ETV Bharat / city

Left Rally on April 2 : আনিশ মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র সমাবেশে থাকছেন রোহিত ভেমুলার মা - On April 2nd Left Student Organizations will hold a rally to protest the Anis Khan murder case

আগামী 2 এপ্রিল বাম ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুদিন ৷ ওই দিনই আনিশ খানের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সমাবেশের ডাক দিল বাম ছাত্র সংগঠনগুলি (On April 2nd Left Student Organizations will hold a rally to protest the Anis Khan murder case) ৷ সেখানে বক্তা হিসেবে রোহিত ভেমুলার মা-ও উপস্থিত থাকবেন ৷

on-april-2nd-left-student-organizations-will-hold-a-rally-to-protest-the-anis-khan-murder-case
Left Rally on April 2 : আনিশ হত্যাকাণ্ড জাতীয়স্তরের প্রচারে আনতে আগামী 2 এপ্রিল বাম ছাত্র সমাবেশের ডাক
author img

By

Published : Mar 28, 2022, 5:29 PM IST

Updated : Mar 28, 2022, 6:12 PM IST

কলকাতা, 28 মার্চ : আনিশ খানের অস্বাভাবিক মৃত্যুর (Anis Khan Murder Case) ঘটনাকে জাতীয়স্তরে তুলে ধরতে চায় বামেরা ৷ তাই আনিশ মৃত্যুর প্রতিবাদ সমাবেশে ডাক পেতে চলেছেন রাধিকা ভেমুলা ৷ যিনি হায়দরাবাদের নিহত দলিত ছাত্র রোহিত ভেমুলার মা ৷ আর সেই সমাবেশ হবে এমন একটি দিনে, যেদিনই আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরেকজন বাম ছাত্রনেতা ৷

কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরানো, ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানে গিয়ে কয়েকবছর আগে মৃত্যু হয় বাম ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর ৷ সেই দিনটি ছিল 2 এপ্রিল ৷ এবারও তাই 2 এপ্রিল আনিশ মৃত্যুর প্রতিবাদে সমাবেশ করতে চলেছে বামেরা (On April 2nd Left Student Organizations will hold a rally to protest the Anis Khan murder case) ৷ সেই দিন বাম ছাত্র সংগঠন এসএফআই, পিএসইউ, এআইএসবি, এআইএসএফ যৌথ ভাবে ছাত্র সমাবেশ করতে চলেছে কলকাতার কলেজ স্ট্রিটের ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে । সেখানেই সমাবেশের বক্তা রাধিকা ভেমুলা, বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ছাত্র নেতৃত্ব ।

on april 2nd left student organizations will hold a rally to protest the anis khan murder case
ছাত্র সমাবেশের পোস্টার

এখানে উল্লেখ করা প্রয়োজন, হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দলিত মেধাবী ছাত্র রোহিত ভেমুলার মৃত্যু (Rohit Vemula Murder Controversy) নিয়েও বেশ কয়েক বছর আগে উত্তপ্ত হয়েছিল দেশের রাজনীতি ৷ তাঁর সহপাঠীরা ভেমুলার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের দিকে আঙ্গুল তুলে লাগাতার আন্দোলনের পথ নিয়েছিল । তাঁর মৃত্যুকে প্রাতিষ্ঠানিক হত্যা বলে অভিযোগ করেছিল । দেশজুড়ে আন্দোলনও হয়েছিল ওই দলিত ছাত্রের মৃত্যুর ঘটনায় ।

একই ভাবে আনিশের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জাতীয় স্তরে আনতে চায় বামেরা ৷ আর চাপ তৈরি করতে চায় রাজ্য সরকারের উপর ৷ এই নিয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, আনিশ খানের হত্যার বীভৎসতা অবশ্যই জাতীয়স্তরে আলোড়ন ফেলার মতোই বড় ঘটনা । সাম্প্রতিককালে রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে, যা দেশের কাছে উদ্বেগজনক । এ রাজ্যে সরকার সমাজবিরোধীকে প্রশ্রয় দেয় । প্রয়োজনে পুলিশ প্রশাসনকে জড়িয়ে ফেলে সুদীপ্ত থেকে আনিসকে খুন করা হয় ।

এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বক্তব্য

তিনি আরও বলেন, ‘‘অনুরূপ ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে খুন হয়েছেন দলিত মেধাবী ছাত্র রোহিত ভেমুলা । তার বিরুদ্ধে এতদিন তাঁর মা রাধিকা ভেমুলা লড়ছেন তাঁর কথা আমরা শুনব । আমাদের লড়াইয়ের কথা তাঁর সঙ্গে ভাগ করে নেব । তিনি বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ । একই সঙ্গে আমাদের রাজ্যের যে চিত্র, সেটাও দেশের কাছে তিনি তুলে ধরবেন ।’’

আরও পড়ুন : Anish Khan Death Case : পরিবারের দাবি মেনে এখনই আনিশের ময়নাতদন্ত নয়

কলকাতা, 28 মার্চ : আনিশ খানের অস্বাভাবিক মৃত্যুর (Anis Khan Murder Case) ঘটনাকে জাতীয়স্তরে তুলে ধরতে চায় বামেরা ৷ তাই আনিশ মৃত্যুর প্রতিবাদ সমাবেশে ডাক পেতে চলেছেন রাধিকা ভেমুলা ৷ যিনি হায়দরাবাদের নিহত দলিত ছাত্র রোহিত ভেমুলার মা ৷ আর সেই সমাবেশ হবে এমন একটি দিনে, যেদিনই আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরেকজন বাম ছাত্রনেতা ৷

কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরানো, ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানে গিয়ে কয়েকবছর আগে মৃত্যু হয় বাম ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর ৷ সেই দিনটি ছিল 2 এপ্রিল ৷ এবারও তাই 2 এপ্রিল আনিশ মৃত্যুর প্রতিবাদে সমাবেশ করতে চলেছে বামেরা (On April 2nd Left Student Organizations will hold a rally to protest the Anis Khan murder case) ৷ সেই দিন বাম ছাত্র সংগঠন এসএফআই, পিএসইউ, এআইএসবি, এআইএসএফ যৌথ ভাবে ছাত্র সমাবেশ করতে চলেছে কলকাতার কলেজ স্ট্রিটের ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে । সেখানেই সমাবেশের বক্তা রাধিকা ভেমুলা, বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ছাত্র নেতৃত্ব ।

on april 2nd left student organizations will hold a rally to protest the anis khan murder case
ছাত্র সমাবেশের পোস্টার

এখানে উল্লেখ করা প্রয়োজন, হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দলিত মেধাবী ছাত্র রোহিত ভেমুলার মৃত্যু (Rohit Vemula Murder Controversy) নিয়েও বেশ কয়েক বছর আগে উত্তপ্ত হয়েছিল দেশের রাজনীতি ৷ তাঁর সহপাঠীরা ভেমুলার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের দিকে আঙ্গুল তুলে লাগাতার আন্দোলনের পথ নিয়েছিল । তাঁর মৃত্যুকে প্রাতিষ্ঠানিক হত্যা বলে অভিযোগ করেছিল । দেশজুড়ে আন্দোলনও হয়েছিল ওই দলিত ছাত্রের মৃত্যুর ঘটনায় ।

একই ভাবে আনিশের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জাতীয় স্তরে আনতে চায় বামেরা ৷ আর চাপ তৈরি করতে চায় রাজ্য সরকারের উপর ৷ এই নিয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, আনিশ খানের হত্যার বীভৎসতা অবশ্যই জাতীয়স্তরে আলোড়ন ফেলার মতোই বড় ঘটনা । সাম্প্রতিককালে রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে, যা দেশের কাছে উদ্বেগজনক । এ রাজ্যে সরকার সমাজবিরোধীকে প্রশ্রয় দেয় । প্রয়োজনে পুলিশ প্রশাসনকে জড়িয়ে ফেলে সুদীপ্ত থেকে আনিসকে খুন করা হয় ।

এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বক্তব্য

তিনি আরও বলেন, ‘‘অনুরূপ ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে খুন হয়েছেন দলিত মেধাবী ছাত্র রোহিত ভেমুলা । তার বিরুদ্ধে এতদিন তাঁর মা রাধিকা ভেমুলা লড়ছেন তাঁর কথা আমরা শুনব । আমাদের লড়াইয়ের কথা তাঁর সঙ্গে ভাগ করে নেব । তিনি বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ । একই সঙ্গে আমাদের রাজ্যের যে চিত্র, সেটাও দেশের কাছে তিনি তুলে ধরবেন ।’’

আরও পড়ুন : Anish Khan Death Case : পরিবারের দাবি মেনে এখনই আনিশের ময়নাতদন্ত নয়

Last Updated : Mar 28, 2022, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.