কলকাতা, ১২ নভেম্বর : রাজ্য প্রশাসনের "শাস্তিপ্রাপ্ত" কোনও আধিকারিককে উপনির্বাচনের দায়িত্বে রাখা যাবে না বলে নবান্নে চিঠি দিয়ে জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর । পক্ষপাতমূলক আচরণ বা অন্যান্য অভিযোগে রাজ্যের পুলিশ-প্রশাসনের যে সমস্ত আধিকারিকের বিরুদ্ধে এর আগে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছিল, তাঁদের উপনির্বাচনের দায়িত্বে রাখা যাবে না বলে কমিশন জানিয়েছে । 25 নভেম্বর খড়্গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । সেই প্রসঙ্গে রাজ্যকে এই চিঠি দিয়েছে কমিশন ৷
কালিয়াগঞ্জের প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের অকাল মৃত্যুর পর সেই আসনটি খালি হয়েছে ৷ অন্যদিকে, তৃণমূলের মহুয়া মৈত্র এবং BJP-র দিলীপ ঘোষ সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় সেই আসন দুটিও খালি হয়েছে । এই তিনটি কেন্দ্রে 25 নভেম্বর উপনির্বাচন ৷
ইতিমধ্যে এই তিন কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল, BJP এবং কংগ্রেস-বামফ্রন্ট জোট । কালিয়াগঞ্জ ও খড়গপুর বিধানসভা কেন্দ্র কংগ্রেসের দখলে থাকলেও গত লোকসভা নির্বাচনে সেখান থেকে BJP লিড পেয়েছে । এই আসনগুলি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বাম-কংগ্রেস জোট ৷ অন্যদিকে গত লোকসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে BJP এই আসনগুলি পেতে কোমর বেঁধে নেমেছে । সব মিলিয়ে তিন কেন্দ্রেই এবার হাড্ডাহাড্ডি লড়াই উপনির্বাচনে ।