ETV Bharat / city

Rape-Murder : শিলিগুড়িতে দুই প্রেমিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাট, গ্রেফতার অভিযুক্ত - Rape

ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আখতারকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্ত শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার শুটকি হাটের বাসিন্দা ।

one person allegedly rape and murder his two girlfriend then dumped both dead bodies
শিলিগুড়িতে দুই প্রেমিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাট, গ্রেফতার অভিযুক্ত
author img

By

Published : Sep 13, 2021, 4:59 PM IST

Updated : Sep 13, 2021, 5:51 PM IST

শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর : দুই প্রেমিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাটের চেষ্টা অভিযুক্তের । চারমাস পর কবর থেকে এক প্রেমিকার দেহ উদ্ধার করল পুলিশ । আর অন্য প্রেমিকার কম্বলে মোড়ানো দেহ পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা হয়েছে ৷ শিলিগুড়ি শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আখতারকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্ত শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার শুটকি হাটের বাসিন্দা । দুই যুবতীদের মধ্যে এক যুবতী বিবাহিত ছিলেন ৷ বিবাহিত ওই যুবতী মাটিগাড়ার টুম্বাজোতের বাসিন্দা ছিলেন । আরেক যুবতী মাটিগাড়ার চাঁদমণি এলাকার বাসিন্দা ছিলেন ।

আরও পড়ুন : Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় বিধায়কের নামে ভুয়ো পেজ, টাকা চেয়ে মেসেজ

অভিযুক্তকে পুলিশ প্রাথমিক জেরা করে জানতে পেরেছে, সে নিজেও বিবাহিত । তার স্ত্রী ও এক সন্তান রয়েছে । বহুদিন ধরেই ওই অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব, জোন 1) জয় টুডু বলেন, "ঘটনায় ওই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । দেহ দু’টির ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পর ধর্ষণ হয়েছে কি না, তা স্পষ্ট জানা যাবে । তবে ইতিমধ্যে অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন : ganja-recovered: গাড়ির গোপন চেম্বার থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার, শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত

জানা গিয়েছে, 31 অগস্ট আগে চাঁদমণির ওই যুবতীর দেহ মাটিগাড়া রেলগেট সংলগ্ন এলাকায় উদ্ধার হয় । মাসখানেক ধরে ওই যুবতী নিখোঁজ ছিলেন । তদন্তে নেমে মাটিগাড়া থানা ও মেডিক্যাল ফাঁড়ির পুলিশ মহম্মদ আখতারকে গ্রেফতার করে । তাকে জেরা করলে পুলিশ জানতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারায় মদ পান করিয়ে ওই যুবতীকে খুন করা হয়েছিল ।

শিলিগুড়িতে দুই প্রেমিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাট, গ্রেফতার অভিযুক্ত

এরপর তদন্তকারী পুলিশ আধিকারিকরা জেরায় আরও চাপ বাড়ালে চার মাস আগে একইভাবে আরেক প্রেমিকাকে খুন করে দেহ লোপাটের কথা স্বীকার করে অভিযুক্ত । এরপর তার দেওয়া বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে মাটিগাড়ার কবরস্থান আরেক প্রেমিকার কঙ্কালসার দেহ উদ্ধার করে পুলিশ । এরপর দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনায় দুই যুবতীর পরিবারের সদস্যদের তলব করা হয়েছে । তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

আরও পড়ুন : Gold Smuggling: এনজেপি স্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, গ্রেফতার 2

শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর : দুই প্রেমিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাটের চেষ্টা অভিযুক্তের । চারমাস পর কবর থেকে এক প্রেমিকার দেহ উদ্ধার করল পুলিশ । আর অন্য প্রেমিকার কম্বলে মোড়ানো দেহ পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা হয়েছে ৷ শিলিগুড়ি শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আখতারকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্ত শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার শুটকি হাটের বাসিন্দা । দুই যুবতীদের মধ্যে এক যুবতী বিবাহিত ছিলেন ৷ বিবাহিত ওই যুবতী মাটিগাড়ার টুম্বাজোতের বাসিন্দা ছিলেন । আরেক যুবতী মাটিগাড়ার চাঁদমণি এলাকার বাসিন্দা ছিলেন ।

আরও পড়ুন : Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় বিধায়কের নামে ভুয়ো পেজ, টাকা চেয়ে মেসেজ

অভিযুক্তকে পুলিশ প্রাথমিক জেরা করে জানতে পেরেছে, সে নিজেও বিবাহিত । তার স্ত্রী ও এক সন্তান রয়েছে । বহুদিন ধরেই ওই অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব, জোন 1) জয় টুডু বলেন, "ঘটনায় ওই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । দেহ দু’টির ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পর ধর্ষণ হয়েছে কি না, তা স্পষ্ট জানা যাবে । তবে ইতিমধ্যে অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন : ganja-recovered: গাড়ির গোপন চেম্বার থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার, শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত

জানা গিয়েছে, 31 অগস্ট আগে চাঁদমণির ওই যুবতীর দেহ মাটিগাড়া রেলগেট সংলগ্ন এলাকায় উদ্ধার হয় । মাসখানেক ধরে ওই যুবতী নিখোঁজ ছিলেন । তদন্তে নেমে মাটিগাড়া থানা ও মেডিক্যাল ফাঁড়ির পুলিশ মহম্মদ আখতারকে গ্রেফতার করে । তাকে জেরা করলে পুলিশ জানতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারায় মদ পান করিয়ে ওই যুবতীকে খুন করা হয়েছিল ।

শিলিগুড়িতে দুই প্রেমিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাট, গ্রেফতার অভিযুক্ত

এরপর তদন্তকারী পুলিশ আধিকারিকরা জেরায় আরও চাপ বাড়ালে চার মাস আগে একইভাবে আরেক প্রেমিকাকে খুন করে দেহ লোপাটের কথা স্বীকার করে অভিযুক্ত । এরপর তার দেওয়া বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে মাটিগাড়ার কবরস্থান আরেক প্রেমিকার কঙ্কালসার দেহ উদ্ধার করে পুলিশ । এরপর দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনায় দুই যুবতীর পরিবারের সদস্যদের তলব করা হয়েছে । তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

আরও পড়ুন : Gold Smuggling: এনজেপি স্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, গ্রেফতার 2

Last Updated : Sep 13, 2021, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.