ETV Bharat / city

চাকরির দাবিতে নবান্ন অভিযান ভিন রাজ্য থেকে পাশ করা নার্সিং পড়ুয়াদের - নার্সিং পড়ুয়া

বিদ্যাসাগর সেতুর ওপরে পুলিশ আটকে দেয় নার্সিং পড়ুয়াদের৷ পরে পুলিশের অনুমতিতে দু'জন প্রতিনিধি নবান্নে গিয়ে দাবিপত্র জমা দেয়৷

nursing students agitation
চাকরির
author img

By

Published : Sep 3, 2020, 5:20 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: রাজ্যে তাঁদের কর্ম সংস্থানের দাবিতে নবান্ন অভিযান করলেন একদল নার্সিং পড়ুয়া। ভিন রাজ্য থেকে নার্সিং পাশ করে আসা এই পড়ুয়ারা এ রাজ্যের কোনও হাসপাতালে চাকরি পাচ্ছেন না, এই অভিযোগ তুলে আজ নবান্ন অভিযানে সামিল হন তাঁরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রায় 50 জন ছাত্র-ছাত্রী নবান্ন অভিযানে রওনা দেন৷ বিদ্যাসাগর সেতুর ওপরে পুলিশ আটকে দেয় তাঁদের । কর্ডন করে ঘিরে ফেলা হয় । নার্সিং পড়ুয়াদের সঙ্গে পুলিশের বচসা হয়। এরপর তাঁদের দু'জন প্রতিনিধিকে নবান্ন যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।

ভিন রাজ্যের নার্সিং কলেজ থেকে পাশ করে আসা পড়ুয়ারা রাজ্যে চাকরি না পেয়ে প্রথমে স্বাস্থ্যসচিবের দ্বারস্থ হয়েছিলেন। এরপর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে বিষয়টি জানান তাঁরা। তবু সুরাহা না হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন বিষয়টি। ই-মেলে যাবতীয় জানান তাঁরা। অভিযোগ, এরপরও সমস্যার সমাধান হয়নি। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের । শেষমেষ উপায় না দেখেই বুধবার নবান্ন অভিযানের কর্মসূচি নেন নার্সিং পড়ুয়ারা। নার্সিং পড়ুয়ারা জানান, মুখ্যমন্ত্রীকে তাঁরা জানাতে চান যে, রাজ্যের রেজিস্টারে নাম নথিভুক্ত না থাকার কারণেই বেসরকারি হাসপাতালগুলি তাঁদের চাকরি দিচ্ছে না। মুখ্যমন্ত্রী রাজ্যের রেজিস্টারে ভিন রাজ্য থেকে নার্সিং পাশ করা পড়ুয়াদের নাম নথিভক্তের অনুমোদন দিলে তাঁরা উপকৃত হবেন। এই দাবিতেই আজ নবান্ন অভিযান করেন তাঁরা।

পুলিশ নার্সিং পড়ুয়াদের দুই প্রতিনিধিকে নবান্নে প্রবেশের অনুমতি দেয়। নবান্নে গিয়ে দাবিপত্র জমা দেন তাঁরা৷

কলকাতা, 3 সেপ্টেম্বর: রাজ্যে তাঁদের কর্ম সংস্থানের দাবিতে নবান্ন অভিযান করলেন একদল নার্সিং পড়ুয়া। ভিন রাজ্য থেকে নার্সিং পাশ করে আসা এই পড়ুয়ারা এ রাজ্যের কোনও হাসপাতালে চাকরি পাচ্ছেন না, এই অভিযোগ তুলে আজ নবান্ন অভিযানে সামিল হন তাঁরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রায় 50 জন ছাত্র-ছাত্রী নবান্ন অভিযানে রওনা দেন৷ বিদ্যাসাগর সেতুর ওপরে পুলিশ আটকে দেয় তাঁদের । কর্ডন করে ঘিরে ফেলা হয় । নার্সিং পড়ুয়াদের সঙ্গে পুলিশের বচসা হয়। এরপর তাঁদের দু'জন প্রতিনিধিকে নবান্ন যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।

ভিন রাজ্যের নার্সিং কলেজ থেকে পাশ করে আসা পড়ুয়ারা রাজ্যে চাকরি না পেয়ে প্রথমে স্বাস্থ্যসচিবের দ্বারস্থ হয়েছিলেন। এরপর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে বিষয়টি জানান তাঁরা। তবু সুরাহা না হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন বিষয়টি। ই-মেলে যাবতীয় জানান তাঁরা। অভিযোগ, এরপরও সমস্যার সমাধান হয়নি। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের । শেষমেষ উপায় না দেখেই বুধবার নবান্ন অভিযানের কর্মসূচি নেন নার্সিং পড়ুয়ারা। নার্সিং পড়ুয়ারা জানান, মুখ্যমন্ত্রীকে তাঁরা জানাতে চান যে, রাজ্যের রেজিস্টারে নাম নথিভুক্ত না থাকার কারণেই বেসরকারি হাসপাতালগুলি তাঁদের চাকরি দিচ্ছে না। মুখ্যমন্ত্রী রাজ্যের রেজিস্টারে ভিন রাজ্য থেকে নার্সিং পাশ করা পড়ুয়াদের নাম নথিভক্তের অনুমোদন দিলে তাঁরা উপকৃত হবেন। এই দাবিতেই আজ নবান্ন অভিযান করেন তাঁরা।

পুলিশ নার্সিং পড়ুয়াদের দুই প্রতিনিধিকে নবান্নে প্রবেশের অনুমতি দেয়। নবান্নে গিয়ে দাবিপত্র জমা দেন তাঁরা৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.