ETV Bharat / city

Nusrat Jahan : মা হতে চলার আনন্দেই যেন আরও মোহময়ী নুসরত ! - তনুশ্রী চক্রবর্তী

নিন্দুকদের সমালোচনা থোড়াই কেয়ার ৷ প্রকাশ্যে নুসরত জাহানের বেবি বাম্পের ছবি ৷ মা হতে চলার আনন্দেই বোধ হয় আরও মোহময়ী অভিনেত্রী-সাংসদ ৷ সঙ্গে টলিউডের আরও দুই নায়িকা ৷

Nusrat Jahan baby bump picture on media with Srabanti Chatterjee and Tanusree Chakraborty
Nusrat Jahan : মা হতে চলার আনন্দেই যেন আরও মোহময়ী নুসরত !
author img

By

Published : Jun 12, 2021, 1:03 PM IST

কলকাতা, 12 জুন : জল্পনার অবসান আগেই হয়েছে ৷ সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছে নুসরত জাহানের (Nusrat Jahan) বেবি বাম্পের ছবি ৷ অর্থাৎ তিনি যে মা হতে চলেছেন, এ বিষয়ে আর সন্দেহের কোনও অবকাশই নেই ৷ তবে কাটাছেঁড়া চলছে অন্য আরও হাজারো বিষয় নিয়ে ৷ এই যেমন ধরুন, নুসরতের ভাবী সন্তানের বাবা কে ? কিংবা তাঁর ব্য়ক্তিগত জীবনের এই মোড় তাঁর ফিল্মি কেরিয়ার বা রাজনৈতিক জীবনে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে কিনা ইত্যাদি ইত্যাদি ৷

দু’হাজার এগারোর পালাবদল বঙ্গ রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছিল ৷ যার মধ্যে অন্যতম রাজনীতির আঙিনায় চলচ্চিত্রের তারকাদের সরাসরি অবতরণ ৷ বাম আমলে রুপোলি জগতের কলাকুশলীরা যে একেবারেই রাজনীতিবিমূখ ছিলেন, তা নয় ৷ বরং তাঁদের একটা বড় অংশই রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন ৷ এবং এঁদের অধিকাংশই বামমনস্ক হিসাবে পরিচিত ৷

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে রাজ্য়ের প্রশাসনিক প্রধানের ক্ষমতা আসার পরই ছবিটা বদলাতে শুরু করে ৷ তথাকথিত বাম মনোভাবাপন্নদের অনেকেই শিবির বদলে তৃণমূলে ঝোঁকেন ৷ এমনকি, এঁদের অনেকেরই প্রত্যক্ষ রাজনীতিতে হাতেখড়ি হয় ‘দিদি’র হাত ধরেই ৷ নুসরত এঁদের অন্যতম ৷

আরও পড়ুন : Nusrat Jahan : 6 মাসের অন্তঃসত্ত্বা ! তবে কি নুসরতের সন্তানের বাবা যশই ? হিসেব কষছে নেটিজেন

1990 সালের 8 জানুয়ারি বাঙালি মুসলিম পরিবারে জন্ম হয় নুসরতের ৷ তবে আর পাঁচটা মুসলিম মেয়ের মতো রক্ষণশীলতার আড়ালে থাকতে হয়নি তাঁকে ৷ পড়াশোনা করেছেন, মডেলিং করেছেন, এমনকি সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে জয়ীও হয়েছেন ৷ সেই সাফল্যই তাঁকে রুপোলি পর্দার টিকিট ধরিয়েছে ৷ গড়পড়তা বাঙালি মেয়েদের তুলনায় নুসরতের শারীরিক গঠন অনেকটাই আলাদা ৷ তিনি দীর্ঘাঙ্গী, সুন্দরী ৷ ফলে নায়িকার আসন পেতে সময় লাগেনি ৷

Nusrat Jahan baby bump picture on media with Srabanti Chatterjee and Tanusree Chakraborty
রাজনীতিতে আনকোরা হয়েও তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছেন নুসরত জাহান ৷

তবে জনপ্রিয়তা আসার সঙ্গে সঙ্গেই নুসরত জড়িয়েছেন একের পর এক বিতর্কে ৷ 2012 সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ (park street gang rape) কাণ্ডের মূল অভিযুক্ত কাদির খান নাকি নুসরতের বিশেষ বন্ধু ছিলেন ৷ তবে ততদিনে নুসরত জাহান শাসকদলের ঘনিষ্ঠ মানুষ ৷ নিন্দুকেরা বলে, স্রেফ এই কারণেই নাকি কাদিরের সম্পর্কের জাল কেটে অনায়াসে বেরিয়ে আসতে পেরেছিলেন নুসরত ৷

এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে ৷ অভিনেত্রী নুসরতের ভিত আরও পোক্ত হয়েছে টলিউডে ৷ পাশাপাশি, আনকোরা হয়েও তৃণমূলের টিকিটে জিতে তিনি পৌঁছে গিয়েছেন সংসদের অন্দরে ৷ সালটা 2019 ৷ জনপ্রতিনিধি তথা অভিনেত্রী নুসরত ভিনমুলুকে গিয়ে গাঁটছড়া বাঁধেন কলকাতার শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ৷ জন্মসূত্রে মুসলিম হয়েও মেনে চলেন হিন্দু রীতি-রেওয়াজ ৷ যার জন্য কট্টরপন্থীদের রোষানলেও পড়তে হয় তাঁকে ৷

আরও পড়ুন : নুসরতের বিয়ে নিয়ে সরব বিজেপি, কী বলছেন শ্রাবন্তী ?

