ETV Bharat / city

Kolkata Metro : আগামী সোমবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা

author img

By

Published : Sep 30, 2021, 7:21 PM IST

পুজোর মুখে আগামী সোমবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা ৷ 4 অক্টোবর থেকে উত্তর-দক্ষিণ রুটে চলবে অতিরিক্ত 10টি মেট্রো ৷ সারাদিনে চলবে 266টি মেট্রো ৷

number of metro increasing from monday onwards
Kolkata Metro : পুজোর মুখে আগামী সোমবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা

কলকাতা, 30 সেপ্টেম্বর : পুজোর মুখে আগামী 4 অক্টোবর থেকে আরও বাড়ছে মেট্রোর (উত্তর-দক্ষিণ রুটে) সংখ্যা ৷ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ আগামী সোমবার থেকে 10টি অতিরিক্ত মেট্রো চালানো হবে ৷ ফলে 256টির পরিবর্তে সারাদিনে চলবে 266টি মেট্রো ৷ দিনের ব্যস্ত সময় দু’টি ট্রেনের মধ্যে মাত্র 5 মিনিটের ব্যবধান থাকবে ৷

আরও পড়ুন : Kolkata Metro: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত

মেট্রো সূত্রে খবর, আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কারণ, অতিমারির দাপট কিছুটা কমায় দুর্গাপুজোর আগে আবারও দোকানমুখী হয়েছেন আমজনতা ৷ ধীরে ধীরে ভিড় বাড়ছে বাজার এলাকাগুলিতে ৷ উত্তরের শ্যামবাজার, মধ্য কলকাতার নিউ মার্কেট কিংবা দক্ষিণের গড়িয়াহাট, সর্বত্রই চলছে পুজোর শপিং ৷ আর শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সবথেকে সহজ এবং দ্রুত মাধ্যম অবশ্যই মেট্রো ৷ তবে এক্ষেত্রে ভিড় বাড়ার সম্ভাবনা থাকছে ৷ তাতে করোনার সংক্রামণও ফের বাড়তে পারে ৷ মূলত সেই কারণেই পুজোর আগে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণে রাখার পথে হাঁটছে কর্তৃপক্ষ ৷

কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আগামী 4 অক্টোবর থেকে সারাদিনে 266টি (133 টি আপ এবং 133 টি ডাউন) রেক চলবে ৷ 266টির মধ্যে 167টি (83 আপ ও 84 ডাউন) মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ৷ দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল সাড়ে সাতটায় ৷ ওই একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো চলাচল শুরু হবে ৷ অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ন’টা বেজে আঠারো মিনিটে ৷ আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ রুটে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায় ৷

আরও পড়ুন : East West Metro: শিয়ালদায় প্রথম স্পিড ট্রায়াল মেট্রোর, ডিসেম্বরে পরিষেবা চালুর সম্ভাবনা

এছাড়া, আপ লাইনে সকাল 10 টা থেকে 11 টার মধ্যে 12টি এবং বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে 12টি ট্রেন চলবে ৷ অন্যদিকে, ডাউন লাইনে সকাল ন’টা সকাল 10 টার মধ্যে 12টি এবং সকাল 11 টা থেকে বেলা 12 টা পর্যন্ত 12টি ট্রেন চলবে ৷ বিকেল পাঁচটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত চলবে 12টি ট্রেন ৷ এবং সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত চলবে ছ’টি মেট্রো ৷ অন্যদিকে, পূর্ব নির্ধারিত সূচি মেনেই চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো ৷

কলকাতা, 30 সেপ্টেম্বর : পুজোর মুখে আগামী 4 অক্টোবর থেকে আরও বাড়ছে মেট্রোর (উত্তর-দক্ষিণ রুটে) সংখ্যা ৷ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ আগামী সোমবার থেকে 10টি অতিরিক্ত মেট্রো চালানো হবে ৷ ফলে 256টির পরিবর্তে সারাদিনে চলবে 266টি মেট্রো ৷ দিনের ব্যস্ত সময় দু’টি ট্রেনের মধ্যে মাত্র 5 মিনিটের ব্যবধান থাকবে ৷

আরও পড়ুন : Kolkata Metro: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত

মেট্রো সূত্রে খবর, আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কারণ, অতিমারির দাপট কিছুটা কমায় দুর্গাপুজোর আগে আবারও দোকানমুখী হয়েছেন আমজনতা ৷ ধীরে ধীরে ভিড় বাড়ছে বাজার এলাকাগুলিতে ৷ উত্তরের শ্যামবাজার, মধ্য কলকাতার নিউ মার্কেট কিংবা দক্ষিণের গড়িয়াহাট, সর্বত্রই চলছে পুজোর শপিং ৷ আর শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সবথেকে সহজ এবং দ্রুত মাধ্যম অবশ্যই মেট্রো ৷ তবে এক্ষেত্রে ভিড় বাড়ার সম্ভাবনা থাকছে ৷ তাতে করোনার সংক্রামণও ফের বাড়তে পারে ৷ মূলত সেই কারণেই পুজোর আগে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণে রাখার পথে হাঁটছে কর্তৃপক্ষ ৷

কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আগামী 4 অক্টোবর থেকে সারাদিনে 266টি (133 টি আপ এবং 133 টি ডাউন) রেক চলবে ৷ 266টির মধ্যে 167টি (83 আপ ও 84 ডাউন) মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ৷ দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল সাড়ে সাতটায় ৷ ওই একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো চলাচল শুরু হবে ৷ অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ন’টা বেজে আঠারো মিনিটে ৷ আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ রুটে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায় ৷

আরও পড়ুন : East West Metro: শিয়ালদায় প্রথম স্পিড ট্রায়াল মেট্রোর, ডিসেম্বরে পরিষেবা চালুর সম্ভাবনা

এছাড়া, আপ লাইনে সকাল 10 টা থেকে 11 টার মধ্যে 12টি এবং বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে 12টি ট্রেন চলবে ৷ অন্যদিকে, ডাউন লাইনে সকাল ন’টা সকাল 10 টার মধ্যে 12টি এবং সকাল 11 টা থেকে বেলা 12 টা পর্যন্ত 12টি ট্রেন চলবে ৷ বিকেল পাঁচটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত চলবে 12টি ট্রেন ৷ এবং সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত চলবে ছ’টি মেট্রো ৷ অন্যদিকে, পূর্ব নির্ধারিত সূচি মেনেই চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.