ETV Bharat / city

"বিরোধীদের গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত", স্পিকারের বিরুদ্ধে সরব মান্নান

বিধানসভায় বিরোধীদের গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত চলছে ৷ অধিবেশন কক্ষে অধ্যক্ষ নাকি বিরোধী দলনেতার সঙ্গে সম্মানজনক ব্যবহার করছেন না‌ ৷ আজ এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ আগামী সপ্তাহেই তিনি অধ্যক্ষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন ।

abdul-mannan
বিরোধী দলনেতা আব্দুল মান্নান
author img

By

Published : Nov 29, 2019, 8:50 PM IST

কলকাতা, 29 নভেম্বর : বিধানসভার অধিবেশন কক্ষে অধ্যক্ষ নাকি বিরোধী দলনেতার সঙ্গে সম্মানজনক ব্যবহার করছেন না‌ । আজ এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ চলতি অধিবেশনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলতে পারেন বিরোধী দলনেতা । ক্যামেরার সামনে সরাসরি কিছু বলতে না চাইলেও, ঘনিষ্ঠ মহলে একথাই বলেছেন বলে জানা গেছে ৷

2 ডিসেম্বর থেকে যে অধিবেশন শুরু হবে সেখানে সর্বতোভাবে অসহযোগিতা করবে বাম এবং কংগ্রেস । 27 নভেম্বর তারিখে বিধানসভার ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট করেছিল বাম-কংগ্রেস ৷ ওই দিনেই সিদ্ধান্ত নেওয়া হয়, 4 ডিসেম্বর থেকে অধ্যক্ষ অধিবেশন কক্ষে ঢুকে যাওয়ার পর বাম ও কংগ্রেস বিধায়করা অধিবেশন কক্ষে ঢুকবেন । বিধানসভার রীতি অনুযায়ী যখন অধিবেশন কক্ষে স্পিকার প্রবেশ করেন তখন দল-মত নির্বিশেষে সমস্ত বিধায়ক অধ্যক্ষের প্রতি সম্মান জানাতে উঠে দাঁড়ান । কিন্তু এবার থেকে এই রীতি আর মানবেন না বাম-কংগ্রেস বিধায়করা । সেই কারণেই অধ্যক্ষ অধিবেশন কক্ষে প্রবেশ করার পর বিরোধী দলের বিধায়করা অধিবেশন কক্ষে প্রবেশ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ।

আরও পড়ুন : বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট বাম-কংগ্রেসের

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন , মুখ্যমন্ত্রীর কাছে তিনি অভিযোগ জানাবেন । বিরোধী দলের পোড় খাওয়া বর্ষীয়ান নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন অধ্যক্ষ । কথায় কথায় অভিজ্ঞ বিরোধী দলের বিধায়কদের হুমকি দেন বলেও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা । আগামী সপ্তাহেই তিনি অধ্যক্ষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন ।

বিধানসভায় বিরোধীদের গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত চলছে ৷ এমনই অভিযোগ করেন আবদুল মান্নান । এই কারণেই বিধানসভার অধিবেশনে সব রকমের অসহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাম ও কংগ্রেস ৷

কলকাতা, 29 নভেম্বর : বিধানসভার অধিবেশন কক্ষে অধ্যক্ষ নাকি বিরোধী দলনেতার সঙ্গে সম্মানজনক ব্যবহার করছেন না‌ । আজ এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ চলতি অধিবেশনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলতে পারেন বিরোধী দলনেতা । ক্যামেরার সামনে সরাসরি কিছু বলতে না চাইলেও, ঘনিষ্ঠ মহলে একথাই বলেছেন বলে জানা গেছে ৷

