ETV Bharat / city

পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠানো হয়নি : আয়কর দপ্তর - no notice was issued to the Durga Puja Committee

রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আদৌ কোনও আয়কর নোটিশ পাঠানো হয়নি বলে জানিয়ে দিল কেন্দ্রীয় আয়কর দপ্তর (CBDT) ৷ এদিকে, আজ সকাল থেকেই কলকাতায় সুবোধ মল্লিক স্কয়্যারে আয়কর নোটিশ পাঠানোর বিরুদ্ধে ধরনায় বসেছে তৃণমূল কংগ্রেস ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 13, 2019, 5:55 PM IST

দিল্লি, 13 অগাস্ট : রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আদৌ কোনও আয়কর নোটিশ পাঠানো হয়নি ৷ একথা জানাল কেন্দ্রীয় আয়কর দপ্তর (CBDT) ৷ তারা জানিয়েছে, পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠানো হয়েছে বলে যে প্রচার চলছে তা পুরো পুরোপুরি অসত্য ৷ এমন কোনও নোটিশ পাঠানোই হয়নি ৷

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানো হচ্ছে ৷ যা মানা যায় না ৷ এই বিষয়টি নিয়ে তিনি BJP ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে আরও জানিয়েছিলেন, এর প্রতিবাদে আজ দলের তরফে ধরনা দেওয়া হবে ৷ সেই মতো আজ সকাল থেকেই কলকাতায় সুবোধ মল্লিক স্কয়্যারে ধরনা শুরু হয়েছে ৷

দিল্লি, 13 অগাস্ট : রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আদৌ কোনও আয়কর নোটিশ পাঠানো হয়নি ৷ একথা জানাল কেন্দ্রীয় আয়কর দপ্তর (CBDT) ৷ তারা জানিয়েছে, পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠানো হয়েছে বলে যে প্রচার চলছে তা পুরো পুরোপুরি অসত্য ৷ এমন কোনও নোটিশ পাঠানোই হয়নি ৷

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানো হচ্ছে ৷ যা মানা যায় না ৷ এই বিষয়টি নিয়ে তিনি BJP ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে আরও জানিয়েছিলেন, এর প্রতিবাদে আজ দলের তরফে ধরনা দেওয়া হবে ৷ সেই মতো আজ সকাল থেকেই কলকাতায় সুবোধ মল্লিক স্কয়্যারে ধরনা শুরু হয়েছে ৷

Kanpur (Uttar Pradesh), Aug 13 (ANI): As India is all set to commemorate its 73rd Independence Day, it is time to celebrate this occasion with full fervour on August 15. There is high demand for tricolour sweets in the market. A sweet shop in Uttar Pradesh's Kanpur is selling several varieties of tricolour sweets for its customers. Desserts include Tiranga Kaju Roll, Tiranga Watermelon and others. Customers are happy and excited to celebrate this auspicious occasion with unique varieties of sweets and desserts.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.