কলকাতা, 29 নভেম্বর : বিধানসভার অধিবেশন কক্ষে অধ্যক্ষ নাকি বিরোধী দলনেতার সঙ্গে সম্মানজনক ব্যবহার করছেন না । আজ এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ চলতি অধিবেশনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলতে পারেন বিরোধী দলনেতা । ক্যামেরার সামনে সরাসরি কিছু বলতে না চাইলেও, ঘনিষ্ঠ মহলে একথাই বলেছেন বলে জানা গেছে ৷
2 ডিসেম্বর থেকে যে অধিবেশন শুরু হবে সেখানে সর্বতোভাবে অসহযোগিতা করবে বাম এবং কংগ্রেস । 27 নভেম্বর তারিখে বিধানসভার ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট করেছিল বাম-কংগ্রেস ৷ ওই দিনেই সিদ্ধান্ত নেওয়া হয়, 4 ডিসেম্বর থেকে অধ্যক্ষ অধিবেশন কক্ষে ঢুকে যাওয়ার পর বাম ও কংগ্রেস বিধায়করা অধিবেশন কক্ষে ঢুকবেন । বিধানসভার রীতি অনুযায়ী যখন অধিবেশন কক্ষে স্পিকার প্রবেশ করেন তখন দল-মত নির্বিশেষে সমস্ত বিধায়ক অধ্যক্ষের প্রতি সম্মান জানাতে উঠে দাঁড়ান । কিন্তু এবার থেকে এই রীতি আর মানবেন না বাম-কংগ্রেস বিধায়করা । সেই কারণেই অধ্যক্ষ অধিবেশন কক্ষে প্রবেশ করার পর বিরোধী দলের বিধায়করা অধিবেশন কক্ষে প্রবেশ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ।
আরও পড়ুন : বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট বাম-কংগ্রেসের
রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন , মুখ্যমন্ত্রীর কাছে তিনি অভিযোগ জানাবেন । বিরোধী দলের পোড় খাওয়া বর্ষীয়ান নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন অধ্যক্ষ । কথায় কথায় অভিজ্ঞ বিরোধী দলের বিধায়কদের হুমকি দেন বলেও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা । আগামী সপ্তাহেই তিনি অধ্যক্ষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন ।
বিধানসভায় বিরোধীদের গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত চলছে ৷ এমনই অভিযোগ করেন আবদুল মান্নান । এই কারণেই বিধানসভার অধিবেশনে সব রকমের অসহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাম ও কংগ্রেস ৷