ETV Bharat / city

বোনাস মাত্র 500 টাকা !

author img

By

Published : Jul 11, 2019, 10:01 AM IST

কলকাতা পৌরসভার মেডিকেল টেকনোলজিস্টদের পুজোর বেতন মাত্র 500 টাকা । মেয়রকে জানিয়েও কিছু না হওয়ার এবার চিঠি মুখ্যমন্ত্রীকে ।

ফাইল ফোটো

কলকাতা, 11 জুলাই : অন্য মেডিকেল টেকনোলজিস্টরা যেখানে পুজোর বোনাস হিসেবে এখন পান চার হাজার টাকা । সেখানে কলকাতা পৌরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কাজ করা মেডিকেল টেকনোলজিস্টরা পুজোর বোনাস হিসাবে পান মাত্র 500 টাকা । সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তাঁরা । আবেদন জানিয়েছেন, কিছু পদক্ষেপ করার জন্য ।

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সমিত মণ্ডল বলেন, "যতটুকু বেতন পাওয়া উচিত, তা পান না । বেতন মাত্র 10 হাজার টাকা । বোনাস মাত্র 500 টাকা ।" তাঁর দাবি, বেতন কম করে 20-22 হাজার টাকা করা উচিত ।

এই মুহূর্তে মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন 100 জনের মতো । বেতন কাঠামোর এই সমস্যা নিয়ে এই আগে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়, মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষকেও জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি বলেই অভিযোগ সমিত মণ্ডলের । এখন মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পর পরিস্থিতি কী হয় সে দিকেই সবার নজর ।

কলকাতা, 11 জুলাই : অন্য মেডিকেল টেকনোলজিস্টরা যেখানে পুজোর বোনাস হিসেবে এখন পান চার হাজার টাকা । সেখানে কলকাতা পৌরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কাজ করা মেডিকেল টেকনোলজিস্টরা পুজোর বোনাস হিসাবে পান মাত্র 500 টাকা । সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তাঁরা । আবেদন জানিয়েছেন, কিছু পদক্ষেপ করার জন্য ।

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সমিত মণ্ডল বলেন, "যতটুকু বেতন পাওয়া উচিত, তা পান না । বেতন মাত্র 10 হাজার টাকা । বোনাস মাত্র 500 টাকা ।" তাঁর দাবি, বেতন কম করে 20-22 হাজার টাকা করা উচিত ।

এই মুহূর্তে মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন 100 জনের মতো । বেতন কাঠামোর এই সমস্যা নিয়ে এই আগে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়, মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষকেও জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি বলেই অভিযোগ সমিত মণ্ডলের । এখন মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পর পরিস্থিতি কী হয় সে দিকেই সবার নজর ।

Intro:কলকাতা, ১০ জুলাই: অন্য মেডিকেল টেকনোলজিস্টরা যেখানে পুজোর বোনাস হিসাবে এখন পান ৪ হাজার টাকা। সেখানে এই মেডিকেল টেকনোলজিস্টরা পুজোর বোনাস হিসাবে পান মাত্র ৫০০ টাকা। এই মেডিকেল টেকনোলজিস্টরা কলকাতা পুরসভার অধীনে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। তাঁরা রোগনির্ণয়কারী। সম্প্রতি এই বিষয়টি তাঁরা চিঠি দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই চিঠিতে এমনই জানানো হয়েছে, আধিকারিকদের অবহেলার জন্য তাঁরা মাত্র ৫০০ টাকা পুজোর বোনাস পান, যা অত্যন্ত অসম্মানজনক। তাঁরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যেখানে সবার পুজোর বোনাস সমান হওয়ার কথা বলেছেন, সেখানে তাঁদের এমন অবস্থা। এই বোনাসের কথা বলতে তাঁদের লজ্জা হয়।


Body:তবে, শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নয়। ২০১১-য় বর্তমান সরকারের আমল শুরু হওয়ার পরে স্থায়ী-অস্থায়ী নির্বিশেষে প্রতিটি সরকারি কর্মী যাতে পুজোর বোনাস পান, তার জন্য ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ কথা জানিয়ে মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সমিত মণ্ডল বলেন, "প্রতিবছর বোনাসের উর্ধ্বসীমা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বোনাস যেখানে এক হাজার টাকা ছিল, তা বাড়িয়ে দুই হাজার, তিন হাজারের পরে, এই বছর চার হাজার টাকা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরে যেসব স্থায়ী-অস্থায়ী মেডিকেল টেকনোলজিস্ট আছেন, যাঁরা অ্যাডহক ভিত্তিতে আছেন, ডেইলি পে লেবার, ক‍্যাসুয়াল হিসাবে আছেন, সব কর্মচারিকে এ বছর চার হাজার টাকা বোনাস দেওয়া হচ্ছে।"

