ETV Bharat / city

Jadavpur Car Accident : যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত 1, আহত 6 - Rash Driving at Night City

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্য হল এক ব্যক্তির (Jadavpur Car Accident) ৷ সেই সঙ্গে ফুটপাতে উঠে বেশ কয়েকটি দোকানেও ধাক্কা মারে ঘাতক গাড়িটি ৷ শনিবার রাতের ঘটনায় গাড়ির চালক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় চালক সহ বাকিরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে (Drink and Drive Case in Jadavpur Car Accident) ৷

Jadavpur Car Accident
Jadavpur Car Accident
author img

By

Published : Jan 23, 2022, 10:19 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : রাতের শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য ৷ দ্রুতগতিতে থাকা সাদা রঙের একটি হন্ডা সিটি’র ধাক্কায় প্রাণ হারালেন 1 ব্যক্তি ৷ সেই সঙ্গে আরও 6 জন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ৷ মৃতের নাম থমাস সামি কর্মকার ৷ পুলিশ সূত্রে খবর, তিনি একটি হোটেলে ম্যানেজারের কাজ করতেন ৷ শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে যাদবপুরে (Jadavpur Car Accident) ৷ গাড়িটি যাদবপুর থেকে বাঘাযতীনের দিকে যাচ্ছিল ৷ ঘটনার সময় গাড়িতে চালক সহ মোট 3 জন ছিলেন ৷ পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে ৷ সেই সঙ্গে 3 জনকেই গ্রেফতার করেছে ৷

জানা গিয়েছে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন (Drink and Drive Case in Jadavpur Car Accident) ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি অত্যধিক গতিতে রাস্তার উল্টোদিক থেকে আসা বাইকে ধাক্কা মারে ৷ বাইকটি চালাচ্ছিলেন থমাস সামি কর্মকার ৷ ওই বাইকে তাঁর সঙ্গে এক কিশোরীও ছিল ৷ সেও গুরুতর জখম হয়েছে ৷ এর পর ঘাতক গাড়িটি ফুটপাতে উঠে পড়ে এবং দু’টি দোকানে ধাক্কা মারে ৷ যে ঘটনায় মোট 6 জন আহত হয়েছেন ৷ আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

ঘটনায় গ্রেফতার হওয়া 3 জনের মধ্যে গাড়ির চালকের নাম রাহুল বন্দ্যোপাধ্যায় ৷ বয়স 30 বছর ৷ তিনি কয়েকদিন আগেই বেঙ্গালুরু থেকে ফিরেছেন ৷ শনিবার রাতে এক বন্ধুর বাড়ি থেকে তিনজন ফিরছিলেন ৷ পুলিশের অনুমান বন্ধুর বাড়ি থেকে পার্টি করে ফিরছিলেন তাঁরা ৷ গাড়িতে রাহুল বন্দ্যোপাধ্যায় ছাড়াও বাকি দু’জনের মধ্যে একজন যুবতী ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পারায় বাইকে ধাক্কা মারার পর রাস্তার উপর গোল হয়ে পাক খেতে থাকে ৷ যার জেরে গাড়ির ভিতরে থাকা আরোহীরা সামনের উইন্ড স্ক্রিনের উপর ছিটকে পড়েন ৷ তাঁরাও সামান্য চোট পেয়েছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Ratua Road Accident : রতুয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 3 ভাই-বোন

এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের এফএসটিপি (ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ) ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গাড়িটি কলকাতা পুলিশের ফরেন্সিক দল পরীক্ষা করবে ৷ প্রমাণ হিসেবে গাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি, মূল অভিযুক্ত রাহুল বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে ৷ তাতে দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় থাকার কথা উল্লেখ করা হয়েছে ৷ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে, আরটিও আইন, অনিচ্ছাকৃত খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ রাতের শহরে বেপরোয়া গাড়ি চিন্তা বাড়িয়েছে পুলিশের (Rash Driving at Night City) ৷

আরও পড়ুন : Road Accident : ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের চারজনের মৃত্যু

অন্যদিকে, শনিবার রাত 11টা নাগাদ গোলপার্কে ভারত সরকারের স্টিকার ও নীলবাতি লাগানো একটি স্করপিয়ো বেপরোয়া গতিতে এসে পরপর 5টি দোকানে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷ যদিও, ঘটনার পর 4 জনের মধ্যে 2 জন গাড়ি নিয়ে পালিয়ে যায় ৷ বাকি 2 জনকে আটক করা হয়েছে ৷ পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে গাড়ির নম্বর জানতে পেরেছে ৷ জানা গিয়েছে, গাড়িটি ঝাড়খণ্ডের ৷ এর পরেই গাড়িটিকে খুঁজে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে চালককে ৷ মনে করা হচ্ছে, এ ক্ষেত্রেও চালক সহ বাকিরা মদ্যপ ছিলেন ৷

