ETV Bharat / city

Nusrat Jahan : যে বাবা, সে জানে সে-ই বাবা; স্পষ্ট নুসরত - নুসরত জাহান

মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) ৷ দক্ষিণ কলকাতায় একটি বিউটি স্যালোঁ উদ্বোধনে আসেন তিনি ৷ সেখানে তাঁর সন্তানের বাবা কে জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমকে বলেন, "যে বাবা, সে জানে যে সে-ই বাবা ৷"

নুসরত জাহান
নুসরত জাহান
author img

By

Published : Sep 9, 2021, 10:29 AM IST

Updated : Sep 9, 2021, 12:31 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : "যে বাবা, সে জানে যে সে-ই বাবা ৷" এই প্রথম সাংসদ-অভিনেত্রী তাঁর শিশুপুত্রের বাবার সম্পর্কে কথা বললেন । দিন পনেরো হল মা হয়েছেন ৷ 26 অগস্ট ছেলে ঈশানকে প্রথম কোলে নেওয়ার পর গতকালই প্রথম প্রকাশ্যে এসেছেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ এসে পড়তে হল সংবাদমাধ্যেমের সামনে ৷ তাতে একথাই বলতে শোনা গেল নুসরতকে ৷

গতকাল শহরের একটি অনুষ্ঠানে উপস্থিত হন নুসরত ৷ দক্ষিণ কলকাতায় একটি বিউটি স্যালোঁর উদ্বোধনে আসেন অভিনেত্রী ৷ তাঁর মা হতে চলার খবর সামনে আসার পর থেকেই যে প্রশ্ন ঘুরপাক থেকে থাকে সবার মনে, বলা বাহুল্য গতকাল তাঁকে সাংবাদিকদের সেই প্রশ্নেরই সামনে পড়তে হয় ৷ তাতে সরাসরি বললেন না বাবা কে ৷ তবে স্পষ্ট জানালেন, তিনি এবং যশ দাশগুপ্ত তাঁদের অভিভাবকত্ব ভীষণ ভাবে উপভোগ করছেন ৷

নুসরত জাহান
দক্ষিণ কলকাতায় একটি বিউটি স্যালোঁর উদ্বোধনে নুসরত

সন্তানের বাবা কে ? তার উত্তরে বসিরহাটের সাংসদ স্পষ্ট বলেন, "আমার মনে হয় এই ধরনের প্রশ্ন বেশ দুর্বল প্রকৃতির ৷ কারণ, এই ধরনের প্রশ্ন করা মানেই যেকোনও মহিলারই চরিত্রে কালো দাগ দেওয়া ৷" একই সঙ্গে বলেন, "যে বাবা, সে জানে যে সে-ই বাবা ৷ আপাতত আমি আর যশ আমাদের অভিভাবকত্ব উপভোগ করছি ৷"

সন্তানের বাবা কে জানতে চাওয়ায় স্পষ্ট অভিনেত্রী-সাংসদ

পাশাপাশি নুসরতের কাছে জানতে চাওয়া হয়, মা হওয়ার পর কী রকম ডায়েট মেনে চলছেন তিনি । বলেন, "একদমই ডায়েট মানছি না । শুধু খাচ্ছি আর খাচ্ছি । কারণ বাচ্চাকে স্তন্যপান করাতে হচ্ছে তাই ডায়েট-ফায়েট ভুলে গিয়েছি ।"

কবে কাজে ফিরবেন ? এই প্রশ্নের উত্তরে নুসরত বলেন, "সব সামলে নিয়েই কাজে ফিরব । এখন একটু ছেলের সঙ্গে সময় কাটিয়ে নিই । যাঁদের প্রতি আমি দায়বদ্ধ, যাঁরা আমায় ভোট দিয়ে জিতিয়েছেন, ভালবাসে তাঁদের কাছে তো ফিরতেই হবে আমায় ।"

কী নাম রাখলেন ছেলের ? নুসরতের উত্তর, "ওরে ব্বাবা, অনেক নাম । বলে শেষ করতে পারব না । তবে, আমি ঈশান বলেই ডাকি ওকে ।"

কবে ফ্লোরে ফিরছেন ? নুসরত বলেন, "এক্ষুনি ফিরছি না ফ্লোরে । কারণ ঈশানের এখন দরকার আমাকে । ওকে আমার সময় দেওয়া দরকার । এখনই কাজের ব্যাপারে কমিটেড হতে পারব না ।"

