ETV Bharat / city

কলকাতায় উদ্ধার 5 লাখ টাকার জালনোট, গ্রেপ্তার 1

author img

By

Published : Nov 12, 2019, 2:02 PM IST

কলকাতায় ফের পাকড়াও করা হল জালনোট চক্রের এক সদস্যকে । গতরাতে গোষ্ঠ পাল সরণি থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতের কাছে উদ্ধার হয়েছে পাঁচ লাখ টাকার জালনোট ।

কলকাতায় গ্রেপ্তার এক জালনোট চক্রী

কলকাতা, 12 নভেম্বর : কলকাতায় ফের গ্রেপ্তার এক জালনোট চক্রী । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ইডেন গার্ডেন পার্কের কাছে গোষ্ঠ পাল সরণি এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় । তার নাম বিকাশকুমার দাস । বিহারের ছাপরার বাসিন্দা । তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুই হাজার টাকার আড়াইশোটি জালনোট । ধৃত ব্যক্তি বিহারে জালনোটের কারবার করে বলে জানতে পেরেছে পুলিশ । তবে কোথা থেকে ওই টাকা আসছিল তা এখনও জানা যায়নি । তবে পুলিশ সূত্রের খবর, জালনোট ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে গা ঢাকা দিয়েছে এই পাচার চক্রের ক্যারিয়ার ।

One arrested with fake notes
ধৃত ব্যক্তি
সাধারণভাবে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । সাম্প্রতিক অতীত বলছে, পাশাপাশি চলছে জালনোট আর অস্ত্রের কারবার । বৈদেশিক শক্তির হাতযশে জালনোট ঢুকছে এ রাজ্যে । তারপর তা ছড়িয়ে পড়ছে গোটা দেশে । এটাই ছিল জালনোট কারবারিদের মোডাস অপারেন্ডি । কিন্তু গোয়েন্দাদের চিন্তা বাড়িয়ে এখন জালনোট হয়ে উঠেছে বেআইনি অস্ত্র কারবারের মাধ্যম । মুঙ্গেরি অস্ত্র তৈরির 'ইঞ্জিনিয়ার'রা অস্ত্র কারবারের মাধ্যম বানিয়ে ফেলেছে জালনোট ৷ বিকাশ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

কলকাতা, 12 নভেম্বর : কলকাতায় ফের গ্রেপ্তার এক জালনোট চক্রী । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ইডেন গার্ডেন পার্কের কাছে গোষ্ঠ পাল সরণি এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় । তার নাম বিকাশকুমার দাস । বিহারের ছাপরার বাসিন্দা । তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুই হাজার টাকার আড়াইশোটি জালনোট । ধৃত ব্যক্তি বিহারে জালনোটের কারবার করে বলে জানতে পেরেছে পুলিশ । তবে কোথা থেকে ওই টাকা আসছিল তা এখনও জানা যায়নি । তবে পুলিশ সূত্রের খবর, জালনোট ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে গা ঢাকা দিয়েছে এই পাচার চক্রের ক্যারিয়ার ।

One arrested with fake notes
ধৃত ব্যক্তি
সাধারণভাবে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । সাম্প্রতিক অতীত বলছে, পাশাপাশি চলছে জালনোট আর অস্ত্রের কারবার । বৈদেশিক শক্তির হাতযশে জালনোট ঢুকছে এ রাজ্যে । তারপর তা ছড়িয়ে পড়ছে গোটা দেশে । এটাই ছিল জালনোট কারবারিদের মোডাস অপারেন্ডি । কিন্তু গোয়েন্দাদের চিন্তা বাড়িয়ে এখন জালনোট হয়ে উঠেছে বেআইনি অস্ত্র কারবারের মাধ্যম । মুঙ্গেরি অস্ত্র তৈরির 'ইঞ্জিনিয়ার'রা অস্ত্র কারবারের মাধ্যম বানিয়ে ফেলেছে জালনোট ৷ বিকাশ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।
Intro:কলকাতা, 12 নভেম্বর: কলকাতায় ফের পাকড়াও করা হলো জাল নোট চক্রের এক চক্রীকে। গতরাতে গোষ্ঠ পাল সরণি থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। ধৃতের কাছে উদ্ধার হয়েছে পাঁচ লাখ টাকার জাল নোট।Body:পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ইডেন গার্ডেন পার্কের কাছে গোষ্ঠ পাল সরণিতে আটক করা হয় এক ব্যক্তিকে। তার নাম বিকাশ কুমার দাস। তিনি বিহারের ছাপরার বাসিন্দা। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুই হাজার টাকার আড়াইশোটি জালনোট। ধৃত বিহারে জালনোটের কারবার করে বলে জানতে পেরেছে পুলিশ। বিকাশ কার কাছ থেকে তিনি পেয়েছেন তা এখনও জানা যায়নি। তবে জালনোট ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে গা ঢাকা দিয়েছে এই পাচার চক্রের ক্যারিয়ার।
Conclusion:সাধারণভাবে মালদা থেকে জাল নোট আনা হয় কলকাতায়। তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। সাম্প্রতিক অতীত বলছে জাল নোট আর অস্ত্র, পাশাপাশি চলছে কারবার। বৈদেশিক শক্তির হাতজশে জাল নোট ঢুকছে এ রাজ্যে। তারপর তা ছড়িয়ে পড়ছে গোটা দেশে। এটাই ছিল জাল নোট কারবারীদের মোডাস অপারেন্ডি। কিন্তু গোয়েন্দাদের চিন্তা বাড়িয়ে এখন জাল নোট হয়ে উঠেছে বেআইনি অস্ত্র কারবারের মাধ্যম। মুঙ্গেরি অস্ত্র তৈরির “ইঞ্জিনিয়ার"রা অস্ত্র কারবারের মাধ্যম বানিয়ে ফেলেছে জালনোট! বিকাশ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.