কলকাতা, 18 নভেম্বর : বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গেল সামারি রিভিশনের কাজ। সেইসঙ্গে প্রকাশিত হয়ে গেল খসড়া ভোটার তালিকা। যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 15 জানুয়ারি। অতীতে দেখা গেছে খসড়া ভোটার তালিকার কাছাকাছি থাকে পূর্ণাঙ্গ তালিকা। এবারও তেমনটাই হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। তার কারণ খসড়া ভোটার তালিকা তৈরিতে হয়েছে নির্দিষ্ট মেকানিজ়ম। সেই মেকানিজ়মের উপর ভর করে এবার যে খসড়া তালিকা তৈরি হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে রাজ্যে।
![draft list published](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9581031_wb_draft.jpg)
শেষ লোকসভা নির্বাচনের সময় এরাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল 6 কোটি 98 লাখ 63 হাজার 152 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 3 কোটি 58 লাখ 83 হাজার 42 জন। অর্থাৎ তারপর থেকে পুরুষ ভোটারের সংখ্যা বাড়তে চলেছে 8 লাখ 19 হাজার 148 জন। সেই সময় মহিলা ভোটারের সংখ্যা ছিল 3 কোটি 39 লাখ 78 হাজার 684 জন। আজ প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী মহিলা ভোটারের সংখ্যা বাড়তে চলেছে 11 লাখ 66 হাজার 604 জন। খসড়া তালিকায় মহিলা ভোটারদের এই সংখ্যা বৃদ্ধি উৎসাহিত করেছে কমিশনকে।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানিয়ে দিয়েছে, আজ থেকে শুরু হওয়া সামারি রিভিশনে বিশেষ দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে 21, 22, 28, 29 নভেম্বর এবং 5, 6, 12, 13 ডিসেম্বরকে। ভোটার তালিকা সংশোধনের সমস্ত ওজর-আপত্তির নিষ্পত্তি করা হবে 5 জানুয়ারির মধ্যে।