কলকাতা, 23 জানুয়ারি : রাতের শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য ৷ দ্রুতগতিতে থাকা সাদা রঙের একটি হন্ডা সিটি’র ধাক্কায় প্রাণ হারালেন 1 ব্যক্তি ৷ সেই সঙ্গে আরও 6 জন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ৷ মৃতের নাম থমাস সামি কর্মকার ৷ পুলিশ সূত্রে খবর, তিনি একটি হোটেলে ম্যানেজারের কাজ করতেন ৷ শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে যাদবপুরে (Jadavpur Car Accident) ৷ গাড়িটি যাদবপুর থেকে বাঘাযতীনের দিকে যাচ্ছিল ৷ ঘটনার সময় গাড়িতে চালক সহ মোট 3 জন ছিলেন ৷ পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে ৷ সেই সঙ্গে 3 জনকেই গ্রেফতার করেছে ৷

জানা গিয়েছে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন (Drink and Drive Case in Jadavpur Car Accident) ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি অত্যধিক গতিতে রাস্তার উল্টোদিক থেকে আসা বাইকে ধাক্কা মারে ৷ বাইকটি চালাচ্ছিলেন থমাস সামি কর্মকার ৷ ওই বাইকে তাঁর সঙ্গে এক কিশোরীও ছিল ৷ সেও গুরুতর জখম হয়েছে ৷ এর পর ঘাতক গাড়িটি ফুটপাতে উঠে পড়ে এবং দু’টি দোকানে ধাক্কা মারে ৷ যে ঘটনায় মোট 6 জন আহত হয়েছেন ৷ আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

ঘটনায় গ্রেফতার হওয়া 3 জনের মধ্যে গাড়ির চালকের নাম রাহুল বন্দ্যোপাধ্যায় ৷ বয়স 30 বছর ৷ তিনি কয়েকদিন আগেই বেঙ্গালুরু থেকে ফিরেছেন ৷ শনিবার রাতে এক বন্ধুর বাড়ি থেকে তিনজন ফিরছিলেন ৷ পুলিশের অনুমান বন্ধুর বাড়ি থেকে পার্টি করে ফিরছিলেন তাঁরা ৷ গাড়িতে রাহুল বন্দ্যোপাধ্যায় ছাড়াও বাকি দু’জনের মধ্যে একজন যুবতী ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পারায় বাইকে ধাক্কা মারার পর রাস্তার উপর গোল হয়ে পাক খেতে থাকে ৷ যার জেরে গাড়ির ভিতরে থাকা আরোহীরা সামনের উইন্ড স্ক্রিনের উপর ছিটকে পড়েন ৷ তাঁরাও সামান্য চোট পেয়েছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Ratua Road Accident : রতুয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 3 ভাই-বোন

এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের এফএসটিপি (ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ) ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গাড়িটি কলকাতা পুলিশের ফরেন্সিক দল পরীক্ষা করবে ৷ প্রমাণ হিসেবে গাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি, মূল অভিযুক্ত রাহুল বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে ৷ তাতে দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় থাকার কথা উল্লেখ করা হয়েছে ৷ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে, আরটিও আইন, অনিচ্ছাকৃত খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ রাতের শহরে বেপরোয়া গাড়ি চিন্তা বাড়িয়েছে পুলিশের (Rash Driving at Night City) ৷

আরও পড়ুন : Road Accident : ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের চারজনের মৃত্যু

অন্যদিকে, শনিবার রাত 11টা নাগাদ গোলপার্কে ভারত সরকারের স্টিকার ও নীলবাতি লাগানো একটি স্করপিয়ো বেপরোয়া গতিতে এসে পরপর 5টি দোকানে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷ যদিও, ঘটনার পর 4 জনের মধ্যে 2 জন গাড়ি নিয়ে পালিয়ে যায় ৷ বাকি 2 জনকে আটক করা হয়েছে ৷ পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে গাড়ির নম্বর জানতে পেরেছে ৷ জানা গিয়েছে, গাড়িটি ঝাড়খণ্ডের ৷ এর পরেই গাড়িটিকে খুঁজে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে চালককে ৷ মনে করা হচ্ছে, এ ক্ষেত্রেও চালক সহ বাকিরা মদ্যপ ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.