ETV Bharat / city

KMC Election 2021 : বাগবাজারে পৌরভোটের মঞ্চে একদা দুই সহযোদ্ধাই এবার প্রধান প্রতিপক্ষ - তৃণমূল প্রার্থী বাপি ঘোষ

কলকাতার আসন্ন পৌর নির্বাচনে (KMC Election 2021) বাগবাজারে লড়াই মূলত দ্বিমুখী ৷ সংশ্লিষ্ট সাত নম্বর ওয়ার্ডে প্রধান দুই প্রতিপক্ষ হলেন তৃণমূলের বাপি ঘোষ এবং বিজেপির ব্রজেশ্বর ঝা ৷ গতবারের পৌর নির্বাচনে এই ওয়ার্ডেই বিজেপির প্রার্থী ছিলেন বাপি ৷ দল বদলে এখন তিনি তৃণমূলে ৷ আর তাঁর প্রাক্তন নির্বাচনী এজেন্ট ব্রজেশ্বর ঝা লড়ছেন পদ্ম প্রতীকে ৷

1
1
author img

By

Published : Dec 13, 2021, 10:11 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর : ইদানীংকালে দলবদলের বাড়বাড়ন্তে রাজনীতিতে স্থায়ী অবস্থানের পরিসর কমেছে ৷ আজ যে সহযোদ্ধা, কাল সে-ই হয়ত প্রতিপক্ষ ৷ এবার এমনই এক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে উত্তর কলকাতার বাগবাজার ৷ এই এলাকা কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সাত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৷ আসন্ন পৌর নির্বাচনে (KMC Election 2021) লড়াই মূলত দ্বিমুখী ৷ যার একদিকে রয়েছেন তৃণমূল প্রার্থী বাপি ঘোষ, অন্যদিকে তাঁর একদা সহচর ব্রজেশ্বর ঝা ৷

আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোটের প্রচারে বেরিয়ে মমতাকে নিশানা করলেন দিলীপ

গতবারের পৌর নির্বাচনে এই ওয়ার্ডেই বিজেপির টিকিটে দাঁড়িয়ে জিতেছিলেন বাপি ৷ কিন্তু, পরে ফুল বদলে তৃণমূল হন তিনি ৷ কাউন্সিলর হিসাবে তাঁর কাজে খুশি এলাকার বাসিন্দারা ৷ তাই দলও আস্থা রেখেছে তাঁর উপরেই ৷ একই ওয়ার্ডে আবারও তাই ভোটযুদ্ধের প্রার্থী হয়েছেন বাপি ৷ তবে পদ্মের বদলে এবার তাঁর প্রতীক জোড়া ফুল ৷ বাপি জানালেন, তাঁর এলাকার অধিকাংশ সমস্যাই মেটানোর চেষ্টা করেছেন তিনি ৷ কিন্তু কাজের কোনও শেষ নেই ৷ তাই মানুষ যদি তাঁকে ফের নির্বাচিত করেন, তাহলে সবার আগে পাইপলাইনে গঙ্গাজল সরবরাহের বন্দোবস্ত পাকা করবেন তিনি ৷ সেইসঙ্গে রয়েছে আরও কিছু পরিকল্পনা ৷

বিজেপিতে থাকাকালীন বাপি ঘোষের নির্বাচনী এজেন্ট ছিলেন ব্রজেশ্বর ঝা ৷ পেশায় আইনজীবী ব্রজেশ্বরের এলাকায় জনপ্রিয়তা ভালই ৷ তাই বাপির বিরুদ্ধে তাঁকেই লড়াইয়ে নামিয়েছে গেরুয়া শিবির ৷ ফলে একদা যাঁরা সহযোদ্ধা ছিলেন, আজ তাঁরাই প্রতিপক্ষ ৷ পুরনো দিনের কথা এখনও টাটকা ব্রজেশ্বরের স্মৃতিতে ৷ বাপি ঘোষের দলবদল যে তাঁকে আহত করেছে, তা লুকিয়ে রাখেননি তিনি ৷ একইসঙ্গে, কাউন্সিলর হিসাবে বাপি ঘোষের কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রজেশ্বর ৷ জানিয়েছেন, ভোটে জিতলে এলাকার ঐতিহ্য এবং বহু পুরনো মিশ্র সংস্কৃতি রক্ষাই হবে তাঁর লক্ষ্য ৷ সেইসঙ্গে চলবে উন্নয়নের কাজও ৷

বাগবাজারে পৌরভোটের মঞ্চে একদা দুই সহযোদ্ধাই এবার প্রধান প্রতিপক্ষ

আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোটে অশান্তি হলে বুঝতে হবে দলের উপর নিয়ন্ত্রণ নেই অভিষেকের : রাহুল সিনহা

এই ওয়ার্ডেরই আর এক প্রার্থী সিপিএমের তাপস কুণ্ডু ৷ তাঁকে লড়াকু মানুষ বলেই চেনেন স্থানীয় বাসিন্দারা ৷ সেই ভাবমূর্তি পাথেয় করেই প্রচার শুরু করেছেন তাপস ৷ তাঁর দাবি, সাড়া পাচ্ছেন ভালই ৷ তাপসের বক্তব্য, তৃণমূল এবং বিজেপি, দু’পক্ষই শাসক ৷ লাগাতার ক্ষমতায় রয়েছে তারা ৷ মানুষ তাদের শাসনের বহর দেখছেন ৷ বাগবাজার এলাকায় ইদানীং প্রমোটাররাজ শুরু হয়েছে ৷ তার পিছনে বিদায়ী কাউন্সিলরের মদত রয়েছে বলে অভিযোগ তাপসের ৷ অন্যদিকে, বিজেপির আচরণও মানুষ দেখছেন ৷ আবার করোনার মতো কঠিন সময় বামেরা কীভাবে আমজনতার পাশে ছিল, তাও কারও অজানা নয় ৷ তাই ভোটের ময়দানে তিনি বাকি দুই প্রার্থীর তুলনায় পিছিয়ে রয়েছেন, এমনটা মানতে রাজি নন তাপস ৷

