কলকাতা, 2 এপ্রিল : ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের (App Cab Fare Increases) । শহরের বুকে যে দু’টি প্রধান অ্যাপ ক্যাব সংস্থা রয়েছে, তার মধ্যে একটি সংস্থা প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধি করল। এর ফলে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা । সূত্র মারফত জানা গিয়েছে যে আজ, শনিবার থেকেই লাগু হচ্ছে নতুন ভাড়া । তবে যে গাড়িগুলি অ্যাপ নির্ভর এই পরিষেবা দেয়, তার মালিকপক্ষের একাংশ মনে করছে, আগামী সপ্তাহে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের (Bengal Transport Minister Firhad Hakim) সঙ্গে বৈঠক রয়েছে ৷ তাই তার আগেই তড়িঘড়ি ভাড়া বৃদ্ধি করল এই সংস্থা ।
এদিকে ভাড়ার বৃদ্ধির পর এখন থেকে প্রত্যেক যাত্রীকে কিলোমিটারে 14 টাকা করে দিতে হবে ৷ আগে যা ছিল 11 টাকা 60 পয়সা । অর্থাৎ ভাড়া বাড়ল প্রায় 15 শতাংশর কাছাকাছি (One of the App Cab Company in Kolkata Increases 15 percent Fare per KM) । সংস্থার দেওয়া হিসেব অনুসারে, আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সায়েন্স সিটি যেতে ভাড়া লাগত 134 টাকা । এখন সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 150 টাকা । পাশাপাশি জোকা থেকে হাওড়া যেতে আগে খরচ পড়ত 354 টাকা । এখন বেড়ে দাঁড়াল 410 টাকা । অন্যদিকে ভাড়া বৃদ্ধির সঙ্গে গাড়িতে এসি চালানোও বাধ্যতামূলক করল সংশ্লিষ্ট সংস্থা ৷
অন্যদিকে সিটু অনুমোদিত কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটের অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের (Kolkata Ola Uber App Cab Operators and Drivers Union) পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "প্রতি কিলোমিটারে টাকা বাড়িয়ে কোনও লাভ হবে না । কারণ, আমরা বারবার বলে চলেছি যে চালকদের কমিশন না বাড়ালে কোনওরকম সুরাহা হবে না ।’’
তিনি আরও বলেন, ‘‘ভাড়া প্রতি কিলোমিটার 11 টাকা থেকে বাড়িয়ে 14 টাকা করলে মালিকের হাতে সেই একই টাকা আসছে । কারণ, আগে 11 টাকার উপর কমিশন কাটছে সংস্থা ৷ আর এবার 14 টাকার উপর কমিশন কাটবে সংস্থা ।"
আরও পড়ুন : Decreasing Private Buses: বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক রুট, নাজেহাল সাধারণ মানুষ