আরও পড়ুন : Nusrat Jahan: ঈশানের জন্মে যশকে অভিনন্দন ভক্তের, জল্পনা উসকে ইনস্টা স্টোরিতে শেয়ার নুসরতের

কলকাতা, 9 সেপ্টেম্বর : "যে বাবা, সে জানে যে সে-ই বাবা ৷" এই প্রথম সাংসদ-অভিনেত্রী তাঁর শিশুপুত্রের বাবার সম্পর্কে কথা বললেন । দিন পনেরো হল মা হয়েছেন ৷ 26 অগস্ট ছেলে ঈশানকে প্রথম কোলে নেওয়ার পর গতকালই প্রথম প্রকাশ্যে এসেছেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ এসে পড়তে হল সংবাদমাধ্যেমের সামনে ৷ তাতে একথাই বলতে শোনা গেল নুসরতকে ৷

গতকাল শহরের একটি অনুষ্ঠানে উপস্থিত হন নুসরত ৷ দক্ষিণ কলকাতায় একটি বিউটি স্যালোঁর উদ্বোধনে আসেন অভিনেত্রী ৷ তাঁর মা হতে চলার খবর সামনে আসার পর থেকেই যে প্রশ্ন ঘুরপাক থেকে থাকে সবার মনে, বলা বাহুল্য গতকাল তাঁকে সাংবাদিকদের সেই প্রশ্নেরই সামনে পড়তে হয় ৷ তাতে সরাসরি বললেন না বাবা কে ৷ তবে স্পষ্ট জানালেন, তিনি এবং যশ দাশগুপ্ত তাঁদের অভিভাবকত্ব ভীষণ ভাবে উপভোগ করছেন ৷

নুসরত জাহান
দক্ষিণ কলকাতায় একটি বিউটি স্যালোঁর উদ্বোধনে নুসরত

সন্তানের বাবা কে ? তার উত্তরে বসিরহাটের সাংসদ স্পষ্ট বলেন, "আমার মনে হয় এই ধরনের প্রশ্ন বেশ দুর্বল প্রকৃতির ৷ কারণ, এই ধরনের প্রশ্ন করা মানেই যেকোনও মহিলারই চরিত্রে কালো দাগ দেওয়া ৷" একই সঙ্গে বলেন, "যে বাবা, সে জানে যে সে-ই বাবা ৷ আপাতত আমি আর যশ আমাদের অভিভাবকত্ব উপভোগ করছি ৷"

সন্তানের বাবা কে জানতে চাওয়ায় স্পষ্ট অভিনেত্রী-সাংসদ

পাশাপাশি নুসরতের কাছে জানতে চাওয়া হয়, মা হওয়ার পর কী রকম ডায়েট মেনে চলছেন তিনি । বলেন, "একদমই ডায়েট মানছি না । শুধু খাচ্ছি আর খাচ্ছি । কারণ বাচ্চাকে স্তন্যপান করাতে হচ্ছে তাই ডায়েট-ফায়েট ভুলে গিয়েছি ।"

কবে কাজে ফিরবেন ? এই প্রশ্নের উত্তরে নুসরত বলেন, "সব সামলে নিয়েই কাজে ফিরব । এখন একটু ছেলের সঙ্গে সময় কাটিয়ে নিই । যাঁদের প্রতি আমি দায়বদ্ধ, যাঁরা আমায় ভোট দিয়ে জিতিয়েছেন, ভালবাসে তাঁদের কাছে তো ফিরতেই হবে আমায় ।"

কী নাম রাখলেন ছেলের ? নুসরতের উত্তর, "ওরে ব্বাবা, অনেক নাম । বলে শেষ করতে পারব না । তবে, আমি ঈশান বলেই ডাকি ওকে ।"

কবে ফ্লোরে ফিরছেন ? নুসরত বলেন, "এক্ষুনি ফিরছি না ফ্লোরে । কারণ ঈশানের এখন দরকার আমাকে । ওকে আমার সময় দেওয়া দরকার । এখনই কাজের ব্যাপারে কমিটেড হতে পারব না ।"

আরও পড়ুন : Nusrat Jahan: ঈশানের জন্মে যশকে অভিনন্দন ভক্তের, জল্পনা উসকে ইনস্টা স্টোরিতে শেয়ার নুসরতের

Last Updated : Sep 9, 2021, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.