ETV Bharat / city

কলকাতার বাজারে 150 ছুঁই ছুঁই পেঁয়াজ

author img

By

Published : Dec 4, 2019, 11:42 PM IST

Updated : Jan 19, 2020, 1:12 PM IST

আজ মানিকতলার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 140 টাকা । আশঙ্কা, আগামীকাল দাম বেড়ে 150 টাকা ছুঁতে পারে ।

Onion price hike
পেঁয়াজ

কলকাতা, 4 ডিসেম্বর : 150 ছুঁই ছুঁই পেঁয়াজের দর । আজ মানিকতলার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 140 টাকা । আগামীকাল সেই দাম বেড়ে 150 টাকা ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

দেখুন ভিডিয়ো

বিক্রেতারা জানিয়েছেন, প্রতি কেজি পেঁয়াজের দাম 100 টাকা থেকে এক লাফে 120 টাকায় উঠেছিল । যা আজ 140 টাকা পর্যন্ত উঠেছে । ক্রেতাদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে তা 200 টাকাও ছুঁতে পারে । এই দাম বৃদ্ধির জন্য ক্রেতারা সরকারের উদাসীনতাকে দায়ি করেছেন । কেন্দ্র-রাজ্য দুই সরকারের গাফিলতিতেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের ।

দাম বাড়ার ফলে শুধু ক্রেতারা নয় বিপাকে পড়েছেন বিক্রেতারাও । পেঁয়াজ ব্যবসায়ীদের একাংশ বলছেন, তাঁদের বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে । কোনও কোনও ক্ষেত্রে তা বিক্রি করতে পারছেন না । সাধারণ মানুষও পেঁয়াজ কেনা অনেকটাই কমিয়ে দিয়েছেন । পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে সরকার দ্রুত হস্তক্ষেপ করুক, এমনই দাবি তাঁদের।

কলকাতা, 4 ডিসেম্বর : 150 ছুঁই ছুঁই পেঁয়াজের দর । আজ মানিকতলার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 140 টাকা । আগামীকাল সেই দাম বেড়ে 150 টাকা ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

দেখুন ভিডিয়ো

বিক্রেতারা জানিয়েছেন, প্রতি কেজি পেঁয়াজের দাম 100 টাকা থেকে এক লাফে 120 টাকায় উঠেছিল । যা আজ 140 টাকা পর্যন্ত উঠেছে । ক্রেতাদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে তা 200 টাকাও ছুঁতে পারে । এই দাম বৃদ্ধির জন্য ক্রেতারা সরকারের উদাসীনতাকে দায়ি করেছেন । কেন্দ্র-রাজ্য দুই সরকারের গাফিলতিতেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের ।

দাম বাড়ার ফলে শুধু ক্রেতারা নয় বিপাকে পড়েছেন বিক্রেতারাও । পেঁয়াজ ব্যবসায়ীদের একাংশ বলছেন, তাঁদের বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে । কোনও কোনও ক্ষেত্রে তা বিক্রি করতে পারছেন না । সাধারণ মানুষও পেঁয়াজ কেনা অনেকটাই কমিয়ে দিয়েছেন । পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে সরকার দ্রুত হস্তক্ষেপ করুক, এমনই দাবি তাঁদের।

Intro:দেড়শ ছুঁই ছুঁই করছে পেঁয়াজের দর। পেঁয়াজের বাড়ন্ত দামে হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালির। পেঁয়াজের দাম বৃদ্ধিতে এমনিতেই হিমশিম খাচ্ছে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। আজও পেঁয়াজ বাজারে 140 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আগামীকাল সেই দাম বেড়ে দেড়শ টাকা পৌঁছাতে পারে এমনটাই আশঙ্কা করছেন বিক্রেতারা। এই পরিমাণ এর দাম বাড়লে সমস্যা আরো বাড়বে বলে জানিয়েছেন ক্রেতারা। দাম বাড়ার ফলে এমনি ব্যবসা কমেছে অনেকটাই। ক্ষতির মুখে পড়েছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন দাম বেশি হওয়াতে সাধারণ মানুষ পেঁয়াজ কেনা অনেকটাই কমিয়ে দিয়েছেন তুলনামূলকভাবে।


Body:বিক্রেতারা জানিয়েছেন 100 টাকা থেকে এক লাফে একশো কুড়ি টাকা পেঁয়াজের দাম উঠেছিল ।তার এক লাফে 140 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম উঠেছিল এবার দেড়শ টাকা পেঁয়াজ হলে সমস্যা আরো বাড়বে। ক্রেতাদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে পেঁয়াজের দাম 200 টাকা পর্যন্ত গিয়ে থাকবে। যার ফলে মধ্যবিত্ত বাঙালি আরো সমস্যা বাড়বে। ক্রেতারা জানিয়েছেন সরকারের উদাসীনতার ফলেই আজ এই দাম বৃদ্ধি। কেন্দ্র-রাজ্য দুই সরকারের গাফিলতিতেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা।


Conclusion:এই দাম বৃদ্ধিতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ খুচরো বিক্রেতারা। তেমনই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। যতটা প্রয়োজন তার থেকে অনেকটাই কম নিয়ে কোনমতে আপোষ করে চলতে হচ্ছে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। সরকার দ্রুত এ বিষয়ে হস্তক্ষেপ করুক দাবি আমজনতার।
Last Updated : Jan 19, 2020, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.