কলকাতা, 18 অক্টোবর: প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশের উপর স্থগিতাদেশ দিল না অবকাশকালীন বেঞ্চ ৷ পুজোর ছুটির আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ 187 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৷ এছাড়াও 3929টি শূন্য পদেও মেরিট লিস্ট দেখে বাকি যোগ্য প্রার্থীদেরও নিয়োগের নির্দেশ দেওয়া হয় ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলা হয় হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে (Vacation Bench of Calcutta HC) ৷
কিন্তু মঙ্গলবার এই মামলার শুনানিতে সেই রায়ের উপর কোনও স্থগিতাদেশ দিতে চায়নি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ৷ বিষয়টি এখনই অবকাশকালীন বেঞ্চে শুনানির মতো গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ৷ তাই রেগুলার বেঞ্চেই এদিন পাঠানো হয়েছে এই মামলা ৷ পুজোর ছুটির পর আদালত খুললে সেখানেই হবে এই আবেদনের শুনানি ৷ 31 অক্টোবর শুনানির দিন ধার্য হয়েছে (Primary Recruitment Case in Calcutta HC) ৷
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে পুজোর আগে 187 জনকে ইন্টারভিউতে ডাকল পর্ষদ
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে দু'টি মামলা দায়ের হয় ৷ কোনও দাবির প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কোনওরকম স্থগিতাদেশ এদিন দেয়নি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । 3929টি শূন্য পদে 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় মেরিট লিস্ট থেকে নিয়োগের যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে এই আবেদন আদৌ গ্রহণযোগ্য কি না, তা আগে দেখবে হাইকোর্টের রেগুলার বেঞ্চ (Calcutta High Court)।