ETV Bharat / city

কোরোনা সতর্কতায় একাধিক পদক্ষেপ মেট্রোর, খোলা হল হেল্পলাইন নম্বর - কোরোনা সতর্কতায় পদক্ষেপ মেট্রোর

পোস্টেরে থেমে না থেকে কোরোনা সতর্কতায় একাধিক পদক্ষেপ মেট্রো রেলের। খোলা হল হেল্পলাইন নম্বর৷

corona awarness steps metro virus
মেট্রোর
author img

By

Published : Mar 14, 2020, 10:14 PM IST

কলকাতা, 14 মার্চ: কোরোনা সতর্কতায় বিভিন্ন স্টেশনে ইতিমধ্যে বেশ কিছু পোস্টের লাগানো হয়েছে৷ যা বিশ্বজুড়ে সংক্রমণ ছড়ানো ভাইরাস মোকাবিলায় যথেষ্ট নয় বলেই মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তাই এবার জোরদার সতর্কতামূলক পদক্ষেপ করল তারা।

কলকাতা মেট্রোর প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "যাত্রীদের পাশাপাশি রেল কর্মীদের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হচ্ছে। টালিগঞ্জ কলোনির A ব্লকে রেলের মেডিকেল অফিসার নিয়মিত রেল কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও চলছে। অন্যদিকে আগের মতোই নোয়াপাড়া কারশেডে, নেতাজি, কবি নজরুল ও মাস্টারদা সূর্য সেন স্টেশনে সতর্কতামূলক পোস্টার ও ফ্লেক্সের মাধমে যাত্রীদের সচেতন করা হচ্ছে। ইংরেজি ও বাংলা এই দুই ভাষাতেই পোস্টার লাগানো হয়েছে। মেট্রো রেলের চিকিৎসকরা যাত্রীদের জনে জনে 'কী করবেন এবং কী করবেন না' তা জানাচ্ছেন। পাশাপাশি সবকটি স্টেশনের TV ও ডিসপ্লে বোর্ডে কোরোনা সংক্রান্ত ঘোষণা ও বিশেষ ভিডিয়ো দেখানো হচ্ছে।

এছাড়াও তপন সিংহ মেমোরিয়াল হাসপাতালে একটি ফিভার ক্লিনিক করা হয়েছে৷ বেশ কয়েকটি আইসোলেশন বেডেরও ব্যবস্থা হয়েছে। একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মীকে ওই ওয়ার্ডে সর্বক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে। খোলা হয়েছে হেল্পলাইন নম্বর৷ যা 24 ঘণ্টা খোলা থাকবে।

হেল্পলাইন নম্বরগুলি হল: 033-23606713 ও 9002020845 ৷

কলকাতা, 14 মার্চ: কোরোনা সতর্কতায় বিভিন্ন স্টেশনে ইতিমধ্যে বেশ কিছু পোস্টের লাগানো হয়েছে৷ যা বিশ্বজুড়ে সংক্রমণ ছড়ানো ভাইরাস মোকাবিলায় যথেষ্ট নয় বলেই মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তাই এবার জোরদার সতর্কতামূলক পদক্ষেপ করল তারা।

কলকাতা মেট্রোর প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "যাত্রীদের পাশাপাশি রেল কর্মীদের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হচ্ছে। টালিগঞ্জ কলোনির A ব্লকে রেলের মেডিকেল অফিসার নিয়মিত রেল কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও চলছে। অন্যদিকে আগের মতোই নোয়াপাড়া কারশেডে, নেতাজি, কবি নজরুল ও মাস্টারদা সূর্য সেন স্টেশনে সতর্কতামূলক পোস্টার ও ফ্লেক্সের মাধমে যাত্রীদের সচেতন করা হচ্ছে। ইংরেজি ও বাংলা এই দুই ভাষাতেই পোস্টার লাগানো হয়েছে। মেট্রো রেলের চিকিৎসকরা যাত্রীদের জনে জনে 'কী করবেন এবং কী করবেন না' তা জানাচ্ছেন। পাশাপাশি সবকটি স্টেশনের TV ও ডিসপ্লে বোর্ডে কোরোনা সংক্রান্ত ঘোষণা ও বিশেষ ভিডিয়ো দেখানো হচ্ছে।

এছাড়াও তপন সিংহ মেমোরিয়াল হাসপাতালে একটি ফিভার ক্লিনিক করা হয়েছে৷ বেশ কয়েকটি আইসোলেশন বেডেরও ব্যবস্থা হয়েছে। একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মীকে ওই ওয়ার্ডে সর্বক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে। খোলা হয়েছে হেল্পলাইন নম্বর৷ যা 24 ঘণ্টা খোলা থাকবে।

হেল্পলাইন নম্বরগুলি হল: 033-23606713 ও 9002020845 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.