ETV Bharat / city

প্রদীপের আগুনে পুড়ে মৃত্যু প্রবীণ মহিলার - Old woman died after fire caught her during laxmi puja

শুক্রবার রাতে পুজো করছিলেন প্রবীণ মহিলা । সেইসময় তিনি অগ্নিদগ্ধ হন

Old woman died in Jadavpur as fire caught her
লক্ষ্মীপুজোর প্রদীপের আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার
author img

By

Published : Oct 31, 2020, 5:29 PM IST

কলকাতা, 31 অক্টোবর : লক্ষ্মীপুজোর রাতে প্রদীপের আগুনে পুড়ে প্রবীণ মহিলার মৃত‍্যু । যাদবপুরের ইব্রাহিমপুর রোডের ঘটনা । ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে ।

পুলিশ সূত্রে খবর, 63 বছরের দোলা মিত্র যাদবপুরের ইব্রাহিমপুর রোডে পরিবার নিয়ে থাকতেন । গতকাল রাতে তাঁঁর বাড়িতে লক্ষ্মীপুজো করছিলেন। তাঁঁর পরনে সিল্কের শাড়ি ছিল । সেই শাড়িতে প্রদীপ থেকে আগুন ধরে যায়। কোনও কিছু বোঝার আগেই বৃদ্ধার শরীরে আগুন লেগে যায় । শরীরের প্রায় 85 শতাংশ পুড়ে যায় তাঁঁর। সেই অবস্থায় তাঁঁকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজ সকালে সেখাানে মৃত্যু হয় দোলাদেবীর।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে । মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে ।

কলকাতা, 31 অক্টোবর : লক্ষ্মীপুজোর রাতে প্রদীপের আগুনে পুড়ে প্রবীণ মহিলার মৃত‍্যু । যাদবপুরের ইব্রাহিমপুর রোডের ঘটনা । ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে ।

পুলিশ সূত্রে খবর, 63 বছরের দোলা মিত্র যাদবপুরের ইব্রাহিমপুর রোডে পরিবার নিয়ে থাকতেন । গতকাল রাতে তাঁঁর বাড়িতে লক্ষ্মীপুজো করছিলেন। তাঁঁর পরনে সিল্কের শাড়ি ছিল । সেই শাড়িতে প্রদীপ থেকে আগুন ধরে যায়। কোনও কিছু বোঝার আগেই বৃদ্ধার শরীরে আগুন লেগে যায় । শরীরের প্রায় 85 শতাংশ পুড়ে যায় তাঁঁর। সেই অবস্থায় তাঁঁকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজ সকালে সেখাানে মৃত্যু হয় দোলাদেবীর।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে । মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.