ETV Bharat / city

মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন ভারতকে রক্ষা করতে : অভিষেক - Mamata Banerjee

2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তৃণমূল যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে সেটাই স্পষ্ট করে দিয়েছেন ৷ সোমবার তৃণমূল ভবনে বসে তিনি জানালেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন ভারতকে রক্ষা করতে : অভিষেক
মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন ভারতকে রক্ষা করতে : অভিষেক
author img

By

Published : Jun 7, 2021, 5:39 PM IST

কলকাতা, 7 জুন : তৃতীয়বারের জন্য বঙ্গজয় হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ৷ এবার লক্ষ্য দিল্লি ৷ সেই কথাই সোমবার স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তবে সেটা যে শুধু তৃণমূলের লক্ষ্য নয়, বরং দেশের মানুষও যে জাতীয় নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) চাইছেন, তা জানাতেও ভোলেননি ঘাসফুল শিবিরের এই তরুণ-তুর্কি ৷

সোমবার তৃণমূল ভবনে বসে তিনি জানালেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমূল কংগ্রেসের কাছে সারা দেশ থেকে এক লক্ষেরও বেশি ই-মেল এসেছে ৷ সেই ই-মেলে দেশের বিভিন্ন অংশের মানুষ যেমন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে শুভেচ্ছা জানিয়েছেন ৷ পাশাপাশি জাতীয় নেত্রী হিসেবেই মমতাকে দেখতে চাইছেন ৷ কারণ, দেশের মানুষ মনে করছেন যে একমাত্র মমতাই পারেন দেশকে রক্ষা করতে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন, শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

তবে কীভাবে আগামিদিনে তৃণমূল কংগ্রেস জাতীয়স্তরে কাজ করবে, তা এখনই ঠিক হয়নি বলেই জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তাঁর কথায়, সেই সমস্ত ই-মেল খতিয়ে দেখার পর মাসখানেকের মধ্যেই এই নিয়ে পরিকল্পনা করা হবে ৷ তার পর সেই বিষয়গুলি প্রকাশ্যে আনা হবে ৷

তবে বিস্তারিত পরিকল্পনা না হলেও তৃণমূল কংগ্রেসের সংগঠন যে ক্রমশ অন্য রাজ্যে বিস্তারিত লাভ করবে, সেটাও তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন ৷ কিন্তু সেই প্রক্রিয়ায় তৃণমূলের লক্ষ্য শুধু ভোটের শতাংশ বৃদ্ধি হবে না ৷ বরং ওই রাজ্য দখলই হবে তৃণমূলের লক্ষ্য ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিজেপিকে হারানো তৃণমূলের লক্ষ্য নয় ৷ বরং ভারতকে রক্ষা করাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ৷

আরও পড়ুন : secondary and hs exam cancelled : বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়ে অনেকেই পোস্ট করেছেন ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এবার বিধানসভা নির্বাচনে মমতার জয় আসলে এসেছে নরেন্দ্র মোদিকে হারিয়েই ৷ কারণ, নির্বাচনে না লড়লেও মোদিই ছিলেন বিজেপির মুখ ৷ ফলে জাতীয় নেত্রী হিসেবে মমতার গ্রহণযোগ্যতা বেড়েছে ৷

তাই 2024 সালের লোকসভা নির্বাচনে মমতাকে সামনে রেখে লড়াই করতে আগ্রহী বিজেপি বিরোধী অনেক রাজনৈতিক দল ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের আগেও সারা দেশের মোদি বিরোধী শক্তিগুলিকে এক করার চেষ্টা করেছিলেন মমতা ৷

আরও পড়ুন : আঙ্কেলজি, আপনার ওএসডি-রা রাজভবনে ঢুকলেন কীভাবে ? ধনকড়কে পাল্টা মহুয়ার

এবার সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ তাঁদের বক্তব্য, এবার মমতাকে জাতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করাই চ্যালেঞ্জ অভিষেকের কাছে ৷

কলকাতা, 7 জুন : তৃতীয়বারের জন্য বঙ্গজয় হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ৷ এবার লক্ষ্য দিল্লি ৷ সেই কথাই সোমবার স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তবে সেটা যে শুধু তৃণমূলের লক্ষ্য নয়, বরং দেশের মানুষও যে জাতীয় নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) চাইছেন, তা জানাতেও ভোলেননি ঘাসফুল শিবিরের এই তরুণ-তুর্কি ৷

সোমবার তৃণমূল ভবনে বসে তিনি জানালেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমূল কংগ্রেসের কাছে সারা দেশ থেকে এক লক্ষেরও বেশি ই-মেল এসেছে ৷ সেই ই-মেলে দেশের বিভিন্ন অংশের মানুষ যেমন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে শুভেচ্ছা জানিয়েছেন ৷ পাশাপাশি জাতীয় নেত্রী হিসেবেই মমতাকে দেখতে চাইছেন ৷ কারণ, দেশের মানুষ মনে করছেন যে একমাত্র মমতাই পারেন দেশকে রক্ষা করতে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন, শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

তবে কীভাবে আগামিদিনে তৃণমূল কংগ্রেস জাতীয়স্তরে কাজ করবে, তা এখনই ঠিক হয়নি বলেই জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তাঁর কথায়, সেই সমস্ত ই-মেল খতিয়ে দেখার পর মাসখানেকের মধ্যেই এই নিয়ে পরিকল্পনা করা হবে ৷ তার পর সেই বিষয়গুলি প্রকাশ্যে আনা হবে ৷

তবে বিস্তারিত পরিকল্পনা না হলেও তৃণমূল কংগ্রেসের সংগঠন যে ক্রমশ অন্য রাজ্যে বিস্তারিত লাভ করবে, সেটাও তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন ৷ কিন্তু সেই প্রক্রিয়ায় তৃণমূলের লক্ষ্য শুধু ভোটের শতাংশ বৃদ্ধি হবে না ৷ বরং ওই রাজ্য দখলই হবে তৃণমূলের লক্ষ্য ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিজেপিকে হারানো তৃণমূলের লক্ষ্য নয় ৷ বরং ভারতকে রক্ষা করাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ৷

আরও পড়ুন : secondary and hs exam cancelled : বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়ে অনেকেই পোস্ট করেছেন ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এবার বিধানসভা নির্বাচনে মমতার জয় আসলে এসেছে নরেন্দ্র মোদিকে হারিয়েই ৷ কারণ, নির্বাচনে না লড়লেও মোদিই ছিলেন বিজেপির মুখ ৷ ফলে জাতীয় নেত্রী হিসেবে মমতার গ্রহণযোগ্যতা বেড়েছে ৷

তাই 2024 সালের লোকসভা নির্বাচনে মমতাকে সামনে রেখে লড়াই করতে আগ্রহী বিজেপি বিরোধী অনেক রাজনৈতিক দল ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের আগেও সারা দেশের মোদি বিরোধী শক্তিগুলিকে এক করার চেষ্টা করেছিলেন মমতা ৷

আরও পড়ুন : আঙ্কেলজি, আপনার ওএসডি-রা রাজভবনে ঢুকলেন কীভাবে ? ধনকড়কে পাল্টা মহুয়ার

এবার সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ তাঁদের বক্তব্য, এবার মমতাকে জাতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করাই চ্যালেঞ্জ অভিষেকের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.