরিচিত ছিলেন । দেশের নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সরকার সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছে । এমন দাবিও অতীতে করেছিল এই সরকার । প্রত্যেকটি ঘটনা মানুষের মনে আছে । শীর্ষ নেতা মন্ত্রীদের বিবৃতি যে কতটা মিথ্যে , তা ফের প্রমাণিত হয়ে গেল । রাজ্যের মানুষ কোরোনা ভাইরাসের চিকিৎসায় সরকারি এবং বেসরকারি হাসপাতালে পরিষেবার জন্য গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন । আত্মতুষ্টির জন্য নিজের বাড়ির ড্রইং রুমে লিখে রাখতে পারতেন বিষয়টি । সোশাল মিডিয়াতে প্রচার করে তিনি হাস্যকর জায়গায় নিজেকে পৌঁছে দিলেন । দলকেও পৌঁছে দিলেন । কেবলমাত্র রাজ্যের মানুষ নয় , সারা দেশের মানুষ এই মিথ্যাচার দেখল । কার জন্য দুর্ভাগ্য, দেশের জন্য না সরকারের জন্য নাকি মানুষের জন্য , তা মানুষই ঠিক করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.