ETV Bharat / city

মদের আসর থেকে মহিলাদের কটূক্তির প্রতিবাদ, মারধরে মৃত প্রৌঢ় - কলকাতা

ষষ্ঠীর দিন মাঝরাতে গড়ফা থানার মণ্ডলপাড়া এলাকায় মদের আসর বসায় ওই এলাকার 30 থেকে 40 জন ব্যক্তি ৷ অভিযোগ, সেখান থেকে মহিলাদের কটূক্তি করা হয় ৷ সেই ঘটনার প্রতিবাদ করায় কানাই নস্কর নামে এক প্রৌঢ়কে মারধরের অভিযোগ ওঠে ৷ গতকাল SSKM-এ মৃত্যু হয় তাঁর ৷

ছবি
ছবি
author img

By

Published : Oct 30, 2020, 7:40 AM IST

গড়ফা, 30 অক্টোবর : এলাকার কয়েকজনের প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেছিল স্থানীয়দের একাংশ ৷ তার জেরে তৈরি হওয়া বচসা থামাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ৷ প্রহৃত অবস্থায় SSKM হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর গত সন্ধেয় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা কানাই নস্করের (62) ৷ গড়ফা থানা এলাকার মণ্ডলপাড়ার ঘটনা ৷ এখনও পর্যন্ত গ্রেপ্তার এক ৷

ঘটনার সূত্রপাত ষষ্ঠীর রাতে। স্থানীয় বাসিন্দা অভিষেক মণ্ডল, সঞ্জয় গুপ্তা, দেবজিৎ জানা, দেবশুভ্র মণ্ডলসহ 30-40 বিরুদ্ধে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ ওঠে ৷ সেই আসর থেকে মহিলাদের কটূক্তি করা হয় বলেও অভিযোগ ৷ ওইদিন এদের মদ্যপানের প্রতিবাদ জানিয়েছিলেন বাবুয়া মণ্ডল, আকাশ বাহাদুর, ছোটন নস্কর, সুব্রত পাল, কানাই নস্কররা ৷ এর জেরে দু'পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ এক মহিলাসহ প্রতিবাদকারীদের মারধর করে অভিযুক্তরা ৷ মারধরের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কানাইবাবু ৷ আহতদের হাসপাতালে ভরতি করা হয় ৷

এরপর গতকাল SSKM হাসপাতালে মৃত্যু হয় কানাই নস্করের ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে।

গড়ফা, 30 অক্টোবর : এলাকার কয়েকজনের প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেছিল স্থানীয়দের একাংশ ৷ তার জেরে তৈরি হওয়া বচসা থামাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ৷ প্রহৃত অবস্থায় SSKM হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর গত সন্ধেয় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা কানাই নস্করের (62) ৷ গড়ফা থানা এলাকার মণ্ডলপাড়ার ঘটনা ৷ এখনও পর্যন্ত গ্রেপ্তার এক ৷

ঘটনার সূত্রপাত ষষ্ঠীর রাতে। স্থানীয় বাসিন্দা অভিষেক মণ্ডল, সঞ্জয় গুপ্তা, দেবজিৎ জানা, দেবশুভ্র মণ্ডলসহ 30-40 বিরুদ্ধে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ ওঠে ৷ সেই আসর থেকে মহিলাদের কটূক্তি করা হয় বলেও অভিযোগ ৷ ওইদিন এদের মদ্যপানের প্রতিবাদ জানিয়েছিলেন বাবুয়া মণ্ডল, আকাশ বাহাদুর, ছোটন নস্কর, সুব্রত পাল, কানাই নস্কররা ৷ এর জেরে দু'পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ এক মহিলাসহ প্রতিবাদকারীদের মারধর করে অভিযুক্তরা ৷ মারধরের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কানাইবাবু ৷ আহতদের হাসপাতালে ভরতি করা হয় ৷

এরপর গতকাল SSKM হাসপাতালে মৃত্যু হয় কানাই নস্করের ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.