কলকাতা, 18 অক্টোবর: রাজ্যের আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে বুধবার । তবে হাওড়ার পৌর নির্বাচনের ভবিষৎ এখনও অন্ধকারেই । কারণ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যে কোনওভাবেই হাওড়ার পৌর নির্বাচন সম্ভব নয় (Howrah Municipal Election) ৷
উল্লেখ্য, হাওড়া পৌরসভা এলাকায় যে 50টি ওয়ার্ড ছিল সেগুলিকে ভেঙে 66টি ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অর্থাৎ 50টি ওয়ার্ড ভেঙে সেগুলির এলাকা পুনর্বিন্যাস হয়ে নয়া ওয়ার্ড তৈরি হবে ৷ সেই প্রক্রিয়া এখনও চলছে ৷ রয়েছে আসন সংরক্ষণের বিষয়ও ৷ রাজ্যের তরফে এই পর্ব শেষ হলে, তারপর বিষয়টি রাজ্য নির্বাচন কমিশন (WB State Election Commission) তাদের কাজ শুরু করবে ৷
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন রাজ্য পুলিশেই, বুধে আসন সংক্রান্ত খসড়া প্রকাশ কমিশনের
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এইসব কাজ বেশ সময়সাপেক্ষ । তাই এই কাজগুলি শেষ না-করে কোনওভাবেই এই বছর আর করা যাবে না হাওড়ার নির্বাচন । রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ইঙ্গিত মিলেছে তাতে আগামী বছরে হতে পারে হাওড়া পৌর নির্বাচন (EC on Howrah Municipal Election) ।