ETV Bharat / city

রাজ্যে ব্রিটেন ফেরত কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 13 - কোভিড-১৯

এই 13 জনের মধ্যে এখনও পর্যন্ত এক জনের শরীরে COVID-19-এর নতুন স্ট্রেন-এর খোঁজ পাওয়া গিয়েছে। বাকিদের মধ্যে আর কেউ কোভিড-19-এর নতুন স্ট্রেন-এ সংক্রমিত হয়েছেন কি না, তার জন্য খোঁজ জারি রেখেছে স্বাস্থ্য দপ্তর।

number of uk returned covid 19 positive increasing in west bengal
রাজ্যে ব্রিটেন ফেরত কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 13
author img

By

Published : Jan 5, 2021, 7:56 PM IST

কলকাতা, ৫ জানুয়ারি : কোভিড-19-এর ভাইরাস সার্স কোভ-2-এর নতুন স্ট্রেন-এ সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে ব্রিটেনে। যার জেরে, সম্পূর্ণ লকডাউন-এর ঘোষণা হয়েছে লন্ডনে। আর, এ দিকে, ব্রিটেন থেকে এ রাজ্যে আসা কোভিড-19-এ সংক্রমিতের সংখ্যাও বেড়ে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই সংখ্যা বেড়ে হয়েছে 13।

এই 13 জনের মধ্যে এখনও পর্যন্ত এক জনের শরীরে কোভিড-19-এর নতুন স্ট্রেন-এর খোঁজ পাওয়া গিয়েছে। বাকিদের মধ্যে আর কেউ কোভিড-19-এর নতুন স্ট্রেন-এ সংক্রমিত হয়েছেন কি না, তার জন্য খোঁজ জারি রেখেছে স্বাস্থ্য দপ্তর।

গত 20 ডিসেম্বর ব্রিটেন থেকে কলকাতায় ফেরা একটি বিমানের দুই যাত্রীর শরীরে কোভিড-19-এর সংক্রমণ ধরা পড়ে। এই দুই জনের মধ্যে একজনের শরীরে ধরা পড়েছে কোভিড-19-এর নতুন স্ট্রেন। এর পরে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নেয়, গত 20 ডিসেম্বর ব্রিটেন থেকে কলকাতায় ফেরা ওই বিমানের ক্রু মেম্বার-সহ বাকি অন্যদের কোভিড-19 টেস্ট করানো হবে। ওই বিমানে ক্রু মেম্বার-সহ 222 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

তবে, শুধুমাত্র ওই বিমানটি নয়। ওই বিমানের আগে ব্রিটেন থেকে কলকাতায় আসা অন্য আরও দুটি বিমানের 400 জন যাত্রীর কোভিড-19 টেস্টের-ও সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর। এ দিকে, স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশ থেকে যাঁরা আসছেন তাঁদের সকলের কোভিড-19 টেস্টের কথা বলা হয়েছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে ব্রিটেন ফেরত আরও এক জনের শরীরে কোভিড-19-এর সংক্রমণ ধরা পড়ার কথা জানা যায় গত 1 জানুয়ারি।

এর পরে গত কয়েক দিনে এ রাজ্যে এই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ব্রিটেনের সঙ্গে যোগ রয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত এমন 13 জন কোভিড-19 আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।"

আরও পড়ুন: জুনের পর প্রথম, দেশে রেকর্ড হারে কমল দৈনিক সংক্রমণ

গত 20 ডিসেম্বর কলকাতায় ফেরা ওই দুই কোভিড-19 আক্রান্তের মধ্যে একজনের শরীরে পাওয়া গিয়েছে কোভিড-19-এর নতুন স্ট্রেন-এর সংক্রমণ। তবে, এখনও পর্যন্ত বাকি 11 জনের শরীরে কোভিড-19-এর নতুন স্ট্রেন-এর সংক্রমণ ঘটেছে কি না, তার খোঁজ জারি রেখেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এর জন্য, এখনও পর্যন্ত বাকি ওই 11 জনের নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা হচ্ছে। ব্রিটেনে সংক্রমণ ঘটিয়ে চলেছে কোভিড-19-এর এই নতুন স্ট্রেন।

কলকাতা, ৫ জানুয়ারি : কোভিড-19-এর ভাইরাস সার্স কোভ-2-এর নতুন স্ট্রেন-এ সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে ব্রিটেনে। যার জেরে, সম্পূর্ণ লকডাউন-এর ঘোষণা হয়েছে লন্ডনে। আর, এ দিকে, ব্রিটেন থেকে এ রাজ্যে আসা কোভিড-19-এ সংক্রমিতের সংখ্যাও বেড়ে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই সংখ্যা বেড়ে হয়েছে 13।

এই 13 জনের মধ্যে এখনও পর্যন্ত এক জনের শরীরে কোভিড-19-এর নতুন স্ট্রেন-এর খোঁজ পাওয়া গিয়েছে। বাকিদের মধ্যে আর কেউ কোভিড-19-এর নতুন স্ট্রেন-এ সংক্রমিত হয়েছেন কি না, তার জন্য খোঁজ জারি রেখেছে স্বাস্থ্য দপ্তর।

গত 20 ডিসেম্বর ব্রিটেন থেকে কলকাতায় ফেরা একটি বিমানের দুই যাত্রীর শরীরে কোভিড-19-এর সংক্রমণ ধরা পড়ে। এই দুই জনের মধ্যে একজনের শরীরে ধরা পড়েছে কোভিড-19-এর নতুন স্ট্রেন। এর পরে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নেয়, গত 20 ডিসেম্বর ব্রিটেন থেকে কলকাতায় ফেরা ওই বিমানের ক্রু মেম্বার-সহ বাকি অন্যদের কোভিড-19 টেস্ট করানো হবে। ওই বিমানে ক্রু মেম্বার-সহ 222 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

তবে, শুধুমাত্র ওই বিমানটি নয়। ওই বিমানের আগে ব্রিটেন থেকে কলকাতায় আসা অন্য আরও দুটি বিমানের 400 জন যাত্রীর কোভিড-19 টেস্টের-ও সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর। এ দিকে, স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশ থেকে যাঁরা আসছেন তাঁদের সকলের কোভিড-19 টেস্টের কথা বলা হয়েছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে ব্রিটেন ফেরত আরও এক জনের শরীরে কোভিড-19-এর সংক্রমণ ধরা পড়ার কথা জানা যায় গত 1 জানুয়ারি।

এর পরে গত কয়েক দিনে এ রাজ্যে এই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ব্রিটেনের সঙ্গে যোগ রয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত এমন 13 জন কোভিড-19 আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।"

আরও পড়ুন: জুনের পর প্রথম, দেশে রেকর্ড হারে কমল দৈনিক সংক্রমণ

গত 20 ডিসেম্বর কলকাতায় ফেরা ওই দুই কোভিড-19 আক্রান্তের মধ্যে একজনের শরীরে পাওয়া গিয়েছে কোভিড-19-এর নতুন স্ট্রেন-এর সংক্রমণ। তবে, এখনও পর্যন্ত বাকি 11 জনের শরীরে কোভিড-19-এর নতুন স্ট্রেন-এর সংক্রমণ ঘটেছে কি না, তার খোঁজ জারি রেখেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এর জন্য, এখনও পর্যন্ত বাকি ওই 11 জনের নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা হচ্ছে। ব্রিটেনে সংক্রমণ ঘটিয়ে চলেছে কোভিড-19-এর এই নতুন স্ট্রেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.