কলকাতা, 7 এপ্রিল: এবার হোম কোয়ারান্টাইনে পাঠানো হল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিককে। রাজ্য স্বাস্থ্য দপ্তর পৌর নিগমের ওই স্বাস্থ্য আধিকারিককে নোটিস দিয়ে এই নির্দেশের কথা জানায়। গতকাল কলকাতা পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা ডাঃ তপন কুমার মুখোপাধ্যায়কে কোয়ারান্টাইনে যাওয়ার নির্দেশ দেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নির্দেশিকা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পৌরনিগমের প্রধান কার্যালয় ছেড়ে বাড়ি চলে যান। আগামী 15 দিন নিজের বাড়িতে কোয়ারান্টাইনে থাকবেন বলেই জানিয়েছেন তিনি।
যদিও, এই বিষয়ে পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মুখ্য উপদেষ্টা ডাঃ তপন কুমার মুখোপাধ্যায়ের বক্তব্য, কী কারণে তাঁকে কোয়ারান্টাইনে থাকতে বলা হল, সে বিষয়ে তিনি আদৌ জানেন না। তাঁর কথায়, লকডাউনের আগে থেকে গতকাল পর্যন্ত কলকাতা পৌরনিগমের সদর দপ্তরেই বসছিলাম। ডাঃ তপন কুমার মুখোপাধ্যায় এও জানান, যে, কোনও কোরোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা তিনি করেননি। তাছাড়া পৌরনিগমের বাইরে বাকি সময়টা বাড়িতেই কাটিয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে কী কারণ স্বাস্থ্য আধিকারিককে হোম কোয়ারান্টাইনে যাওয়ার নির্দেশ দিল রাজ্য?
![kmc health officer is in Home Quarantine](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6703003_224_6703003_1586274836379.png)
এই বিষয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "কয়েকদিন আগে একজন মুদি দোকান ব্যবসায়ী অসুস্থ হয়ে ডক্টর মুখার্জিকে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট দেখিয়েছিলেন। রিপোর্ট দেখে তপনবাবু ওই ব্যবসায়ীকে হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন। পরে ওই দোকানদার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করালে তাঁর কোরোনা সংক্রমণ ধরা পড়ে। এই কারণেই পৌর স্বাস্থ্য দপ্তরের উপদেষ্টাকে হোম কোয়ারান্টাইনের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।"
ডেপুটি মেয়র আরও বলেন, "ডক্টর মুখার্জি কোরোনাতে আক্রান্ত হননি। সাবধানতা অবলম্বন করতেই ওঁকে হোম কোয়ারান্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে।"