কলকাতা, 9 ডিসেম্বর : ATM প্রতারণার ঘটনায় এক রোমানীয়কে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতের নাম সিলভিউ ফ্লোরিন স্পিরিডন । আজ বিকেল পাঁচটা নাগাদ দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ।
ডিসেম্বরের শুরুতে ফের কলকাতা শহরে একের পর এক ATM জালিয়াতির অভিযোগ ওঠে । এখনও পর্যন্ত যাদবপুর থানায় মোট 49 টি অভিযোগ দায়ের হয় । ATM জালিয়াতি সংক্রান্ত অন্যান্য অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট, পর্ণশ্রী, উলটোডাঙা থানায় । প্রতিটি ক্ষেত্রে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দিল্লি থেকে । অভিযোগ পাওয়ার পরেই দেখা যায়, চলতি বছরের এপ্রিলে যাদবপুর এলাকার যে দু'টি ATM-এ স্কিমার পাওয়া গেছিল, বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারিতরা সেই ATM দু'টি ব্যবহার করেছে । সেই সূত্রেই লালবাজারের অনুমান, এপ্রিলে চুরি করা তথ্যের ভিত্তিতেই এখন টাকা তুলছে প্রতারকরা ।
পুলিশ সূত্রে খবর ,সিলভিউয়ের কাছে উদ্ধার হয়েছে স্কিমিং ডিভাইস, পিনহোল ক্যামেরা সহ আরও অনেক কিছু । রীতিমতো সিনেমার কায়দায় তাকে অটোতে ধাওয়া করে গ্রেপ্তার করে পুলিশ ৷