ETV Bharat / city

শুধু রাজ্য সরকারের বিরোধিতা নয়, মানুষের প্রতি ভরসা রাখুন : অমিত শাহ - সায়ন্তন বসু

"শুধু রাজ্য সরকারের বিরোধিতা নয়, মানুষের প্রতি ভরসা রাখুন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরুন ।" আজ EZCC প্রেক্ষাগৃহে সাংগঠনিক বৈঠক এই বার্তাই দিলেন অমিত শাহ ।

Amit Shah in Kolkata
কলকাতায় অমিত শাহ
author img

By

Published : Nov 6, 2020, 6:22 PM IST

কলকাতা, 6 নভেম্বর : 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও সন্ত্রাস করতে পারবে না । আজ EZCC প্রেক্ষাগৃহে দলীয় কার্যকর্তাদের এভাবেই সাহস জোগালেন BJP-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

2021-এর বিধানসভা নির্বাচনে BJP-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে সেটা নিয়ে দলের অভ্যন্তরে মতবিরোধ রয়েছে । আজ অমিত শাহ এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন । বৈঠকে তিনি জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আপনাদের ভাবার কারণ নেই । আমাদের লক্ষ্য সোনার বাংলা গড়া ।"

"শুধু রাজ্য সরকারের বিরোধিতা নয়, মানুষের প্রতি ভরসা রাখুন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরুন ।" আজ EZCC প্রেক্ষাগৃহে সাংগঠনিক বৈঠকে এই বার্তাই দিলেন অমিত শাহ ।

আজ সাংগঠনিক বৈঠক বুথ স্তরের সংগঠনের প্রতি জোর দেওয়ার আবেদন করেছেন অমিত শাহ । এখনও যে বুথ কমিটিগুলি তৈরি হয়নি সেগুলি তৈরি করার নির্দেশ দেন । বুথগুলিতে শক্তি বৃদ্ধির পরামর্শ দিয়েছেন । প্রতিটি বুথ কমিটিতে সমাজের সব স্তরের মানুষকে যুক্ত করার কথা বলেছেন । নভেম্বর-ডিসেম্বর এই দুই মাস সমস্ত মণ্ডল ও গ্রাম পঞ্চায়েত স্তরে BJP সাংসদরা বৈঠক করবেন।

বৈঠক থেকে বেরিয়ে কী বললেন সায়ন্তন বসু ?

BJP সূত্রে খবর, CAA ও রাম মন্দির ইশুতে বিধানসভাকেন্দ্র ধরে ধরে প্রচার করার কথা বলেছেন তিনি । অমিত শাহ-র কথায়, বুথগুলিকে শক্তিশালী করতে পারলেই বাংলায় জয় নিশ্চিত । সেই বিষয়ে অমিত শাহ BJP-র বঙ্গ ব্রিগেডকে কার্যকর নির্দেশ দিয়েছেন ।

কলকাতা, 6 নভেম্বর : 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও সন্ত্রাস করতে পারবে না । আজ EZCC প্রেক্ষাগৃহে দলীয় কার্যকর্তাদের এভাবেই সাহস জোগালেন BJP-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

2021-এর বিধানসভা নির্বাচনে BJP-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে সেটা নিয়ে দলের অভ্যন্তরে মতবিরোধ রয়েছে । আজ অমিত শাহ এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন । বৈঠকে তিনি জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আপনাদের ভাবার কারণ নেই । আমাদের লক্ষ্য সোনার বাংলা গড়া ।"

"শুধু রাজ্য সরকারের বিরোধিতা নয়, মানুষের প্রতি ভরসা রাখুন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরুন ।" আজ EZCC প্রেক্ষাগৃহে সাংগঠনিক বৈঠকে এই বার্তাই দিলেন অমিত শাহ ।

আজ সাংগঠনিক বৈঠক বুথ স্তরের সংগঠনের প্রতি জোর দেওয়ার আবেদন করেছেন অমিত শাহ । এখনও যে বুথ কমিটিগুলি তৈরি হয়নি সেগুলি তৈরি করার নির্দেশ দেন । বুথগুলিতে শক্তি বৃদ্ধির পরামর্শ দিয়েছেন । প্রতিটি বুথ কমিটিতে সমাজের সব স্তরের মানুষকে যুক্ত করার কথা বলেছেন । নভেম্বর-ডিসেম্বর এই দুই মাস সমস্ত মণ্ডল ও গ্রাম পঞ্চায়েত স্তরে BJP সাংসদরা বৈঠক করবেন।

বৈঠক থেকে বেরিয়ে কী বললেন সায়ন্তন বসু ?

BJP সূত্রে খবর, CAA ও রাম মন্দির ইশুতে বিধানসভাকেন্দ্র ধরে ধরে প্রচার করার কথা বলেছেন তিনি । অমিত শাহ-র কথায়, বুথগুলিকে শক্তিশালী করতে পারলেই বাংলায় জয় নিশ্চিত । সেই বিষয়ে অমিত শাহ BJP-র বঙ্গ ব্রিগেডকে কার্যকর নির্দেশ দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.