নুসরত অবশ্য কোনওদিনই এসবে পাত্তা দেননি ৷ মৌলবাদীদের কড়া জবাব দিতেও পিছপা হননি তিনি ৷ এহেন নুসরত তাঁর বিয়ের কিছু সময় পর থেকেই আবার চলে আসেন শিরোনামে ৷ হঠাৎ একদিন শোনা যায়, তিনি নাকি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ! অনুরাগীদের বুক আশঙ্কায় কেঁপে ওঠে ৷ তবে কি স্বামী নিখিল জৈনের সঙ্গে সব কিছু ঠিকঠাক নেই নুসরতের ? নুসরতের পরিবার অবশ্য পুরোটাই ভিত্তিহীন জল্পনা বলে উড়িয়ে দেয় ৷

Nusrat Jahan baby bump picture on media with Srabanti Chatterjee and Tanusree Chakraborty
জন্মসূত্রে মুসলিম হয়েও হিন্দু রীতি-রেওয়াজ পালন করেছেন নির্দ্বিধায় ৷

তবে আপাতত এসবই ক্লোজ্ড চ্য়াপটার ৷ কারণ, ইতিমধ্যেই নিখিলকে হঠিয়ে নুসরতের জীবনে এসেছেন যশ দাশগুপ্ত ৷ শোনা যাচ্ছে, এই যশই নাকি নুসরতের ভাবী সন্তানের বাবা ৷ তবে এ নিয়ে যশ বা নুসরত, মুখ খোলেননি কেউই ৷ কিন্তু নুসরত প্রকাশ্যে এনেছেন তাঁর সম্প্রতিক ছবি ৷ যা এখন নেট দুনিয়ায় ভাইরাল ৷ সংবাদমাধ্যমে হট কেক ৷ সাদা রঙের হাতকাটা, হাঁটুঝুল ড্রেসে নুসরত একইরকম মোহময়ী ৷ বেবি বাম্প অভিনেত্রী-সাংসদের সৌন্দর্য যেন আরও বাড়িয়েছে ৷ সঙ্গে রয়েছেন তাঁর দুই সহকর্মী বন্ধু শ্রাবন্তী (Srabanti Chatterjee) ও তনুশ্রী (Tanusree Chakraborty) ৷ যাঁরা দু’জনেই আবার সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের বিজেপির পরাজিত প্রার্থী !

কলকাতা, 12 জুন : জল্পনার অবসান আগেই হয়েছে ৷ সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছে নুসরত জাহানের (Nusrat Jahan) বেবি বাম্পের ছবি ৷ অর্থাৎ তিনি যে মা হতে চলেছেন, এ বিষয়ে আর সন্দেহের কোনও অবকাশই নেই ৷ তবে কাটাছেঁড়া চলছে অন্য আরও হাজারো বিষয় নিয়ে ৷ এই যেমন ধরুন, নুসরতের ভাবী সন্তানের বাবা কে ? কিংবা তাঁর ব্য়ক্তিগত জীবনের এই মোড় তাঁর ফিল্মি কেরিয়ার বা রাজনৈতিক জীবনে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে কিনা ইত্যাদি ইত্যাদি ৷

দু’হাজার এগারোর পালাবদল বঙ্গ রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছিল ৷ যার মধ্যে অন্যতম রাজনীতির আঙিনায় চলচ্চিত্রের তারকাদের সরাসরি অবতরণ ৷ বাম আমলে রুপোলি জগতের কলাকুশলীরা যে একেবারেই রাজনীতিবিমূখ ছিলেন, তা নয় ৷ বরং তাঁদের একটা বড় অংশই রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন ৷ এবং এঁদের অধিকাংশই বামমনস্ক হিসাবে পরিচিত ৷

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে রাজ্য়ের প্রশাসনিক প্রধানের ক্ষমতা আসার পরই ছবিটা বদলাতে শুরু করে ৷ তথাকথিত বাম মনোভাবাপন্নদের অনেকেই শিবির বদলে তৃণমূলে ঝোঁকেন ৷ এমনকি, এঁদের অনেকেরই প্রত্যক্ষ রাজনীতিতে হাতেখড়ি হয় ‘দিদি’র হাত ধরেই ৷ নুসরত এঁদের অন্যতম ৷

আরও পড়ুন : Nusrat Jahan : 6 মাসের অন্তঃসত্ত্বা ! তবে কি নুসরতের সন্তানের বাবা যশই ? হিসেব কষছে নেটিজেন