মেডিকেল টেকনোলজিস্টদের এই সংগঠন তৃণমূল কংগ্রেস সমর্থিত। এই সংগঠনের রাজ্য সম্পাদক একই সঙ্গে বলেন, "দুঃখের সঙ্গে আমরা দেখছি, কয়েক বছর ধরে কলকাতা পুরসভায় যে সব মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব) রাত-দিন জেগে ডেঙ্গি-ম্যালেরিয়ার সময় ডেঙ্গি-ম্যালেরিয়া, যক্ষ্মা সহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন, দীর্ঘ বছর ধরে এই বোনাসটাও তাঁরা পান না। যতটুকু বেতন পাওয়া উচিত, তা তাঁরা পান না। তাঁরা বেতন পান মাত্র ১০ হাজার টাকা।" সমিত মণ্ডল বলেন, "বলতে লজ্জা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন পুজোর বোনাস সবাই সমান পাক, সেখানে কলকাতা পুরসভা তাঁদেরকে দিচ্ছে মাত্র ৫০০ টাকা।" এই ধরনের কর্মীর সংখ্যা কত? তিনি বলেন, "মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন ১০০ জনের মতো। তাঁরা বাদেও অন্যান্য কর্মীও আছেন।"

চিঠির বিষয়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই প্রথম জানিয়েছি যে, আপনার সরকারে রাত-দিন জেগে যাঁরা কলকাতা পুরসভার স্বাস্থ্য ব‍্যবস্থাকে জনমানসে সুষ্টু পরিষেবা হিসাবে দিয়ে যাচ্ছেন, তাঁরা সাধারণ মানুষকে পরিষেবা দিলেও, আপনি যে পরিষেবা কর্মচারিদের দিচ্ছেন, সেটা তাঁরা পাচ্ছেন না।" এই বিষয়টি আগের মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জানানো হয়েছিল। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষকেও জানানো হয়েছিল। সমিত মণ্ডল বলেন, "এ বছর আমরা মেয়রকে চিঠি দিয়েছি, অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছি। মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দিয়েছি।" দীর্ঘ বছর এই ভাবে বোনাস থেকে বঞ্চিত হচ্ছেন এই মেডিকেল টেকনোলজিস্টরা। কোন কারণে?


Conclusion:সমিত মণ্ডল বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাইছে। কিন্তু কিছু কিছু দপ্তরে এটা আছে, আধিকারিকদের অনিচ্ছা। তাঁদের যে কর্তব্য তা থেকে তাঁরা দূরে সরে যাচ্ছেন যে, কর্মচারিদের দেখতে হবে। কর্মচারিদের যদি সুষ্টু পরিষেবা দিতে পারি, তা হলে সেই কর্মচারী সাধারণ মানুষকেও সুষ্টু পরিষেবা দিতে পারবেন। কিছু কিছু আধিকারিকের অনিচ্ছার ফলে সেই কর্মচারিদের কাছে ওই আধিকারিকদের অনিচ্ছার বিষয়টি হচ্ছে না, তাঁরা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করছেন যে তাঁরা সরকার থেকে পাচ্ছেন না, সরকার তাঁদের দিচ্ছে না, সরকার করছে না। কিন্তু, সরকার করছে। কিছু কিছু আধিকারিকের জন্য এই কর্মীরা তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। এই কর্মচারিদের জন্য বেতন কাঠামো মানে না কলকাতা পুরসভা।"

তিনি বলেন, "আমরা যদি পে স্কেলে ফেলি, তা হলে একজন মেডিকেল টেকনোলজিস্টের ন‍্যূনতম বেতন ২০-২২ হাজারের মতো টাকা হয়। মেয়রকে জানানো হয়েছে, চিফ মেডিকেল অফ হেলথকে জানানো হয়েছে, মেয়র পারিষদ (স্বাস্থ্য)-কে জানানো হয়েছে। কিন্তু কোনও উত্তর আমারা পাইনি।" কলকাতা পুরসভার অধীনে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে এই মেডিকেল টেকনোলজিস্টরা কাজ করেন। সমিত মণ্ডল বলেন, "স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যেহেতু কোনও প‍্যাথলজিস্ট নেই, রেডিওলজিস্ট নেই। সুতরাং তাঁরা দায়িত্ব নিয়ে মানুষের জন্য পরিষেবাগুলি দিচ্ছেন।" চিঠি পাঠিয়েছেন। কিন্তু এর পরেও যদি সমস্যা থেকে যায়, তা হলে কী করা হবে? তিনি বলেন, "আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাব। পরবর্তী যা পদক্ষেপ নিতে হয়, তা নেব।"
_______
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.