কলকাতা, 4 ডিসেম্বর : 150 ছুঁই ছুঁই পেঁয়াজের দর । আজ মানিকতলার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 140 টাকা । আগামীকাল সেই দাম বেড়ে 150 টাকা ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
বিক্রেতারা জানিয়েছেন, প্রতি কেজি পেঁয়াজের দাম 100 টাকা থেকে এক লাফে 120 টাকায় উঠেছিল । যা আজ 140 টাকা পর্যন্ত উঠেছে । ক্রেতাদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে তা 200 টাকাও ছুঁতে পারে । এই দাম বৃদ্ধির জন্য ক্রেতারা সরকারের উদাসীনতাকে দায়ি করেছেন । কেন্দ্র-রাজ্য দুই সরকারের গাফিলতিতেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের ।
দাম বাড়ার ফলে শুধু ক্রেতারা নয় বিপাকে পড়েছেন বিক্রেতারাও । পেঁয়াজ ব্যবসায়ীদের একাংশ বলছেন, তাঁদের বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে । কোনও কোনও ক্ষেত্রে তা বিক্রি করতে পারছেন না । সাধারণ মানুষও পেঁয়াজ কেনা অনেকটাই কমিয়ে দিয়েছেন । পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে সরকার দ্রুত হস্তক্ষেপ করুক, এমনই দাবি তাঁদের।