ETV Bharat / city

পামেলা-রাকেশের পর মাদক কাণ্ডে গ্রেফতার আরও এক - নিউ আলিপুর মাদক

পামেলা গোস্বামী ও রাকেশ সিং-এর পর এ বার নিউ আলিপুর মাদককাণ্ডে গ্রেফতার করা হল আরও একজনকে ৷ ধৃত ব্যক্তির নাম আরিয়ান দেব ৷

one more arrest in new alipore drug case
পামেলা-রাকেশের পর মাদক কাণ্ডে গ্রেফতার আরও এক
author img

By

Published : Mar 7, 2021, 1:23 PM IST

কলকাতা, 7 মার্চ: নিউ আলিপুর মাদককাণ্ডে অপর একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতের নাম আরিয়ান দেব । এ কথা জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ।

আরিয়ানকে নিউ আলিপুরের সোমনাথ লাহিড়ী রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে, ধৃত ব্যক্তির সঙ্গে পামেলা এবং রাকেশ সিংয়ের যোগাযোগ ছিল । মাদক সংক্রান্ত ব্যাপারে তাদের প্রায়ই কথাবার্তা হত বলে পুলিশ সূত্রের খবর । ধৃত রাকেশ সিং এবং পামেলা গোস্বামীকে নিজেদের হেফাজতে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে একাধিক ব্যক্তির নাম পেয়েছিলেন গোয়েন্দারা । সেই নামের ভিত্তিতেই আরিয়নকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: রাকেশ সিংয়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন পামেলা গোস্বামী

এর আগে পামেলা আদালতে একাধিকবার একাধিক ব্যক্তির বিরুদ্ধে সরব হয়েছেন । তাঁর অভিযোগ রাকেশ সিং একাধিক ব্যক্তি দিয়ে তাঁকে এই মামলায় ফাঁসানোর চেষ্টা করছে । ফলে তিনি পুলিশের কাছে দাবি করেন, প্রকৃত ঘটনাটি যাতে সামনে আসে । পাশাপাশি এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করারও দাবি জানান তিনি ৷

কলকাতা, 7 মার্চ: নিউ আলিপুর মাদককাণ্ডে অপর একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতের নাম আরিয়ান দেব । এ কথা জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ।

আরিয়ানকে নিউ আলিপুরের সোমনাথ লাহিড়ী রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে, ধৃত ব্যক্তির সঙ্গে পামেলা এবং রাকেশ সিংয়ের যোগাযোগ ছিল । মাদক সংক্রান্ত ব্যাপারে তাদের প্রায়ই কথাবার্তা হত বলে পুলিশ সূত্রের খবর । ধৃত রাকেশ সিং এবং পামেলা গোস্বামীকে নিজেদের হেফাজতে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে একাধিক ব্যক্তির নাম পেয়েছিলেন গোয়েন্দারা । সেই নামের ভিত্তিতেই আরিয়নকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: রাকেশ সিংয়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন পামেলা গোস্বামী

এর আগে পামেলা আদালতে একাধিকবার একাধিক ব্যক্তির বিরুদ্ধে সরব হয়েছেন । তাঁর অভিযোগ রাকেশ সিং একাধিক ব্যক্তি দিয়ে তাঁকে এই মামলায় ফাঁসানোর চেষ্টা করছে । ফলে তিনি পুলিশের কাছে দাবি করেন, প্রকৃত ঘটনাটি যাতে সামনে আসে । পাশাপাশি এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করারও দাবি জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.