কলকাতা, ৫ জানুয়ারি : কোভিড-19-এর ভাইরাস সার্স কোভ-2-এর নতুন স্ট্রেন-এ সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে ব্রিটেনে। যার জেরে, সম্পূর্ণ লকডাউন-এর ঘোষণা হয়েছে লন্ডনে। আর, এ দিকে, ব্রিটেন থেকে এ রাজ্যে আসা কোভিড-19-এ সংক্রমিতের সংখ্যাও বেড়ে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই সংখ্যা বেড়ে হয়েছে 13।
এই 13 জনের মধ্যে এখনও পর্যন্ত এক জনের শরীরে কোভিড-19-এর নতুন স্ট্রেন-এর খোঁজ পাওয়া গিয়েছে। বাকিদের মধ্যে আর কেউ কোভিড-19-এর নতুন স্ট্রেন-এ সংক্রমিত হয়েছেন কি না, তার জন্য খোঁজ জারি রেখেছে স্বাস্থ্য দপ্তর।
গত 20 ডিসেম্বর ব্রিটেন থেকে কলকাতায় ফেরা একটি বিমানের দুই যাত্রীর শরীরে কোভিড-19-এর সংক্রমণ ধরা পড়ে। এই দুই জনের মধ্যে একজনের শরীরে ধরা পড়েছে কোভিড-19-এর নতুন স্ট্রেন। এর পরে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নেয়, গত 20 ডিসেম্বর ব্রিটেন থেকে কলকাতায় ফেরা ওই বিমানের ক্রু মেম্বার-সহ বাকি অন্যদের কোভিড-19 টেস্ট করানো হবে। ওই বিমানে ক্রু মেম্বার-সহ 222 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
তবে, শুধুমাত্র ওই বিমানটি নয়। ওই বিমানের আগে ব্রিটেন থেকে কলকাতায় আসা অন্য আরও দুটি বিমানের 400 জন যাত্রীর কোভিড-19 টেস্টের-ও সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর। এ দিকে, স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশ থেকে যাঁরা আসছেন তাঁদের সকলের কোভিড-19 টেস্টের কথা বলা হয়েছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে ব্রিটেন ফেরত আরও এক জনের শরীরে কোভিড-19-এর সংক্রমণ ধরা পড়ার কথা জানা যায় গত 1 জানুয়ারি।
এর পরে গত কয়েক দিনে এ রাজ্যে এই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ব্রিটেনের সঙ্গে যোগ রয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত এমন 13 জন কোভিড-19 আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।"
আরও পড়ুন: জুনের পর প্রথম, দেশে রেকর্ড হারে কমল দৈনিক সংক্রমণ
গত 20 ডিসেম্বর কলকাতায় ফেরা ওই দুই কোভিড-19 আক্রান্তের মধ্যে একজনের শরীরে পাওয়া গিয়েছে কোভিড-19-এর নতুন স্ট্রেন-এর সংক্রমণ। তবে, এখনও পর্যন্ত বাকি 11 জনের শরীরে কোভিড-19-এর নতুন স্ট্রেন-এর সংক্রমণ ঘটেছে কি না, তার খোঁজ জারি রেখেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এর জন্য, এখনও পর্যন্ত বাকি ওই 11 জনের নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা হচ্ছে। ব্রিটেনে সংক্রমণ ঘটিয়ে চলেছে কোভিড-19-এর এই নতুন স্ট্রেন।