ETV Bharat / city

রোশন গিরির সুরক্ষা কবচে না হাইকোর্টের - Roshan Giri in kolkata high court

রোশন গিরির সুরক্ষা কবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ মদন তামাং হত্যা মামলায় তাঁর নামে মামলা চলছে নগর দায়রা আদালতে ৷ সেই কারণে হাইকোর্টে আগাম জামিনের আবেদনের শুনানিতে আসতে পারছেন না রোশন গিরি ।

roshan giri
রোশন গিরি
author img

By

Published : Nov 26, 2019, 9:03 PM IST

কলকাতা, 26 নভেম্বর : রোশন গিরির সুরক্ষা কবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ মদন তামাং হত্যা মামলায় তাঁর নামে অভিযোগ রয়েছে নগর দায়রা আদালতে ৷ সেই কারণে হাইকোর্টে আগাম জামিনের আবেদনের শুনানিতে আসতে পারছেন না রোশন গিরি । পুলিশ যাতে তাঁদের মক্কেলকে গ্রেপ্তার না করে, সেজন্য আজ কলকাতা হাইকোর্টে সুরক্ষা কবচের আবেদন করেছিলেন রোশন গিরির তরফে আইনজীবী ওয়াই জে দস্তুর ও উর্গেন লামা । কিন্ত হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করেনি ।

বিমল গুরুং ও রোশন গিরি হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রায় 130 টি মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন । দীর্ঘদিন ধরে সেখানেই চলছিল শুনানি । এরপর হাইকোর্টের মূল বেঞ্চে নিয়ে আসা হয় মামলাগুলি । আজ সেই মামলার শুনানির শুরুতেই বিমল গুরুং ও রোশন গিরির তরফে আইনজীবী ওয়াই জে দস্তুর ও উর্গেন লামা আর্জি জানান, "মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুং সহ 23 জন অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট । কিন্ত রোশন গিরি ও অন্যান্যদের আগাম জামিন মঞ্জুর করেনি আদালত । নগর দায়রা আদালতে এখনও সেই মামলা বিচারাধীন । এই পরিস্থিতিতে রোশন গিরি কলকাতা হাইকোর্টে নিজের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে চাইলেও উপস্থিত থাকতে পারছেন না । কারণ তিনি কলকাতায় এলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে । আদালত যদি এই পরিস্থিতে কোনও সুরক্ষা কবচ দেয়, তাহলে ভালো হয় ।" কিন্ত আদালত সেই আবেদন মঞ্জুর করেনি । পাশাপাশি রাজ্যের তরফে আজ AG কিশোর দত্ত হাজির ছিলেন না । ফলে সমস্ত মামলাই আগামী 10 ডিসেম্বর শোনা হবে বলে জানান বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ ।

এর আগে এই মামলার শুনানিতে সার্কিট বেঞ্চে ইতিমধ্যেই সরকার পক্ষ দাবি করেছে যে, বিমল গুরুং দেশে নেই । তিনি নেপালে আত্মগোপন করেছেন । এর সপক্ষে কিছু গোপন নথিপত্রও সরকার আদালতকে দিয়েছে । সরকার পক্ষের আইনজীবী আদালতকে বলেছিল, যে ব্যক্তি দেশেই নেই তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে না । যদিও বিমল গুরুং-এর আইনজীবীদের তরফে সরকারের এই বক্তব্য নাকচ করা হয় । আজও সেই প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্যের তরফে আদালতে উপস্থিত আইনজীবী । তখন বিচারপতি জয়মাল্য বাগচি পালটা প্রশ্ন করেন, " আপনি কি তাহলে জানেন বিমল গুরুং কোথায় আছেন?" সেই প্রশ্নের উত্তরে সরকার পক্ষের আইনজীবী সুস্পষ্ট উত্তর দিতে পারেনি । 10 ডিসেম্বর আবার সমস্ত মামলা একসঙ্গে শোনা হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে ৷

কলকাতা, 26 নভেম্বর : রোশন গিরির সুরক্ষা কবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ মদন তামাং হত্যা মামলায় তাঁর নামে অভিযোগ রয়েছে নগর দায়রা আদালতে ৷ সেই কারণে হাইকোর্টে আগাম জামিনের আবেদনের শুনানিতে আসতে পারছেন না রোশন গিরি । পুলিশ যাতে তাঁদের মক্কেলকে গ্রেপ্তার না করে, সেজন্য আজ কলকাতা হাইকোর্টে সুরক্ষা কবচের আবেদন করেছিলেন রোশন গিরির তরফে আইনজীবী ওয়াই জে দস্তুর ও উর্গেন লামা । কিন্ত হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করেনি ।

বিমল গুরুং ও রোশন গিরি হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রায় 130 টি মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন । দীর্ঘদিন ধরে সেখানেই চলছিল শুনানি । এরপর হাইকোর্টের মূল বেঞ্চে নিয়ে আসা হয় মামলাগুলি । আজ সেই মামলার শুনানির শুরুতেই বিমল গুরুং ও রোশন গিরির তরফে আইনজীবী ওয়াই জে দস্তুর ও উর্গেন লামা আর্জি জানান, "মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুং সহ 23 জন অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট । কিন্ত রোশন গিরি ও অন্যান্যদের আগাম জামিন মঞ্জুর করেনি আদালত । নগর দায়রা আদালতে এখনও সেই মামলা বিচারাধীন । এই পরিস্থিতিতে রোশন গিরি কলকাতা হাইকোর্টে নিজের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে চাইলেও উপস্থিত থাকতে পারছেন না । কারণ তিনি কলকাতায় এলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে । আদালত যদি এই পরিস্থিতে কোনও সুরক্ষা কবচ দেয়, তাহলে ভালো হয় ।" কিন্ত আদালত সেই আবেদন মঞ্জুর করেনি । পাশাপাশি রাজ্যের তরফে আজ AG কিশোর দত্ত হাজির ছিলেন না । ফলে সমস্ত মামলাই আগামী 10 ডিসেম্বর শোনা হবে বলে জানান বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ ।

