শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর : দুই প্রেমিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাটের চেষ্টা অভিযুক্তের । চারমাস পর কবর থেকে এক প্রেমিকার দেহ উদ্ধার করল পুলিশ । আর অন্য প্রেমিকার কম্বলে মোড়ানো দেহ পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা হয়েছে ৷ শিলিগুড়ি শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আখতারকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্ত শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার শুটকি হাটের বাসিন্দা । দুই যুবতীদের মধ্যে এক যুবতী বিবাহিত ছিলেন ৷ বিবাহিত ওই যুবতী মাটিগাড়ার টুম্বাজোতের বাসিন্দা ছিলেন । আরেক যুবতী মাটিগাড়ার চাঁদমণি এলাকার বাসিন্দা ছিলেন ।
আরও পড়ুন : Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় বিধায়কের নামে ভুয়ো পেজ, টাকা চেয়ে মেসেজ
অভিযুক্তকে পুলিশ প্রাথমিক জেরা করে জানতে পেরেছে, সে নিজেও বিবাহিত । তার স্ত্রী ও এক সন্তান রয়েছে । বহুদিন ধরেই ওই অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব, জোন 1) জয় টুডু বলেন, "ঘটনায় ওই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । দেহ দু’টির ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পর ধর্ষণ হয়েছে কি না, তা স্পষ্ট জানা যাবে । তবে ইতিমধ্যে অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।"
আরও পড়ুন : ganja-recovered: গাড়ির গোপন চেম্বার থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার, শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত
জানা গিয়েছে, 31 অগস্ট আগে চাঁদমণির ওই যুবতীর দেহ মাটিগাড়া রেলগেট সংলগ্ন এলাকায় উদ্ধার হয় । মাসখানেক ধরে ওই যুবতী নিখোঁজ ছিলেন । তদন্তে নেমে মাটিগাড়া থানা ও মেডিক্যাল ফাঁড়ির পুলিশ মহম্মদ আখতারকে গ্রেফতার করে । তাকে জেরা করলে পুলিশ জানতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারায় মদ পান করিয়ে ওই যুবতীকে খুন করা হয়েছিল ।
এরপর তদন্তকারী পুলিশ আধিকারিকরা জেরায় আরও চাপ বাড়ালে চার মাস আগে একইভাবে আরেক প্রেমিকাকে খুন করে দেহ লোপাটের কথা স্বীকার করে অভিযুক্ত । এরপর তার দেওয়া বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে মাটিগাড়ার কবরস্থান আরেক প্রেমিকার কঙ্কালসার দেহ উদ্ধার করে পুলিশ । এরপর দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনায় দুই যুবতীর পরিবারের সদস্যদের তলব করা হয়েছে । তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
আরও পড়ুন : Gold Smuggling: এনজেপি স্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, গ্রেফতার 2