কলকাতা, 20 অগস্ট: নিজেকে কলকাতা পুলিশের (Kolkata Police) হোমগার্ড বলে পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতের নাম প্রসাদ সিংহ, তাঁর বয়স 48 বছর । তার বাড়ি সরশুনা থানা এলাকায় । ঘটনাটি ঘটেছে বউবাজার থানা এলাকার হো চি মিন সরণিতে । শনিবার রাত 9টা নাগাদ তাকে গ্রেফতার করা হয় (man arrested for frauding in kolkata) ৷
ঘটনাটি 13 অগস্টের বলে জানা গিয়েছে ৷ প্রথমে এক ব্যক্তির থেকে 10 হাজার টাকা দাবি করে ওই অভিযুক্ত ৷ পরে তার থেকে সাড়ে চার হাজার টাকা নেয় সে ৷
আরও পড়ুন: অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল এসএসকেএমে
এই ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানিয়েছেন, গত 13 অগস্ট সন্ধ্যাবেলায় চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের কাছে হো চি মিন সরণিতে দেবব্রত চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির কাছ থেকে, নিজেকে কলকাতা পুলিশের হোমগার্ড পরিচয় দিয়ে টাকা চায় ওই অভিযুক্ত ৷ প্রায় চার হাজার টাকাও আদায় করে সে ৷ পরে অভিযোগের ভিত্তিতে রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওই ব্যক্তিকে ধরা হয় (Fraud Case in Kolkata) ৷