কলকাতা, 15 জুলাই: তৃণমূল সাংসদ নুসরত জাহানের আপ্ত সহায়কের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল (Nusrat Jahan ex body guard arrested)। বুধবার কনস্টেবল উত্তম সামন্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Police constable arrested)।
চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ, বিভিন্ন লাইসেন্স করিয়ে দেওয়ার নামে প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । লালবাজার সূত্রের খবর, সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের আপ্ত সহায়ক লিখিত অভিযোগ দায়ের করার পরই গ্রেফতার করা হয় ওই কনস্টেবলকে ।
অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে প্রায় 40 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে । বেশ কয়েক বছর আগে নুসরত জাহানের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন উত্তম সামন্ত ৷ সেই সময় গ্ল্যামার জগতের বিভিন্ন লোকের সঙ্গে তাঁর আলাপ হয় ৷ অভিযোগ, অনেককেই সরকারি চাকরি দেওয়া থেকে শুরু করে একাধিক লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একেক জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন তিনি । বর্তমানে তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল ছিলেন ।
আরও পড়ুন: চাইনিজ লোন অ্যাপের মাধ্যমে প্রতারণা রুখতে গুগলের সঙ্গে কথা কলকাতা সিপি'র
নুসরতের আপ্ত সহায়কের কাছে অনেকেই অভিযোগ করেছিলেন উত্তম সামন্তের বিরুদ্ধে ৷ তার ভিত্তিতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ পেয়ে ওই কনস্টেবলকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । জিজ্ঞাসাবাদের পর তাঁর একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি পাওয়া যায় । ফলে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।