ETV Bharat / city

রাজ‍্যে উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে মহিলা ভোটার, প্রকাশিত হল খসড়া তালিকা

author img

By

Published : Nov 18, 2020, 4:18 PM IST

Updated : Nov 18, 2020, 4:33 PM IST

শুরু হয়ে গেল সামারি রিভিশনের কাজ। একইসঙ্গে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। তবে 15 জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা ৷ খসড়া তালিকায় মহিলা ভোটারদের এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷

draft list published
বাড়তে চলেছে মহিলা ভোটারের সংখ্যা

কলকাতা, 18 নভেম্বর : বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গেল সামারি রিভিশনের কাজ। সেইসঙ্গে প্রকাশিত হয়ে গেল খসড়া ভোটার তালিকা। যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 15 জানুয়ারি। অতীতে দেখা গেছে খসড়া ভোটার তালিকার কাছাকাছি থাকে পূর্ণাঙ্গ তালিকা। এবারও তেমনটাই হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। তার কারণ খসড়া ভোটার তালিকা তৈরিতে হয়েছে নির্দিষ্ট মেকানিজ়ম। সেই মেকানিজ়মের উপর ভর করে এবার যে খসড়া তালিকা তৈরি হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে রাজ্যে।

draft list published
ভোটার তালিকায় মহিলা ভোটারের বৃদ্ধি
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত এরাজ্যে মোট বুথের সংখ্যা 78,903 টি। যদিও কোরোনা পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটে বুথের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে। তেমনটাই মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবার যে খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে ভোটারের সংখ্যা 7 কোটি 18 লাখ 49 হাজার 308 জন। এর মধ্যে পুরুষ ভোটার 3 কোটি 67 লাখ 2 হাজার 590 জন। মহিলা ভোটারের সংখ্যা 3 কোটি 51 লাখ 45 হাজার 288 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 1430 জন। ভোটার সংখ্যা বেড়েছে 39,174 জন। এই সময়ের মধ্যে ভোটার তালিকায় সংশোধন হয়েছে 3 লাখ 84 হাজার 491 জনের। এই সময়ের মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে 1 লাখ 30 হাজার 879 জনের। এরাজ‍্যে সার্ভিস ভোটারের সংখ্যা 1,12,428 জন।

শেষ লোকসভা নির্বাচনের সময় এরাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল 6 কোটি 98 লাখ 63 হাজার 152 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 3 কোটি 58 লাখ 83 হাজার 42 জন। অর্থাৎ তারপর থেকে পুরুষ ভোটারের সংখ্যা বাড়তে চলেছে 8 লাখ 19 হাজার 148 জন। সেই সময় মহিলা ভোটারের সংখ্যা ছিল 3 কোটি 39 লাখ 78 হাজার 684 জন। আজ প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী মহিলা ভোটারের সংখ্যা বাড়তে চলেছে 11 লাখ 66 হাজার 604 জন। খসড়া তালিকায় মহিলা ভোটারদের এই সংখ্যা বৃদ্ধি উৎসাহিত করেছে কমিশনকে।


রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানিয়ে দিয়েছে, আজ থেকে শুরু হওয়া সামারি রিভিশনে বিশেষ দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে 21, 22, 28, 29 নভেম্বর এবং 5, 6, 12, 13 ডিসেম্বরকে। ভোটার তালিকা সংশোধনের সমস্ত ওজর-আপত্তির নিষ্পত্তি করা হবে 5 জানুয়ারির মধ্যে।

কলকাতা, 18 নভেম্বর : বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গেল সামারি রিভিশনের কাজ। সেইসঙ্গে প্রকাশিত হয়ে গেল খসড়া ভোটার তালিকা। যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 15 জানুয়ারি। অতীতে দেখা গেছে খসড়া ভোটার তালিকার কাছাকাছি থাকে পূর্ণাঙ্গ তালিকা। এবারও তেমনটাই হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। তার কারণ খসড়া ভোটার তালিকা তৈরিতে হয়েছে নির্দিষ্ট মেকানিজ়ম। সেই মেকানিজ়মের উপর ভর করে এবার যে খসড়া তালিকা তৈরি হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে রাজ্যে।

draft list published
ভোটার তালিকায় মহিলা ভোটারের বৃদ্ধি
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত এরাজ্যে মোট বুথের সংখ্যা 78,903 টি। যদিও কোরোনা পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটে বুথের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে। তেমনটাই মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবার যে খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে ভোটারের সংখ্যা 7 কোটি 18 লাখ 49 হাজার 308 জন। এর মধ্যে পুরুষ ভোটার 3 কোটি 67 লাখ 2 হাজার 590 জন। মহিলা ভোটারের সংখ্যা 3 কোটি 51 লাখ 45 হাজার 288 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 1430 জন। ভোটার সংখ্যা বেড়েছে 39,174 জন। এই সময়ের মধ্যে ভোটার তালিকায় সংশোধন হয়েছে 3 লাখ 84 হাজার 491 জনের। এই সময়ের মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে 1 লাখ 30 হাজার 879 জনের। এরাজ‍্যে সার্ভিস ভোটারের সংখ্যা 1,12,428 জন।

শেষ লোকসভা নির্বাচনের সময় এরাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল 6 কোটি 98 লাখ 63 হাজার 152 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 3 কোটি 58 লাখ 83 হাজার 42 জন। অর্থাৎ তারপর থেকে পুরুষ ভোটারের সংখ্যা বাড়তে চলেছে 8 লাখ 19 হাজার 148 জন। সেই সময় মহিলা ভোটারের সংখ্যা ছিল 3 কোটি 39 লাখ 78 হাজার 684 জন। আজ প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী মহিলা ভোটারের সংখ্যা বাড়তে চলেছে 11 লাখ 66 হাজার 604 জন। খসড়া তালিকায় মহিলা ভোটারদের এই সংখ্যা বৃদ্ধি উৎসাহিত করেছে কমিশনকে।


রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানিয়ে দিয়েছে, আজ থেকে শুরু হওয়া সামারি রিভিশনে বিশেষ দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে 21, 22, 28, 29 নভেম্বর এবং 5, 6, 12, 13 ডিসেম্বরকে। ভোটার তালিকা সংশোধনের সমস্ত ওজর-আপত্তির নিষ্পত্তি করা হবে 5 জানুয়ারির মধ্যে।

Last Updated : Nov 18, 2020, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.