2 ডিসেম্বর থেকে যে অধিবেশন শুরু হবে সেখানে সর্বতোভাবে অসহযোগিতা করবে বাম এবং কংগ্রেস । 27 নভেম্বর তারিখে বিধানসভার ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট করেছিল বাম-কংগ্রেস ৷ ওই দিনেই সিদ্ধান্ত নেওয়া হয়, 4 ডিসেম্বর থেকে অধ্যক্ষ অধিবেশন কক্ষে ঢুকে যাওয়ার পর বাম ও কংগ্রেস বিধায়করা অধিবেশন কক্ষে ঢুকবেন । বিধানসভার রীতি অনুযায়ী যখন অধিবেশন কক্ষে স্পিকার প্রবেশ করেন তখন দল-মত নির্বিশেষে সমস্ত বিধায়ক অধ্যক্ষের প্রতি সম্মান জানাতে উঠে দাঁড়ান । কিন্তু এবার থেকে এই রীতি আর মানবেন না বাম-কংগ্রেস বিধায়করা । সেই কারণেই অধ্যক্ষ অধিবেশন কক্ষে প্রবেশ করার পর বিরোধী দলের বিধায়করা অধিবেশন কক্ষে প্রবেশ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ।

আরও পড়ুন : বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট বাম-কংগ্রেসের

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন , মুখ্যমন্ত্রীর কাছে তিনি অভিযোগ জানাবেন । বিরোধী দলের পোড় খাওয়া বর্ষীয়ান নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন অধ্যক্ষ । কথায় কথায় অভিজ্ঞ বিরোধী দলের বিধায়কদের হুমকি দেন বলেও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা । আগামী সপ্তাহেই তিনি অধ্যক্ষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন ।

বিধানসভায় বিরোধীদের গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত চলছে ৷ এমনই অভিযোগ করেন আবদুল মান্নান । এই কারণেই বিধানসভার অধিবেশনে সব রকমের অসহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাম ও কংগ্রেস ৷

Intro:বিধানসভার অধিবেশন কক্ষে অধ্যক্ষ নাকি বিরোধীদলের নেতার সঙ্গে সম্মানজনক ব্যবহার করছেন না‌। আজ এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ক্যামেরার সামনে সরাসরি কিছু বলতে না চাইলেও, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, চলতি অধিবেশনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন আব্দুল মান্নান।


Body:সোমবার থেকে যে অধিবেশন শুরু হবে সেখানে সর্বতোভাবে অসহযোগিতা করবে বাম এবং কংগ্রেস। সিদ্ধান্ত হয়েছে, আগামী বুধবার থেকে অধ্যক্ষ অধিবেশন কক্ষে ঢুকে যাবার পর বাম এবং কংগ্রেস দলের বিধায়করা অধিবেশন কক্ষে ঢুকবেন। বিধানসভার রীতি অনুযায়ী যখন অধিবেশন কক্ষে অধ্যক্ষ ঢোকেন তখন দল-মত নির্বিশেষে ২৯৫ জন বিধায়ক অধ্যক্ষের প্রতি সম্মান জ্ঞাপন করার জন্য উঠে দাঁড়ান। কিন্তু এবার থেকে এই রীতি আর মানবে না বিরোধীদলের বিধায়করা। সেই কারণে অধ্যক্ষ অধিবেশন কক্ষে ঢুকে যাওয়ার পর বিরোধীদলের বিধায়করা অধিবেশন কক্ষে ঢুকবে। তাহলে আর প্রথা অনুযায়ী অধ্যক্ষের সম্মানার্থে আসন ছেড়ে উঠে দাঁড়াতে হবে না বিরোধী দলের বিধায়কদের।
রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে তিনি অভিযোগ জানাবেন। বিরোধীদলের পোড় খাওয়া বর্ষীয়ান নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন অধ্যক্ষ। কথায় কথায় হুমকি দেন অভিজ্ঞ বিরোধী দলের বিধায়কদের। বিষয়টি কোনোমতেই বরদাস্ত করবেন না রাজ্যের বিরোধী দলনেতা। আগামী সপ্তাহেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন অধ্যক্ষের বিরুদ্ধে।


Conclusion:বিধানসভায় বিরোধীদের গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন আব্দুল মান্নান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করেন তিনি। সরকারকে সব রকমের অসহযোগিতা করবেন রাজ্যের বিরোধী দলনেতা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.