কলকাতা, 15 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে BJP ও বিরোধী দলগুলির মধ্যে রাজনৈতিক তরজা অব্যাহত ৷ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদকারীদের আক্রমণ করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই নিয়ে বাম এবং কংগ্রেস নেতৃত্ব দিলীপ ঘোষকে পালটা আক্রমণ করে আজ । আজ ICCR-এ BJP-র সাংগঠনিক বৈঠকে দিলীপবাবু বলেন,"শাহিনবাগ ও পার্কসার্কাসে কিছু অশিক্ষিত মানুষকে বসিয়ে রাখা হয়েছে। বিদেশিদের পয়সায় ওদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে।"
এই প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষের মন্তব্যে প্রতিক্রিয়া দিতে তাঁর রুচিতে বাধে । অন্যদিকে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষের মাথার ব্যারাম আছে । দিল্লিতে BJP-র যে অবস্থা হয়েছে গোটা রাজ্যে তেমনই হবে বলেও মন্তব্য করেছেন তিনি ৷
মনোজবাবু বলেন, "খুব দুর্ভাগ্য আমাদের ৷ একজন নেতা এমন মন্তব্য পরপর করে চলেছেন ৷ কেন দিলীপবাবু সংযত হচ্ছেন না আমি বুঝতে পারছি না ৷ তার মাথায় কি কোনও গোলমাল হয়েছে নাকি ইচ্ছে করে বলছেন ৷ মহিলাদের এমন মন্তব্য করাটাও BJP-সংস্কৃতির বিরোধী ৷ তিনি কি তাঁর দলকেও মানছেন না ৷ তাই আমি বলব দিলীপ বাবুর শুভ বুদ্ধির উদয় হোক ৷ এখনও সময় আছে ৷"
বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানান, "দিলীপ ঘোষের কথার সব সময় উত্তর দেওয়া উচিত বলে আমি মনে করি না৷ আসলে দিলীপ ঘোষ মার্কা যারা আছেন, তাঁরা চান যত সম্ভব অকথা-কুকথা বলবেন তাতে যদি মিডিয়ায় প্রচার হয় ৷''