ETV Bharat / city

মমতা কেন, ওরা তো সবাইকে নেবে; মুকুলকে পালটা পার্থর - মুকুল রায়কে কটাক্ষ পার্থ চ্যাটার্জির

মমতা ব্যানার্জি BJP-তে স্বাগত । সকালে এই মন্তব্য করে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন মুকুল রায় । বিকেলেই জবাব দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি । বলেন, "ওরা তো সবাইকে নিতে পারে । যেভাবে এক দেশ, এক নেতা, এক ভোটের দিকে এগোচ্ছে সেখানে সব তো নেবেই ।"

পার্থ
author img

By

Published : Aug 30, 2019, 11:32 PM IST

কলকাতা, 30 অগাস্ট : মমতা ব্যানার্জি BJP-তে স্বাগত । সকালে এই মন্তব্য করে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন মুকুল রায় । বিকেলেই জবাব দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি ।

আজ সকালে বিধানসভায় BJP নেতা মুকুল রায় বলেছিলেন, "মমতা আদর্শ মেনে দলে যোগ দিতেই পারেন । সবার জন্য দরজা খোলা ।" বিকেলে তাঁকে পালটা দেন পার্থ । বলেন, "ওরা তো সবাইকে নিতে পারে । যেভাবে এক দেশ, এক নেতা, এক ভোটের দিকে এগোচ্ছে সেখানে সব তো নেবেই ।"

এই সংক্রান্ত আরও খবর : মমতা চাইলে BJP-তে যোগ দিতে পারেন, বললেন মুকুল রায়

সকালে বিধানসভায় BJP-র পরিষদীয় দলের ঘর পরিদর্শন করেন মুকুল । দলীয় বিধায়কদের সঙ্গে আলাপ-আলোচনা সারেন । মনোজ টিগ্গাকে পরামর্শ দেন, নিয়মিত বিধানসভার লাইব্রেরি গিয়ে পড়াশোনা করে অধিবেশন কক্ষে হাজির হতে । একথা শুনে পার্থবাবু কটাক্ষের সুরে বলেন, "বিধানসভার লাইব্রেরিতে হিন্দি বই নেই (স্মিত হাসি) !"

পার্থ চ্যাটার্জির বক্তব্য

এদিকে, আজ বিধানসভায় পাশ হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিনচিং বিল 2019 । এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, "বিলটি আগে আনা দরকার ছিল ।" এর জবাবে তৃণমূল মহাসচিব বলেন, "জ্ঞান থাকলে মন্তব্য করা যায় । ওর না আছে পঠন-পাঠন, না আছে জ্ঞান । ধার করা কথা বললে এই হয় ।"

কলকাতা, 30 অগাস্ট : মমতা ব্যানার্জি BJP-তে স্বাগত । সকালে এই মন্তব্য করে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন মুকুল রায় । বিকেলেই জবাব দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি ।

আজ সকালে বিধানসভায় BJP নেতা মুকুল রায় বলেছিলেন, "মমতা আদর্শ মেনে দলে যোগ দিতেই পারেন । সবার জন্য দরজা খোলা ।" বিকেলে তাঁকে পালটা দেন পার্থ । বলেন, "ওরা তো সবাইকে নিতে পারে । যেভাবে এক দেশ, এক নেতা, এক ভোটের দিকে এগোচ্ছে সেখানে সব তো নেবেই ।"

এই সংক্রান্ত আরও খবর : মমতা চাইলে BJP-তে যোগ দিতে পারেন, বললেন মুকুল রায়

সকালে বিধানসভায় BJP-র পরিষদীয় দলের ঘর পরিদর্শন করেন মুকুল । দলীয় বিধায়কদের সঙ্গে আলাপ-আলোচনা সারেন । মনোজ টিগ্গাকে পরামর্শ দেন, নিয়মিত বিধানসভার লাইব্রেরি গিয়ে পড়াশোনা করে অধিবেশন কক্ষে হাজির হতে । একথা শুনে পার্থবাবু কটাক্ষের সুরে বলেন, "বিধানসভার লাইব্রেরিতে হিন্দি বই নেই (স্মিত হাসি) !"

পার্থ চ্যাটার্জির বক্তব্য

এদিকে, আজ বিধানসভায় পাশ হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিনচিং বিল 2019 । এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, "বিলটি আগে আনা দরকার ছিল ।" এর জবাবে তৃণমূল মহাসচিব বলেন, "জ্ঞান থাকলে মন্তব্য করা যায় । ওর না আছে পঠন-পাঠন, না আছে জ্ঞান । ধার করা কথা বললে এই হয় ।"

Intro:
একদেশ, একনেতা, এক ভোটের দিকে এগোচ্ছে ভারত, তাই সব নেবে : মুকুলকে পাল্টা পার্থর

কলকাতা, ৩০ অগাস্ট: 'সবাইকে নিতেই পারে ! যেদিকে এক দেশ, এক নেতা, এক ভোটের দিকে এগোচ্ছে, সেখানে সব তো নেবে।' মমতাকে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মুকুল রায় আজ বিধানসভায় যে মন্তব্য করেছিলেন তার পাল্টা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি মুকুল রায় লিঞ্চিং বিল নিয়ে বলেছিলেন এটা আগে আসার দরকার ছিল। এটা নিয়েও কটাক্ষ করেন তৃণমূলের মহাসচিব। Body:

আজ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের ঘর পরিদর্শন করেন মুকুল রায়। বিজেপি বিধায়কদের সঙ্গে আলাপ-আলোচনা সারেন তিনি। বিজেপি বিধায়ক মনোজ টিগগাকে পরামর্শ দেন নিয়মিত বিধানসভার লাইব্রেরীতে যেতে। পড়াশোনা করে অধিবেশন কক্ষে হাজির হতে। একথা শুনে পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, 'বিধানসভার লাইব্রেরীতে হিন্দি বই নেই' । যা মনোজ বাবু পড়তে পারবেন। অর্থাৎ পার্থ বাবু বলতে চেয়েছেন হিন্দি ছাড়া অন্য কোনও ভাষা জানেন না এই বিজেপি বিধায়ক। এছাড়াও লিঞ্চিং বিল নিয়ে মুকুল মন্তব্য করেছিলেন, বিলটি 'আগে আনা দরকার ছিল'। এ প্রসঙ্গে কার্যত আক্রমনাত্মক সুরে পার্থবাবু বলেন, 'যে জ্ঞান থাকলে মন্তব্য করা যায়। তা না আছে ওর পঠন-পাঠনে। না আছে জ্ঞান। ধার করা জ্ঞান নিয়ে কথা বললে ওরকমই বলবে।'Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.