কলকাতা, 13 ডিসেম্বর : ইদানীংকালে দলবদলের বাড়বাড়ন্তে রাজনীতিতে স্থায়ী অবস্থানের পরিসর কমেছে ৷ আজ যে সহযোদ্ধা, কাল সে-ই হয়ত প্রতিপক্ষ ৷ এবার এমনই এক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে উত্তর কলকাতার বাগবাজার ৷ এই এলাকা কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সাত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৷ আসন্ন পৌর নির্বাচনে (KMC Election 2021) লড়াই মূলত দ্বিমুখী ৷ যার একদিকে রয়েছেন তৃণমূল প্রার্থী বাপি ঘোষ, অন্যদিকে তাঁর একদা সহচর ব্রজেশ্বর ঝা ৷

আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোটের প্রচারে বেরিয়ে মমতাকে নিশানা করলেন দিলীপ

গতবারের পৌর নির্বাচনে এই ওয়ার্ডেই বিজেপির টিকিটে দাঁড়িয়ে জিতেছিলেন বাপি ৷ কিন্তু, পরে ফুল বদলে তৃণমূল হন তিনি ৷ কাউন্সিলর হিসাবে তাঁর কাজে খুশি এলাকার বাসিন্দারা ৷ তাই দলও আস্থা রেখেছে তাঁর উপরেই ৷ একই ওয়ার্ডে আবারও তাই ভোটযুদ্ধের প্রার্থী হয়েছেন বাপি ৷ তবে পদ্মের বদলে এবার তাঁর প্রতীক জোড়া ফুল ৷ বাপি জানালেন, তাঁর এলাকার অধিকাংশ সমস্যাই মেটানোর চেষ্টা করেছেন তিনি ৷ কিন্তু কাজের কোনও শেষ নেই ৷ তাই মানুষ যদি তাঁকে ফের নির্বাচিত করেন, তাহলে সবার আগে পাইপলাইনে গঙ্গাজল সরবরাহের বন্দোবস্ত পাকা করবেন তিনি ৷ সেইসঙ্গে রয়েছে আরও কিছু পরিকল্পনা ৷

বিজেপিতে থাকাকালীন বাপি ঘোষের নির্বাচনী এজেন্ট ছিলেন ব্রজেশ্বর ঝা ৷ পেশায় আইনজীবী ব্রজেশ্বরের এলাকায় জনপ্রিয়তা ভালই ৷ তাই বাপির বিরুদ্ধে তাঁকেই লড়াইয়ে নামিয়েছে গেরুয়া শিবির ৷ ফলে একদা যাঁরা সহযোদ্ধা ছিলেন, আজ তাঁরাই প্রতিপক্ষ ৷ পুরনো দিনের কথা এখনও টাটকা ব্রজেশ্বরের স্মৃতিতে ৷ বাপি ঘোষের দলবদল যে তাঁকে আহত করেছে, তা লুকিয়ে রাখেননি তিনি ৷ একইসঙ্গে, কাউন্সিলর হিসাবে বাপি ঘোষের কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রজেশ্বর ৷ জানিয়েছেন, ভোটে জিতলে এলাকার ঐতিহ্য এবং বহু পুরনো মিশ্র সংস্কৃতি রক্ষাই হবে তাঁর লক্ষ্য ৷ সেইসঙ্গে চলবে উন্নয়নের কাজও ৷

বাগবাজারে পৌরভোটের মঞ্চে একদা দুই সহযোদ্ধাই এবার প্রধান প্রতিপক্ষ

আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোটে অশান্তি হলে বুঝতে হবে দলের উপর নিয়ন্ত্রণ নেই অভিষেকের : রাহুল সিনহা

এই ওয়ার্ডেরই আর এক প্রার্থী সিপিএমের তাপস কুণ্ডু ৷ তাঁকে লড়াকু মানুষ বলেই চেনেন স্থানীয় বাসিন্দারা ৷ সেই ভাবমূর্তি পাথেয় করেই প্রচার শুরু করেছেন তাপস ৷ তাঁর দাবি, সাড়া পাচ্ছেন ভালই ৷ তাপসের বক্তব্য, তৃণমূল এবং বিজেপি, দু’পক্ষই শাসক ৷ লাগাতার ক্ষমতায় রয়েছে তারা ৷ মানুষ তাদের শাসনের বহর দেখছেন ৷ বাগবাজার এলাকায় ইদানীং প্রমোটাররাজ শুরু হয়েছে ৷ তার পিছনে বিদায়ী কাউন্সিলরের মদত রয়েছে বলে অভিযোগ তাপসের ৷ অন্যদিকে, বিজেপির আচরণও মানুষ দেখছেন ৷ আবার করোনার মতো কঠিন সময় বামেরা কীভাবে আমজনতার পাশে ছিল, তাও কারও অজানা নয় ৷ তাই ভোটের ময়দানে তিনি বাকি দুই প্রার্থীর তুলনায় পিছিয়ে রয়েছেন, এমনটা মানতে রাজি নন তাপস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.