কলকাতা, 11 জুলাই : অন্য মেডিকেল টেকনোলজিস্টরা যেখানে পুজোর বোনাস হিসেবে এখন পান চার হাজার টাকা । সেখানে কলকাতা পৌরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কাজ করা মেডিকেল টেকনোলজিস্টরা পুজোর বোনাস হিসাবে পান মাত্র 500 টাকা । সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তাঁরা । আবেদন জানিয়েছেন, কিছু পদক্ষেপ করার জন্য ।
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সমিত মণ্ডল বলেন, "যতটুকু বেতন পাওয়া উচিত, তা পান না । বেতন মাত্র 10 হাজার টাকা । বোনাস মাত্র 500 টাকা ।" তাঁর দাবি, বেতন কম করে 20-22 হাজার টাকা করা উচিত ।
এই মুহূর্তে মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন 100 জনের মতো । বেতন কাঠামোর এই সমস্যা নিয়ে এই আগে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়, মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষকেও জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি বলেই অভিযোগ সমিত মণ্ডলের । এখন মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পর পরিস্থিতি কী হয় সে দিকেই সবার নজর ।