1990 সালের 8 জানুয়ারি বাঙালি মুসলিম পরিবারে জন্ম হয় নুসরতের ৷ তবে আর পাঁচটা মুসলিম মেয়ের মতো রক্ষণশীলতার আড়ালে থাকতে হয়নি তাঁকে ৷ পড়াশোনা করেছেন, মডেলিং করেছেন, এমনকি সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে জয়ীও হয়েছেন ৷ সেই সাফল্যই তাঁকে রুপোলি পর্দার টিকিট ধরিয়েছে ৷ গড়পড়তা বাঙালি মেয়েদের তুলনায় নুসরতের শারীরিক গঠন অনেকটাই আলাদা ৷ তিনি দীর্ঘাঙ্গী, সুন্দরী ৷ ফলে নায়িকার আসন পেতে সময় লাগেনি ৷

Nusrat Jahan baby bump picture on media with Srabanti Chatterjee and Tanusree Chakraborty
রাজনীতিতে আনকোরা হয়েও তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছেন নুসরত জাহান ৷

তবে জনপ্রিয়তা আসার সঙ্গে সঙ্গেই নুসরত জড়িয়েছেন একের পর এক বিতর্কে ৷ 2012 সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ (park street gang rape) কাণ্ডের মূল অভিযুক্ত কাদির খান নাকি নুসরতের বিশেষ বন্ধু ছিলেন ৷ তবে ততদিনে নুসরত জাহান শাসকদলের ঘনিষ্ঠ মানুষ ৷ নিন্দুকেরা বলে, স্রেফ এই কারণেই নাকি কাদিরের সম্পর্কের জাল কেটে অনায়াসে বেরিয়ে আসতে পেরেছিলেন নুসরত ৷

এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে ৷ অভিনেত্রী নুসরতের ভিত আরও পোক্ত হয়েছে টলিউডে ৷ পাশাপাশি, আনকোরা হয়েও তৃণমূলের টিকিটে জিতে তিনি পৌঁছে গিয়েছেন সংসদের অন্দরে ৷ সালটা 2019 ৷ জনপ্রতিনিধি তথা অভিনেত্রী নুসরত ভিনমুলুকে গিয়ে গাঁটছড়া বাঁধেন কলকাতার শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ৷ জন্মসূত্রে মুসলিম হয়েও মেনে চলেন হিন্দু রীতি-রেওয়াজ ৷ যার জন্য কট্টরপন্থীদের রোষানলেও পড়তে হয় তাঁকে ৷

আরও পড়ুন : নুসরতের বিয়ে নিয়ে সরব বিজেপি, কী বলছেন শ্রাবন্তী ?

নুসরত অবশ্য কোনওদিনই এসবে পাত্তা দেননি ৷ মৌলবাদীদের কড়া জবাব দিতেও পিছপা হননি তিনি ৷ এহেন নুসরত তাঁর বিয়ের কিছু সময় পর থেকেই আবার চলে আসেন শিরোনামে ৷ হঠাৎ একদিন শোনা যায়, তিনি নাকি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ! অনুরাগীদের বুক আশঙ্কায় কেঁপে ওঠে ৷ তবে কি স্বামী নিখিল জৈনের সঙ্গে সব কিছু ঠিকঠাক নেই নুসরতের ? নুসরতের পরিবার অবশ্য পুরোটাই ভিত্তিহীন জল্পনা বলে উড়িয়ে দেয় ৷

Nusrat Jahan baby bump picture on media with Srabanti Chatterjee and Tanusree Chakraborty
জন্মসূত্রে মুসলিম হয়েও হিন্দু রীতি-রেওয়াজ পালন করেছেন নির্দ্বিধায় ৷

তবে আপাতত এসবই ক্লোজ্ড চ্য়াপটার ৷ কারণ, ইতিমধ্যেই নিখিলকে হঠিয়ে নুসরতের জীবনে এসেছেন যশ দাশগুপ্ত ৷ শোনা যাচ্ছে, এই যশই নাকি নুসরতের ভাবী সন্তানের বাবা ৷ তবে এ নিয়ে যশ বা নুসরত, মুখ খোলেননি কেউই ৷ কিন্তু নুসরত প্রকাশ্যে এনেছেন তাঁর সম্প্রতিক ছবি ৷ যা এখন নেট দুনিয়ায় ভাইরাল ৷ সংবাদমাধ্যমে হট কেক ৷ সাদা রঙের হাতকাটা, হাঁটুঝুল ড্রেসে নুসরত একইরকম মোহময়ী ৷ বেবি বাম্প অভিনেত্রী-সাংসদের সৌন্দর্য যেন আরও বাড়িয়েছে ৷ সঙ্গে রয়েছেন তাঁর দুই সহকর্মী বন্ধু শ্রাবন্তী (Srabanti Chatterjee) ও তনুশ্রী (Tanusree Chakraborty) ৷ যাঁরা দু’জনেই আবার সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের বিজেপির পরাজিত প্রার্থী !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.