ETV Bharat / city

25 ও 29 জুলাই কলকাতায় বন্ধ বিমান পরিষেবা

author img

By

Published : Jul 24, 2020, 6:47 PM IST

Updated : Jul 24, 2020, 7:17 PM IST

Kolkata Airport
ছবি

কলকাতা, 24 জুলাই : আগামীকাল ও 29 জুলাই বিমান চলাচল বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে । রাজ্যে শুরু হয়ে গেছে গোষ্ঠী সংক্রমণ । এই পরিস্থতিতে সংক্রমণ ছড়ানো আটকাতে 23 জুলাই, 25 জুলাই ও 29 জুলাই গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার । গতকাল লকডাউনের মধ্যেও কলকাতা বিমানবন্দরে উড়ান স্বাভাবিক থাকলেও, আগামীকাল ও 29 জুলাই পুরোপুরি বন্ধ থাকবে বিমানের ওঠা-নামা ।

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, "এখনও পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, 25 জুলাই ও 29 জুলাই কোনও বিমান ওঠা-নামা করবে না ।" বিমানবন্দর সূত্রে খবর, লকডাউনের দিনগুলিতে কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ রাখার জন্য রাজ্য সরকারের তরফে অনুরোধ করা হয়েছিল ।

এর আগেই ছয় শহরের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ । এই ছয় শহর হল দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর ও আহমেদাবাদ । পরে 31 জুলাই পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।

রাজ্যে গোষ্ঠী সংক্রমণ রুখতে কড়া সিদ্ধান্ত নিয়েছে সরকার । এখন থেকে সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । প্রথম পর্যায়ে এখনও পর্যন্ত তিনটি দিন ঘোষণা করা হয়েছে । আগামীকাল তার দ্বিতীয় দিন । এরপর আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ 29 জুলাই । এই দুই দিনই কলকাতা থেকে সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে ।

কলকাতা, 24 জুলাই : আগামীকাল ও 29 জুলাই বিমান চলাচল বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে । রাজ্যে শুরু হয়ে গেছে গোষ্ঠী সংক্রমণ । এই পরিস্থতিতে সংক্রমণ ছড়ানো আটকাতে 23 জুলাই, 25 জুলাই ও 29 জুলাই গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার । গতকাল লকডাউনের মধ্যেও কলকাতা বিমানবন্দরে উড়ান স্বাভাবিক থাকলেও, আগামীকাল ও 29 জুলাই পুরোপুরি বন্ধ থাকবে বিমানের ওঠা-নামা ।

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, "এখনও পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, 25 জুলাই ও 29 জুলাই কোনও বিমান ওঠা-নামা করবে না ।" বিমানবন্দর সূত্রে খবর, লকডাউনের দিনগুলিতে কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ রাখার জন্য রাজ্য সরকারের তরফে অনুরোধ করা হয়েছিল ।

এর আগেই ছয় শহরের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ । এই ছয় শহর হল দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর ও আহমেদাবাদ । পরে 31 জুলাই পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।

রাজ্যে গোষ্ঠী সংক্রমণ রুখতে কড়া সিদ্ধান্ত নিয়েছে সরকার । এখন থেকে সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । প্রথম পর্যায়ে এখনও পর্যন্ত তিনটি দিন ঘোষণা করা হয়েছে । আগামীকাল তার দ্বিতীয় দিন । এরপর আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ 29 জুলাই । এই দুই দিনই কলকাতা থেকে সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে ।

Last Updated : Jul 24, 2020, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.