এর আগে এই মামলার শুনানিতে সার্কিট বেঞ্চে ইতিমধ্যেই সরকার পক্ষ দাবি করেছে যে, বিমল গুরুং দেশে নেই । তিনি নেপালে আত্মগোপন করেছেন । এর সপক্ষে কিছু গোপন নথিপত্রও সরকার আদালতকে দিয়েছে । সরকার পক্ষের আইনজীবী আদালতকে বলেছিল, যে ব্যক্তি দেশেই নেই তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে না । যদিও বিমল গুরুং-এর আইনজীবীদের তরফে সরকারের এই বক্তব্য নাকচ করা হয় । আজও সেই প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্যের তরফে আদালতে উপস্থিত আইনজীবী । তখন বিচারপতি জয়মাল্য বাগচি পালটা প্রশ্ন করেন, " আপনি কি তাহলে জানেন বিমল গুরুং কোথায় আছেন?" সেই প্রশ্নের উত্তরে সরকার পক্ষের আইনজীবী সুস্পষ্ট উত্তর দিতে পারেনি । 10 ডিসেম্বর আবার সমস্ত মামলা একসঙ্গে শোনা হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে ৷

Intro:রোশন গিরির সুরক্ষা কবচের আর্জি খারিজ করলো হাইকোর্ট Body:
মানস নস্কর

রোশন গিরির সুরক্ষা কবচের আর্জি খারিজ করলো হাইকোর্ট

কলকাতা ২৬ নভেম্বর ঃ
মদন তামাং হত্যা মামলায় তার নামে সিটি সেশন আদালতে অভিযোগ থাকায় হাইকোর্টে আগাম জামিনের আবেদনের শুনানিতে আসতে পারছেন রোশন গিরি। আজ কলকাতা হাইকোর্টে পুলিশ যাতে তাকে গ্রেপ্তার না করে সেই সুরক্ষা কবচের আবেদন করেছিলেন রোশন গিরির তরফে আইনজীবী ওয়াই জে দস্তুর ও উর্গেন লামা।কিন্ত হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করলো না আজ।

বিমল গুরুং ও রোশন গিরিরা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দুজনে প্রায় ১৩০ টি মামলায় আগাম জামিনের আবেদন করবছিলেন।দীর্ঘদিন সেখানেই শুনানি চলছিল। এরপর হাইকোর্টের মুল বেঞ্চে নিয়ে আসা হয় মামলাগুলিকে।আজ সেই মামলার শুনানির শুরুতেই বিমল গুরুং ও রোশন গিরির তরফে আইনজীবী ওয়াই জে দস্তুর ও উর্গেন লামা আর্জি জানান, "মদন তামাং হত্যা মামলায় বিলম গুরুং সহ ২৩ জন অভিযুক্তর আগাম জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্ত রোশন গিরি ও অন্যান্যদের আগাম জামিন মঞ্জুর করেনি আদালত।সিটি সেশন আদালতে এখনো সেই মামলা বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে রোশন গিরি নিজের কলকাতা হাইকোর্টে নিজের আগাম জামিনের আবেদন মামলার শুনানিতে চাইলেও উপস্থিত থাকতে পারছেন না। কারন তিনি কলকাতায় আসলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে।আদালত যদি এই পরিস্থিতে কোন সুরক্ষা কবচ দেন।তাহলে ভালো হয়।"কিন্ত আদালত শোনার পর সেই আবেদন মঞ্জুর করেনি।পাশাপাশি রাজ্যের তরফে আজ এজি কিশোর দত্তও হাজির ছিলেন না। ফলে সমস্ত মামলাই আগামী ১০ ডিসেম্বর শোনা হবে বলে জানান বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ।

এর আগে এই মামলার শুনানিতে সার্কিট বেঞ্চে ইতিমধ্যেই সরকার পক্ষ দাবি করেছে যে বিমল গুরুং দেশে নেই।তইনি নেপালে আত্মগোপন করেছেন।তিনি পালিয়েছেন। কিছু গোপন নথিপত্রও সরকার পক্ষ আদালতকে দিয়েছে। ফলে যে ব্যাক্তি দেশেই নেই তার আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে না বলেও দাবি করা হয়েছিল।যদিও বিমল গুরুং এর আইনজীবীদের তরফে সরকারের এই বক্তব্যকে নস্যাৎ করা হয়। আজও এক দফা সেই প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্যের আইনজীবীরা। যদিও বিচারপতি জয়মাল্য বাগচির পাল্টা প্রশ্ন," আপনি কি তাহলে জানেন বিমল গুরুং কোথায় আছে?" তাতে সরকার পক্ষ আর তেমন কিছু বলতে পারেনি। আগামী ১০ ডিসেম্বর আবার সমস্ত মামলা একসাথে শোনা হবে বলে জানান বিচারপতি। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.