ETV Bharat / city

পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে বিপ্লব

শাসক শিবির ছেড়ে মাসকয়েক আগেই BJP তে যোগ দিয়েছেলেন তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র । কিন্তু পাঁচ মাসও টিকল না সেই সম্পর্ক । গেরুয়া ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন তিনি ।

Biplab Mitra returned to Trinamool
বিপ্লব মিত্র
author img

By

Published : Jul 31, 2020, 3:26 PM IST

Updated : Jul 31, 2020, 7:24 PM IST

কলকাতা, 31 জুলাই : ঘরে ফিরলেন বিপ্লব মিত্র । এক বছরও হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন । পাঁচ মাসের মধ্যেই BJP-র সঙ্গ ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন তিনি । আজ তপসিয়ার তৃণমূল কংগ্রেস ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে ফের তৃণমূলের পতাকা গ্রহণ করেন ।

তৃণমূলের গঠনের একেবারে প্রথম দিন থেকেই সদস্য ছিলেন বিপ্লব মিত্র । দীর্ঘদিন দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি ছিলেন তিনি । মাঝে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের সঙ্গে শুরু হয় মতবিরোধ । বিরোধ সামলাতে ব্যর্থ হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বও । আর এই বিরোধের জেরে অবশেষে তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন তিনি । পাঁচ মাস আগের ঘটনা ।

কী বলছেন বিপ্লব মিত্র

কিন্তু নতুন দলের সঙ্গে সখ্যতা বেশি দিন টিকল না । আজ ফের পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন । 2021 সালের নির্বাচনের আগে একদিকে যেমন শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে তৃণমূলের অন্দরে, অন্যদিকে দলের দুঁদে সদস্যদের গুরুত্ব বাড়ানোর প্রয়াসও চলছে । কয়েকদিন আগেই ভার্চুয়াল বৈঠকে পুরানোদের গুরুত্ব দেওয়ার জন্য দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । আজ বিপ্লব মিত্র ঘরে ফেরায় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অনেকটাই বাস্তবতার মুখ দেখছে । ঘরে ফেরা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বিপ্লব মিত্র বলেন, "দলে ফিরতে পেরে আমি খুশি । 1998 সালে তৃণমূল গঠনের সময় থেকে ছিলাম । পাঁচ মাসের অভিজ্ঞতায় বুঝেছি, BJP দিল্লি ও গুজরাত থেকে চলছে । এখানে কিছুই নেই ।"

বিপ্লব মিত্রর পাশাপাশি তাঁর ভাই প্রশান্ত মিত্রও আজ BJP ছেড়ে তৃণমূলে ফিরেছেন । BJP-তে যোগ দেওয়ার আগে তিনি গঙ্গারামপুরে তৃণমূলের চেয়ারম্যান ছিলেন ।

কলকাতা, 31 জুলাই : ঘরে ফিরলেন বিপ্লব মিত্র । এক বছরও হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন । পাঁচ মাসের মধ্যেই BJP-র সঙ্গ ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন তিনি । আজ তপসিয়ার তৃণমূল কংগ্রেস ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে ফের তৃণমূলের পতাকা গ্রহণ করেন ।

তৃণমূলের গঠনের একেবারে প্রথম দিন থেকেই সদস্য ছিলেন বিপ্লব মিত্র । দীর্ঘদিন দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি ছিলেন তিনি । মাঝে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের সঙ্গে শুরু হয় মতবিরোধ । বিরোধ সামলাতে ব্যর্থ হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বও । আর এই বিরোধের জেরে অবশেষে তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন তিনি । পাঁচ মাস আগের ঘটনা ।

কী বলছেন বিপ্লব মিত্র

কিন্তু নতুন দলের সঙ্গে সখ্যতা বেশি দিন টিকল না । আজ ফের পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন । 2021 সালের নির্বাচনের আগে একদিকে যেমন শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে তৃণমূলের অন্দরে, অন্যদিকে দলের দুঁদে সদস্যদের গুরুত্ব বাড়ানোর প্রয়াসও চলছে । কয়েকদিন আগেই ভার্চুয়াল বৈঠকে পুরানোদের গুরুত্ব দেওয়ার জন্য দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । আজ বিপ্লব মিত্র ঘরে ফেরায় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অনেকটাই বাস্তবতার মুখ দেখছে । ঘরে ফেরা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বিপ্লব মিত্র বলেন, "দলে ফিরতে পেরে আমি খুশি । 1998 সালে তৃণমূল গঠনের সময় থেকে ছিলাম । পাঁচ মাসের অভিজ্ঞতায় বুঝেছি, BJP দিল্লি ও গুজরাত থেকে চলছে । এখানে কিছুই নেই ।"

বিপ্লব মিত্রর পাশাপাশি তাঁর ভাই প্রশান্ত মিত্রও আজ BJP ছেড়ে তৃণমূলে ফিরেছেন । BJP-তে যোগ দেওয়ার আগে তিনি গঙ্গারামপুরে তৃণমূলের চেয়ারম্যান ছিলেন ।

Last Updated : Jul 31, 2020, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.