ETV Bharat / city

কলকাতায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা কমে 11

গত সপ্তাহে কলকাতায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল ২৯ । এক সপ্তাহের মধ্যে তা কমে হয়েছে ১১ ।

containment zones decreased in kolkata
কলকাতায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা কমল
author img

By

Published : Aug 27, 2020, 3:07 AM IST

কলকাতা, 27 অগাস্ট : এক ধাপে অনেকটা কমল কলকাতা পৌরনিগমের অধীন কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । বর্তমানে কলকাতার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 17 থেকে কমে 11 হয়েছেে ।

গত সপ্তাহে কলকাতার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 29 । এরপর 20 অগাস্ট তা কমে দাঁড়ায় 17 তে । বুধবার তা আরও কমে হল 11 । এরমধ্যে উল্টোডাঙ্গা, বেলেঘাটা, ফুলবাগান চত্বরে সবথেকে বেশি কনটেনমেন্ট জ়োন রয়েছে । মোট তিনটি কনটেনমেন্ট জ়োন রয়েছে এখানে । দক্ষিণ কলকাতার কালীঘাট ও চেতলাতেও বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । তবে উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বর্তমানে খুবই কম । মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় কনটেনমেন্ট জ়োন থাকায় চিন্তিত রাজ্য প্রশাসন ।

তবে কমপ্লেক্স ও বহুতলগুলিতে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেশি । সেই তুলনায় বস্তি এলাকাগুলি কনটেনমেন্ট জ়োন মুক্ত । শুধুমাত্র চেতলা বস্তিতে কনটেনমেন্ট জ়োন রয়েছে । মোট 11টি কনটেনমেন্ট জ়োনের মধ্যে 8 এবং 16 নম্বর বেরোতে রয়েছে দু'টি করে কনটেনমেন্ট জ়োন । 4 নম্বর বোরোতে একটি কনটেনমেন্ট জ়োন । কলকাতা পৌর নিগমের 124 নম্বর ওয়ার্ডে দু'টি, 82 নম্বর ওয়ার্ডে দু'টি কনটেনমেন্ট জ়োন । পাশাপাশি 69 নম্বর ওয়ার্ডে দু'টি এবং 77, 27, 31, 34 ও 35 নম্বর ওয়ার্ডে একটি করে কনটেনমেন্ট জ়োন রয়েছে ।

কলকাতা, 27 অগাস্ট : এক ধাপে অনেকটা কমল কলকাতা পৌরনিগমের অধীন কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । বর্তমানে কলকাতার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 17 থেকে কমে 11 হয়েছেে ।

গত সপ্তাহে কলকাতার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 29 । এরপর 20 অগাস্ট তা কমে দাঁড়ায় 17 তে । বুধবার তা আরও কমে হল 11 । এরমধ্যে উল্টোডাঙ্গা, বেলেঘাটা, ফুলবাগান চত্বরে সবথেকে বেশি কনটেনমেন্ট জ়োন রয়েছে । মোট তিনটি কনটেনমেন্ট জ়োন রয়েছে এখানে । দক্ষিণ কলকাতার কালীঘাট ও চেতলাতেও বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । তবে উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বর্তমানে খুবই কম । মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় কনটেনমেন্ট জ়োন থাকায় চিন্তিত রাজ্য প্রশাসন ।

তবে কমপ্লেক্স ও বহুতলগুলিতে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেশি । সেই তুলনায় বস্তি এলাকাগুলি কনটেনমেন্ট জ়োন মুক্ত । শুধুমাত্র চেতলা বস্তিতে কনটেনমেন্ট জ়োন রয়েছে । মোট 11টি কনটেনমেন্ট জ়োনের মধ্যে 8 এবং 16 নম্বর বেরোতে রয়েছে দু'টি করে কনটেনমেন্ট জ়োন । 4 নম্বর বোরোতে একটি কনটেনমেন্ট জ়োন । কলকাতা পৌর নিগমের 124 নম্বর ওয়ার্ডে দু'টি, 82 নম্বর ওয়ার্ডে দু'টি কনটেনমেন্ট জ়োন । পাশাপাশি 69 নম্বর ওয়ার্ডে দু'টি এবং 77, 27, 31, 34 ও 35 নম্বর ওয়ার্ডে একটি করে কনটেনমেন্ট জ়োন রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.