ETV Bharat / city

Partha-Arpita at Joka ESI: কাছে ঘেঁষতে পারছে না কেউ, কড়া নিরাপত্তায় জোকা ইএসআই-তে পার্থ-অর্পিতা - Arpita Mukherjee

আদালতে পেশ করার আগে ফের একবার স্বাস্থ্য পরীক্ষা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (One More Health Checkup for Partha Chatterjee and Arpita Mukherjee Before Appearing to Court) ৷ এ দিন তাঁদের সল্টলেকে ইডি দফতর থেকে জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয় ৷ এ দিন দু’জনের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

One More Health Checkup for Partha Chatterjee and Arpita Mukherjee Before Appearing to Court
One More Health Checkup for Partha Chatterjee and Arpita Mukherjee Before Appearing to Court
author img

By

Published : Aug 3, 2022, 1:28 PM IST

কলকাতা, 3 অগস্ট: আজ ব্যাঙ্কশাল আদালতে তোলার আগে ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (One More Health Checkup for Partha Chatterjee and Arpita Mukherjee Before Appearing to Court) ৷ গতকাল পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারার ঘটনার পর, আজকে নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাঁটো করা হয় ৷ এ দিন সংবাদ মাধ্যমকেও বেশি কাছে ঘেঁষতে দেওয়া হয়নি ৷

আজ পার্থ-অর্পিতার 10 দিনের ইডি হেফাজত শেষ হচ্ছে ৷ ফলে আজই তাঁদের ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হচ্ছে ৷ তার আগে আজ সকালে ফের একবার তাঁদের জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৷ এ দিন ইডি অফিস থেকে বেরনোর সময় থেকে পার্থ ও অর্পিতার গাড়ির আশেপাশে কলকাতা পুলিশের গাড়িও দেখা যায় ৷ বাড়তি সুরক্ষা বলয়ের মধ্যে তাঁদের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন: কলকাতার পর এবার শান্তিনিকেতন, পার্থ-অর্পিতার 'অপা'য় হানা ইডির

হাসপাতালেও আজ অন্যান্য দিনের থেকে বেশি পুলিশ মোতায়েন ছিল ৷ এমনকি পার্থ ও অর্পিতাকে নিয়ে যাওয়ার সময় প্রবেশদ্বারে ভিড় করতে দেওয়া হয়নি সংবাদ মাধ্যমকে ৷ সরাসরি স্ট্রেচারে করে দু’জনকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে ৷ এ দিন জোকা ইএসআই-তে পর্ণশ্রী এবং ঠাকুরপুকুর থানার পুলিশ আধিকারিকরা বাড়তি নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ পার্থ ও অর্পিতাকে যেখান দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার অনেক আগেই ব্যারিকেড করে দেওয়া হয়েছিল ৷ যাতে বাইরের কেউ রাজ্যর প্রাক্তন মন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতার কাছে ঘেঁষতে না পারে ৷

কলকাতা, 3 অগস্ট: আজ ব্যাঙ্কশাল আদালতে তোলার আগে ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (One More Health Checkup for Partha Chatterjee and Arpita Mukherjee Before Appearing to Court) ৷ গতকাল পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারার ঘটনার পর, আজকে নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাঁটো করা হয় ৷ এ দিন সংবাদ মাধ্যমকেও বেশি কাছে ঘেঁষতে দেওয়া হয়নি ৷

আজ পার্থ-অর্পিতার 10 দিনের ইডি হেফাজত শেষ হচ্ছে ৷ ফলে আজই তাঁদের ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হচ্ছে ৷ তার আগে আজ সকালে ফের একবার তাঁদের জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৷ এ দিন ইডি অফিস থেকে বেরনোর সময় থেকে পার্থ ও অর্পিতার গাড়ির আশেপাশে কলকাতা পুলিশের গাড়িও দেখা যায় ৷ বাড়তি সুরক্ষা বলয়ের মধ্যে তাঁদের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন: কলকাতার পর এবার শান্তিনিকেতন, পার্থ-অর্পিতার 'অপা'য় হানা ইডির

হাসপাতালেও আজ অন্যান্য দিনের থেকে বেশি পুলিশ মোতায়েন ছিল ৷ এমনকি পার্থ ও অর্পিতাকে নিয়ে যাওয়ার সময় প্রবেশদ্বারে ভিড় করতে দেওয়া হয়নি সংবাদ মাধ্যমকে ৷ সরাসরি স্ট্রেচারে করে দু’জনকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে ৷ এ দিন জোকা ইএসআই-তে পর্ণশ্রী এবং ঠাকুরপুকুর থানার পুলিশ আধিকারিকরা বাড়তি নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ পার্থ ও অর্পিতাকে যেখান দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার অনেক আগেই ব্যারিকেড করে দেওয়া হয়েছিল ৷ যাতে বাইরের কেউ রাজ্যর প্রাক্তন মন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতার কাছে ঘেঁষতে না পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.