কলকাতা, 6 নভেম্বর : মেট্রোয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে যাত্রী সংখ্যা। তাই আগামী 11 নভেম্বর থেকে আবারও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। আজ এমনটাই টুইটারের মাধ্যমে জানান রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
ক্রমশই মেট্রোতে বেড়ে চলেছে যাত্রী সংখ্যা। তাই আবারও আগামী বুধবার থেকে নর্থ-সাউথ করিডরে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। আগামী সপ্তাহে থেকে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে 152 টির বদলে 190টি ট্রেন চালানো হবে। অর্থাৎ মোট ট্রেনের সংখ্যা গিয়ে দাঁড়াবে 238। আজ টুইট করে এমনটাই জানান মন্ত্রী।
এর আগেও যাত্রী সংখ্যা সামাল দিতে বেশ কয়েকবার বাড়ানো হয়েছে রেকের সংখ্যা । বৃদ্ধি পেয়েছে প্রথম ও শেষ ট্রেনের সময়সীমাও। প্রতি আট মিনিটে একটি করে ট্রেন ছাড়বে। তবে রবিবার প্রথম ও শেষ মেট্রোর সময় ও সংখ্যা অপরিবর্তিত থাকছে। বর্তমানে রবিবার সকাল 10.10 থেকে রাত 9.30 পর্যন্ত মেট্রো চলে । দীর্ঘ ছ'মাস পর আবার চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রথম দিকে যাত্রী সংখ্যা কম থাকলেও ক্রমশ মানুষ আতঙ্ক কাটিয়ে আবার মেট্রোকেই বেছে নিচ্ছে দ্রুত গন্তব্যে পৌঁছানোর একমাত্র উপায় হিসেবে।
বৃদ্ধি পাচ্ছে যাত্রী, ভিড় সামাল দিতে বাড়ছে মেট্রোর সংখ্যা - নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো
লাফিয়ে বাড়ছে যাত্রী সংখ্যা । আর তারফলে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা।আজ টুইট করে এই কথা জানান রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
কলকাতা, 6 নভেম্বর : মেট্রোয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে যাত্রী সংখ্যা। তাই আগামী 11 নভেম্বর থেকে আবারও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। আজ এমনটাই টুইটারের মাধ্যমে জানান রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
ক্রমশই মেট্রোতে বেড়ে চলেছে যাত্রী সংখ্যা। তাই আবারও আগামী বুধবার থেকে নর্থ-সাউথ করিডরে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। আগামী সপ্তাহে থেকে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে 152 টির বদলে 190টি ট্রেন চালানো হবে। অর্থাৎ মোট ট্রেনের সংখ্যা গিয়ে দাঁড়াবে 238। আজ টুইট করে এমনটাই জানান মন্ত্রী।
এর আগেও যাত্রী সংখ্যা সামাল দিতে বেশ কয়েকবার বাড়ানো হয়েছে রেকের সংখ্যা । বৃদ্ধি পেয়েছে প্রথম ও শেষ ট্রেনের সময়সীমাও। প্রতি আট মিনিটে একটি করে ট্রেন ছাড়বে। তবে রবিবার প্রথম ও শেষ মেট্রোর সময় ও সংখ্যা অপরিবর্তিত থাকছে। বর্তমানে রবিবার সকাল 10.10 থেকে রাত 9.30 পর্যন্ত মেট্রো চলে । দীর্ঘ ছ'মাস পর আবার চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রথম দিকে যাত্রী সংখ্যা কম থাকলেও ক্রমশ মানুষ আতঙ্ক কাটিয়ে আবার মেট্রোকেই বেছে নিচ্ছে দ্রুত গন্তব্যে পৌঁছানোর একমাত্র উপায় হিসেবে।