ETV Bharat / city

রাজ্যে ফের বাড়ন্ত আক্রান্তের সংখ্যা, মৃত্যু 159 জনের - করোনা

কয়েকদিন ধরেই সংক্রমণের গণ্ডি 19 হাজারের গণ্ডিতে রয়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে 19 হাজার 847 জন ৷

number-of-corona-positive-cases-increased-in-west-bengal
number-of-corona-positive-cases-increased-in-west-bengal
author img

By

Published : May 21, 2021, 8:50 PM IST

কলকাতা, 21 মে : সামান্য কমল মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 159 জনের ৷ গতকাল যে সংখ্যাটা ছিল 162 ৷ সংক্রমণও 19 হাজারের নীচে নামল না ৷ বরং গতকালের তুলনায় বাড়ল ৷

কয়েকদিন ধরেই সংক্রমণের গণ্ডি 19 হাজারের মধ্যে রয়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে 19 হাজার 847 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 19 হাজার 91 জন ৷ তবে স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার ৷ রাজ্যে সুস্থতার হার 88.11 শতাংশ ৷ গতকালের তুলনায় সুস্থের সংখ্যা বাড়ল ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 19 হাজার 17 জন ৷ গতকাল সেই সংখ্যাটা 19 হাজারের নীচে ছিল ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 12 লাখ 29 হাজার 805 জন ৷ মোট মৃত্যু হয়েছে 14 হাজার 54 জনের ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 181 জন ৷

দৈনিক আক্রান্তের নিরিখে এখনও জেলাগুলির মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তর 24 পরগনা । জেলাটিতে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 240 জন । মৃত্যুর সংখ্যা 47 । তারপরে রয়েছে শহর কলকাতা । মহানগরীতে একদিনে আক্রান্তের সংখ্যা 3 হাজার 560 । মৃতের সংখ্যা 33 । এই দুটি জেলা ছাড়া হুগলি, দক্ষিণ 24 পরগনা, হাওড়ায় আক্রান্তের সংখ্যা হাজারের বেশি ।

কলকাতা, 21 মে : সামান্য কমল মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 159 জনের ৷ গতকাল যে সংখ্যাটা ছিল 162 ৷ সংক্রমণও 19 হাজারের নীচে নামল না ৷ বরং গতকালের তুলনায় বাড়ল ৷

কয়েকদিন ধরেই সংক্রমণের গণ্ডি 19 হাজারের মধ্যে রয়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে 19 হাজার 847 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 19 হাজার 91 জন ৷ তবে স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার ৷ রাজ্যে সুস্থতার হার 88.11 শতাংশ ৷ গতকালের তুলনায় সুস্থের সংখ্যা বাড়ল ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 19 হাজার 17 জন ৷ গতকাল সেই সংখ্যাটা 19 হাজারের নীচে ছিল ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 12 লাখ 29 হাজার 805 জন ৷ মোট মৃত্যু হয়েছে 14 হাজার 54 জনের ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 181 জন ৷

দৈনিক আক্রান্তের নিরিখে এখনও জেলাগুলির মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তর 24 পরগনা । জেলাটিতে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 240 জন । মৃত্যুর সংখ্যা 47 । তারপরে রয়েছে শহর কলকাতা । মহানগরীতে একদিনে আক্রান্তের সংখ্যা 3 হাজার 560 । মৃতের সংখ্যা 33 । এই দুটি জেলা ছাড়া হুগলি, দক্ষিণ 24 পরগনা, হাওড়ায় আক্রান্তের সংখ্যা হাজারের বেশি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.